1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বিপুল অর্থ বরাদ্দ

১৮ আগস্ট ২০০৯

নতুনদিল্লিতে রাজ্য পরিবেশ মন্ত্রী সম্মেলনে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং পরিবেশ রক্ষায় জাতীয় অ্যাকশন প্ল্যানের সংগে সংগতি রেখে রাজ্যগুলিকে অনুরুপ পরিকল্পনা হাতে নিতে বলেছেন৷

ফাইল ফটোছবি: AP

জাতীয় উন্নয়ন পরিকল্পনায় নতুন পরিবেশ-বান্ধব প্রযুক্তি উদ্ভাবনে আরও বেশী বিনিয়োগ প্রয়োজন৷ রাজ্যগুলির পরিবেশ মন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেন, জলবায়ু পরিবর্তন সংকট এক বৈশ্বিক চ্যালেঞ্জ৷ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের প্রতি দায়বদ্ধতা সম্পর্কে ভারত সজাগ ও সচেতন৷ জলবায়ু পরিবর্তনে দেশের ইকো-সিস্টেমে বিপদ ঘনিয়ে উঠছে ঠিকই, তবে এই সমস্যা অনতিক্রম্য নয়৷ জীবনযাত্রায় আনতে হবে মৌলিক পরিবর্তন৷ এর মোকাবিলায় জাতীয় অ্যাকশন প্ল্যানের আটটি মিশন বাস্তবায়িত করতে রাজ্যগুলির সহযোগিতা চান তিনি৷ তার সংগে সংগতি রেখে রাজ্যগুলিকেও অনুরুপ কর্ম পরিকল্পনা হাতে নিতে হবে৷

বন বিভাগের আধুনিকীকরনের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বনসৃজন প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ করা হচ্ছে৷ এই প্রসংগে তিনি বলেন, অরণ্যের ওপর স্থানীয় জনজাতির অধিকারের কথা মাথায় রাখতে হবে৷ বন সংরক্ষণে তাদের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে৷ পাশাপাশি, কলকারখানার বর্জ্য পদার্থে যাতে দেশের নদী, খাল, বিল ও জলাশয় দুষিত না হয়, দুষণ নিয়ন্ত্রণ পর্ষদকে সেজন্য আরও তত্পর হতে হবে৷

কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী জয়রাম রমেশ বন সৃজন আধুনিকীকরন ব্যবস্থাপনায় চলতি বছরে আট হাজার কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন৷ রাজ্য পরিবেশ মন্ত্রীরা ছাড়াও সম্মেলনে যোগ দেন পরিবেশবিদরা৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ