1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক ‘কচ্ছপ গ্রাম'-এর কথা

বেটিনা টোমা/জেডএইচ৫ মে ২০১৬

ভারতের পশ্চিম উপকূলীয় একটি গ্রাম ভেলাস৷ সেখানকার লোকজন কৃষিকাজ করেন৷ তবে উপকূলীয় গ্রাম হওয়ায় সেখানে মাঝেমধ্যে কচ্ছপরা চলে আসে ডিম পাড়তে৷

কচ্ছপ
ছবি: picture-alliance/dpa/A. Mlenkova

জার্মানির সহায়তায় এই কচ্ছপদের ডিম রক্ষা ও তা থেকে বাচ্চা ফোটানোর একটি কর্মসূচি চলছে সেখানে৷ ফলে ভেলাসের নাম এখন হয়ে গেছে ‘কচ্ছপ গ্রাম'৷

প্রতিদিন সকাল পাঁচটার দিকে সৈকতে কচ্ছপের ডিম খোঁজেন বীরেন্দ্র পাটি ও সমীর মহাদিক৷ একটি সংরক্ষণ কর্মসূচির আওতায় কাজ করেন তাঁরা৷ মোহন উপাধ্যায় এই কর্মসূচির আহ্বায়ক৷

ডিমের খোঁজ পেলে মানুষ ও প্রাণীর হাত থেকে বাঁচাতে সেগুলোকে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে গিয়ে ব্রিডিং করতে দেয়া হয়৷ ডিমগুলো বালুর মধ্যে রেখে গরম করার জন্য তার ওপর ঝুড়ি দেয়া হয়৷

সমুদ্রতটে ভেসে আসে ‘অলিভ রিডলে’ কচ্ছপরা

03:19

This browser does not support the video element.

সমীর মহাদিক বলেন, ‘‘আমরা প্রতিদিন বালুর দিকে খেয়াল রাখি৷ যদি বালিতে কোনোরকম নড়াচড়া দেখতে পাই তাহলে সতর্ক হয়ে যাই৷ মনে করি, হয়ত ডিম ফুটে বাচ্চা বের হয়েছে, এখন উপর উঠতে চেষ্টা করছে৷ এমনটা হলে আমরা তাদের বের করে সাগরে নিয়ে গিয়ে ছেড়ে আসি৷''

ভেলাসের সৈকতে যে কচ্ছপ আসে তা ‘অলিভ রিডলে' প্রজাতির৷ একেকটির ওজন হয় ৫০ কেজি৷ সাগরের কচ্ছপদের মধ্যে এই জাতটাই সবচেয়ে ছোট৷

ভেলাস গ্রামে ৫০০ জনের বাস৷ সেখানকার লোকজন কৃষিকাজ করেন৷ গোলমরিচ, কাজুবাদাম আর আমের ফলন করেন তাঁরা৷ সেখানকার স্কুলের শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণের উপর শিক্ষা দেয়া হয়৷

প্রায়ই শিক্ষকদের সঙ্গে পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করেন মোহন উপাধ্যায়৷ কচ্ছপরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ শিক্ষার্থীদের শেখানো হয়, কেন সৈকত রক্ষা করা জরুরি

এটাই জার্মানির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জিআইজেড-এর অর্থায়নে পরিচালিত কর্মসূচির লক্ষ্য৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ