পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের হামলায় এক নারী নিহত ও আট বছরের এক শিশুর আহত হওয়ার প্রতিবাদ জানাতে ভারতের এক কূটনীতিককে সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়৷
বিজ্ঞাপন
পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তের কাছে অবস্থিত জনদ্রোত ও খুইরাত্তা গ্রামে মর্টার ও গোলা নিক্ষেপ করেছে ভারতীয় বাহিনী৷ তাদের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের ‘ইচ্ছাকৃতভাবে লক্ষ্য’ বানানোর অভিযোগও এনেছে পাকিস্তানি বাহিনী৷
ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি৷
পাকিস্তানি কাশ্মীরের শীর্ষ আঞ্চলিক কর্মকর্তা সরদার মাসুদ খান বলছেন, করোনা মহামারি শুরুর পর ঐ এলাকায় ভারতীয় বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের মাত্রা বেড়েছে৷
এশিয়ার মানচিত্রের যত রাজনীতি
এক দেশ থেকে আরেক দেশে বদলে যায় একই ভূখণ্ডের মানচিত্র৷ এশিয়ায় কেমন এই মানচিত্রের রাজনীতি, দেখুন ছবিঘরে...
ছবি: Getty Images/AFP/F. J. Brown
সরকারের যত কড়াকড়ি
ভারতের সরকারি নিয়ম অনুযায়ী, উত্তর ভারতের অভিন্ন অঙ্গ জম্মু ও কাশ্মীর৷ তাই সেদেশের মানচিত্রে পাকিস্তান ও চীন নিয়ন্ত্রিত কাশ্মীরকেও ভারতের অংশ হিসাবে দেখানো হয়৷ শুধু তাই নয়, ভারতে সরকার অনুমোদিত নকশা ছাড়া কাশ্মীরের অন্য সব মানচিত্র অবৈধ৷
পাকিস্তান যা বলছে
পাকিস্তানেও কাশ্মীরের মানচিত্র বেশ স্পর্শকাতর একটি বিষয়৷ কিন্তু ভারতের মতো সেখানে গোটা কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয়না৷ এর বদলে মানচিত্রে কাশ্মীরের কিছু অংশের গায়ে ‘বিতর্কিত অংশ’ বা ‘অনির্দিষ্ট সীমান্ত’ লেখা থাকে৷
সরকারি মানচিত্র কতটা সঠিক?
জাতিসংঘের বৈশ্বিক জিওস্প্যাশিয়াল তথ্যবিষয়ক কমিটির প্রধান টিম ট্রেনর বলেন, ‘‘মানচিত্রের ক্ষমতা অনেক৷ একটি মানচিত্র দেখলেই আমরা ভেবে নিই যে তা আসলে সঠিক তথ্য দিচ্ছে৷’’ তাঁর মতে, মানচিত্র বিশ্বের মানুষের চিন্তা নির্ধারণ করার ক্ষমতা রাখে৷ তিনি আরো বলেন যে, এশিয়ার অনেক দেশের সরকারি মানচিত্রের সাথে সত্যের খুব কমই মিল আছে৷
ছবি: Getty Images/AFP/F. J. Brown
দক্ষিণ চীন সাগরের উদাহরণ
২০১৯ সালের ‘এবোমিনেবল’ ছবিতে একটি বিশেষ মানচিত্র দেখানোর ফলে দক্ষিণ চীন সাগরের দখল নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়৷ সেই মানচিত্রে তাইওয়ান ও গোটা দক্ষিণ চীন সাগরকে চীনের অংশ হিসাবে দেখানো হয়৷ যদিও আন্তর্জাতিক মহলে এই অঞ্চলের ওপর মালয়েশিয়া, ফিলিপাইন্স, ব্রুনেই, ভিয়েতনাম ও তাইওয়ান প্রভৃতি দেশের দাবি রয়েছে৷
মানচিত্র বিশেষজ্ঞ টিম ট্রেনর বলেন, যে কোনো মানচিত্রকে সঠিক ধরে নেবার আগে প্রশ্ন করতে হবে যে সেই মানচিত্রের কাজটা ঠিক কী, আর কারাই বা তৈরি করেছে সেই মানচিত্র৷ তিনি বলেন, ‘‘কোনো মানচিত্রের একটি মাত্র নির্দিষ্ট নকশা থাকতে পারেনা৷’’ তাঁর মতে, ভালো মানচিত্র সেটাই যেখানে তথ্যের সূত্র ও তথ্যপ্রাপ্তির তারিখ দেওয়া থাকে৷ পাশাপাশি, বিতর্কিত সীমান্তের উল্লেখও থাকা উচিত৷
ছবি: Public Domain
অবস্থান অনুযায়ী বদলায় মানচিত্র
বিশ্বের বেশিরভাগ গবেষক ও সাধারণ নাগরিক মানচিত্র বিষয়ে ধারণা পেতে গুগল ম্যাপস বা গুগল আর্থ-এর মতো অ্যাপের ওপর নির্ভর করেন৷ কিন্তু ডয়চে ভেলেকে গুগল জানিয়েছে, অ্যাপ ব্যবহারকারী কোন মানচিত্র দেখতে পাবেন তা তার অবস্থানের ওপর নির্ভর করে৷ যেমন ভারতের বাসিন্দারা ভারত সরকার অনুমোদিত মানচিত্রই দেখতে পান৷ কিন্তু কেন অন্যান্য মানচিত্রের তথ্য দেয়না গুগল, সেবিষয়ে তাঁরা কিছু বলেনি৷
ছবি: Knight-Mozilla-MIT “The Open Internet” Hack Day/opennews.kzhu.io
6 ছবি1 | 6
উচ্চগতির ইন্টারনেটে নিষেধাজ্ঞা বাড়লো
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে উচ্চগতির ফোর-জি মোবাইল ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা ১১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে৷
‘সন্ত্রাসী হামলা’ বাড়ার অভিযোগ দেখিয়ে সোমবার এই সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷
গতবছরের আগস্ট মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল৷ গতমাসে তা খুলে দেয়া হলেও মানুষ এখন শুধু ধীরগতির টু-জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন৷ ফলে চিকিৎসক ও শিক্ষার্থীরা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করছেন৷
বিশেষ করে করোনার কারণে অনলাইনে আয়োজিত ওয়েবিনারে অংশ নিতে সমস্যা হচ্ছে বলে সম্প্রতি ডয়চে ভেলেকে জানিয়েছিলেন চিকিৎসকরা৷ ধীরগতির কারণে শিক্ষার্থীদেরও অনলাইন ক্লাসে অংশ নিতে সমস্যা হচ্ছে৷
তবে কর্তৃপক্ষের দাবি, ‘উত্তেজক ভিডিও’ আপলোড, ডাউনলোড ও ছড়ানো প্রতিরোধে উচ্চগতির ইন্টারনেট বন্ধ রাখা প্রয়োজন৷
ধারভি ভাইড, এপি/জেডএইচ
গত বছরের আগস্টের ছবিঘর দেখুন...
ভারতকে যেভাবে চাপে রাখছে পাকিস্তান
ভারতের সংসদে ইতিমধ্যে পাশ হয়েছে জম্মু ও কাশ্মীরের মর্যাদা বদলের বিল৷ এর জবাবে ভারতকে চাপে রাখতে কী কী পদক্ষেপ নিয়েছে পাকিস্তান? দেখুন ছবিঘরে...
ছবি: Getty Images/AFP/A. Majeed
কূটনৈতিক সম্পর্কে টান
ভারতের রাজ্য জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে নেবার প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কে বদল এনেছে৷ বাণিজ্যনীতিতে বদলের পাশাপাশি পাকিস্তানী কূটনীতিতে ভারতের মর্যাদা আগের চেয়ে কমানো হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/epa/H. Tyagi
কূটনীতিককে ফেরত পাঠানো
কূটনৈতিক সম্পর্কে বদল আনার প্রথম ধাপে পাকিস্তানে ভারতের হাইকমিশনারকে ফেরত পাঠানো হচ্ছে৷ শুধু তাই নয়, দিল্লী থেকে ফিরিয়ে নেয়া হচ্ছে পাক হাইকমিশনারকেও৷
ছবি: AFP/T. Peter
বাণিজ্যে টান
বুধবার পাকিস্তানের নিরাপত্তা পরিষদ প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠকে বসে৷ কাশ্মীরের মর্যাদা বদলের পর ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় তারা৷
ছবি: Getty Images/AFP/N. Nanu
বন্ধ সমঝোতা
কাশ্মীর ইস্যুকে ঘিরে পাক কর্তৃপক্ষ জানিয়েছে তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে লাহোর-দিল্লী রুটের ট্রেন সমঝোতা এক্সপ্রেস৷ এর উত্তরে রোববার ভারতের পক্ষে জানানো হয় যে, ভারত থেকে পাকিস্তানগামী সমঝোতা এক্সপ্রেসও বন্ধ থাকবে৷
ছবি: picture-alliance/AP Photo/A. Sharma
বাস চলাচলও বন্ধ
সমঝোতা এক্সপ্রেসের চলাচল বন্ধ ঘোষণার পরই পাকিস্তান টুরিজম ডেভেলাপমেন্ট কর্পোরেশন জানিয়েছে, লাহোর-দিল্লী-লাহোর রুটের সব বাস চলাচলও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে৷ অন্যদিকে, দিল্লী ট্রান্সপোর্ট কর্পোরেশন জানায়, সোমবার থেকে ভারত থেকে পাকিস্তানগামী সব বাস বাতিল করছে তারা৷
ছবি: AP
নিষিদ্ধ বলিউড
কাশ্মীর ইস্যুর ঝড় এসে পড়ল বলিউডের গায়েও৷ ইমরান খানের তথ্য ও সম্প্রচার বিষয়ক বিশেষ সমণ্বয়কারী, ফিরদৌস আশিক আওয়ান জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে ভারতীয় ছবির প্রদর্শনী পাকিস্তানে নিষিদ্ধ করছে পাকিস্তান৷