1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের গরু-হত্যাবিরোধী কঠোর আইন

২১ মার্চ ২০১৫

মহারাষ্ট্রের পর ভারতের হরিয়ানা রাজ্যও গরু জবাই এবং গরুর মাংস বিক্রি বন্ধ করতে কঠোর অবস্থান নিয়েছে৷ নতুন আইন অনুযায়ী, হরিয়ানায় কেউ গরু কিংবা গরু জবাই করে মাংস বিক্রি করলে তাঁর ১০ বছরের জেল এবং ১ লক্ষ রুপি জরিমানা হবে৷

Indien Kühe
ছবি: AP

‘গো-মাতা' রক্ষার অঙ্গীকার করেই ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর বিজেপি৷ হিন্দুত্ববাদী দলটির নির্বাচনি ইশতেহারেও বিষয়টির উল্লেখ ছিল৷ ভারত হিন্দু-প্রধান দেশ৷ হিন্দুরা ধর্মবিশ্বাস থেকে গরুকে মায়ের মর্যাদা দেয় – এই বিষয়টি উল্লেখ করেই ক্ষমতায় গেলে গো-মাতা রক্ষার ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছিল বিজেপি৷

এই নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের পদক্ষেপ নিতে শুরু করেছে দলটি৷ ভারতের কিছু রাজ্যে গরু জবাই এবং গরুর মাংস বিক্রি আগে থেকেই আইনত দণ্ডনীয়৷ তবে সেই আইন এতদিন কার্যকর হয়নি৷ প্রথমে মহারাষ্ট্রের বিজেপি-শিব শেনা শাসিত রাজ্য সরকার দিয়েছিল সেখানে গরু জবাই এবং গরুর মাংস বিক্রি বন্ধ রাখার আইন কার্যকরের ঘোষণা৷ রাজ্য সরকারের এ পদক্ষেপের সমালোচনা কম হয়নি৷ হরিয়ানা রাজ্য সরকার গরু হত্যা এবং গরুর মাংস বিক্রির জন্য ১০ বছরের জেল এবং ১ লক্ষ রুপি জরিমানার শাস্তি ঘোষণা করার পরও ভারত জুড়ে চলছে বিজেপির কঠোর সমালোচনা৷

ভারতের কিছু রাজ্যে গরু জবাই এবং গরুর মাংস বিক্রি আগে থেকেই আইনত দণ্ডনীয়৷ছবি: Shaikh Azizur Rahman.

সমালোচনার প্রতিক্রিয়ায় হরিয়ানা রাজ্যের কৃষি ও পশুসম্পদ মন্ত্রী, বিজেপি নেতা ও. পি. ধানকর বলেছেন, ‘‘গরু আমাদের মা৷ তাই যে কোনো মূল্যে গরুকে আমাদের রক্ষা করতেই হবে৷ বিভিন্ন রাজ্যের আইন বিশ্লেষণ করেই এ রাজ্যে আমরা আইনটি কঠোর করেছি৷''

হিন্দুপ্রধান দেশ হলেও ভারত অন্যতম গরুর মাংস রপ্তানিকারী দেশ৷ দেশটির সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান৷ ভারতের সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারী রাষ্ট্র উত্তর প্রদেশ৷ সেখানে অনেক মুসলমানের বাস৷ গরুর মাংস মুসলমানদের শুধু প্রিয় নয়, সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহায় গরু কুরবানিও (জবাই) দেয় তারা৷ ভারতের বেশ কিছু রাজ্যে এখনো গরু জবাইয়ে কোনো নিষেধাজ্ঞা নেই৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ