হায়দ্রাবাদে কোহলিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা৷ টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়া স্বাগতিকরা ছাড় দেবে না মোটেই৷ তাতে অবশ্য ঘাবড়াচ্ছেন না মুশফিকরা৷ তাদের জন্য যে সামর্থ্য প্রমাণের বড় সুযোগ এটি!
বিজ্ঞাপন
বাংলাদেশে দলে থাকছেন না ইমরুল কায়েস৷ দল তাঁকে ভারত অবধি নিলেও ইনজুরি পিছু ছাড়েনি৷ অন্যদিকে, গেলবার ভারতে গিয়ে আইপিএল-এ ঝড় তোলা পেসার মোস্তাফিজুর রহমান আগে থেকেই দলে নেই৷ তাঁকে ভারত বাদ দিয়ে শ্রীলঙ্কার জন্য প্রস্তুত করছেন কোচ! দলের এই দশাতেও অবশ্য মনোবলে চিড় ধরেনি অধিনায়কের৷ ভারতের সঙ্গে সর্বশেষ টি-টোয়েন্টিতে জেতার এক ইঞ্চি দূরে থেকে অতি আত্মবিশ্বাসে আউট হয়ে যাওয়া মুশফিক মনে করেন, ভারতের মাঠে ভারতের বিপক্ষে শক্তি দেখানোর এটাই সুযোগ৷
শিরোপা না জিতলেও রেকর্ডে এগিয়ে বাংলাদেশ
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের সবগুলো ম্যাচে হেরেছে বাংলাদেশ৷ পরাজয়ের এই হিসেব হতাশ করলেও প্রাপ্তি কিন্তু একেবারে কম নয়৷ কিভাবে? দেখুন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
সবচেয়ে বেশি রান করেছেন তামিম
ভারতে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল৷ ছয় ম্যাচে ছয় ইনিংস খেলে তাঁর সংগ্রহ ২৯৫ রান৷ বলাবাহুল্য, ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি খেলেননি তিনি৷ সেটা খেললে রান হয়ত আরো অনেক বাড়ত৷ টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছয়ও মেরেছেন তামিম, মোট ১৪টি৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
হিসেবে দ্বিতীয়, বিবেচনায় সেরা কোহলি
ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি রানের হিসেবে আইসিসি-র ‘মোস্ট রানস’ তালিকায় আছেন তামিমের পর দ্বিতীয় অবস্থানে৷ পাঁচটি ম্যাচ খেলে মোট ২৭৩ রান করেছেন তিনি৷ তবে তাঁকেই ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করেছে আইসিসি৷ এক্ষেত্রে ইংল্যান্ডের জো রুট এবং বাংলাদেশে তামিম ইকবালের নামও প্রাথমিক বিবেচনায় রাখা হয়েছিল৷ টুর্নামেন্টে সবচেয়ে বেশি চারও মেরেছেন কোহলি৷
ছবি: picture-alliance/AP Photo/A. Qadri
জো রুট করেছেন তৃতীয় সর্বোচ্চ রান
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বিজিত দল ইংল্যান্ডের জো রুটের মোট সংগ্রহ ২৪৯ রান, খেলেছেন ছয়টি ম্যাচ৷
ছবি: GettyImages/AFP/M. Sharma
মুস্তাফিজের রেকর্ড
বাংলাদেশের তরুণ বোলার মুস্তাফিজুর রহমান ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি ম্যাচ খেলতে পারেননি৷ তবে দলের জন্য তিনি যে এক বড় সম্পদ, সেটা বোঝাতে তাঁর খুব একটা সময় লাগেনি৷ ভারতের সমাপ্ত বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে সফল বোলার তিনি৷ নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে পাঁচ উইকেট নেন মুস্তাফিজুর৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
তবে বোলিংয়ে শীর্ষে মোহাম্মদ নবী
আইসিসি-র বোলিং রেকর্ড অনুযায়ী, সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারি আফগানিস্তানের মোহাম্মদ নবী৷ সাতটি ম্যাচ খেলে মোট বারোটি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার, ১৬৪ রানের বিনিময়ে৷
ছবি: Getty Images/AFP/P. Bhoot
দ্বিতীয় রশিদ খান
আফগানিস্তানের আরেক বোলার রশিদ খান রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে৷ তিনি নিয়েছেন ১১ উইকেট, খেলেছেন সাতটি ম্যাচ আর দিয়েছেন ১৮৩ রান৷ আফগানরা যে ক্রিকেটে শীঘ্রই উপরের দিকে পৌঁছাবেন তার ইঙ্গিতই দিচ্ছে এ সব রেকর্ড৷
ছবি: Getty Images/AFP/P. Bhoot
আছেন সাকিব আল হাসানও
আইসিসি-র ‘মোস্ট উইকেট’ শিকারিদের তালিকায় পাঁচ নম্বরে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান৷ ১৬৬ রান দিয়ে দশটি উইকেট নেন তিনি৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
জয়ী ওয়েস্ট ইন্ডিজ
এ কথা জানে না, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না৷ তবুও জানাচ্ছি, ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০১৬ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ৷ এই দলই কিন্তু প্রথম পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছিল!
ছবি: Getty Images/D. Sarkar
8 ছবি1 | 8
ভারতের বিপক্ষে তাদের মাঠে জেতা মুশফিকের যে এক বড় স্বপ্ন তা অবশ্য বোঝা গিয়েছিল সেবারই৷ নিজের দল না পারলেও ওয়েস্ট ইন্ডিজ প্রতিবেশীকে হারানোয় ফেসবুকে অতিআবেগি পোস্ট দিয়ে মাফ চাইতে হয়েছিল তাঁকে৷ এবার অবশ্য একমাত্র টেস্ট নিয়ে সংবাদ সম্মেলনে বাড়াবাড়ি উচ্ছ্বাস কিছু দেখাননি৷ বরং সাংবাদিকদের জানিয়েছেন, এই টেস্টকে তিনি ঐতিহাসিক কিছু মনে করছেন না৷ তাঁর কাছে এটা অন্যান্য টেস্টের মতোই আরেকটি টেস্ট!
মুশফিক যা-ই বলুন, ইতিহাস বলছে, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার সতের বছর পর এই প্রথম ভারতের মাটিতে একটি টেস্ট খেলার সুযোগ পেলো৷ ইতোমধ্যে অবশ্য আটটি টেস্ট খেলেছে দু'দল৷ তার মধ্যে ছয়টিতে জিতেছে ভারত, দুটো হয়েছে ড্র৷ মোটের উপর ইংল্যান্ডকে নিজেদের মাটিতে তুলোধুনো করে সাফল্যের চূড়ায় এখন ভারত৷ তারা চায় টেস্টে নিজেদের সেরা আসনে পোক্ত করতে৷
আর বাংলাদেশ নিজেদের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করে আত্মবিশ্বাসী হলেও নিউজিল্যান্ডে খুইয়ে এসেছে সবকিছু৷ এখন প্রতিবেশির পরিচিত কন্ডিশনে ভাগ্য বদলাবে কিনা বলা মুশকিল৷ তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা৷ কিছুই বলা যায় না৷
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের অনেকটা শেষ হয়েছে৷ আর এই সময়ের মধ্যে ঘটেছে অনেক ঘটনা৷ চলুন দেখে নেই, সেখান থেকে শিক্ষা নেয়ার মতো কী কী ঘটেছে...৷
ছবি: Reuters
অস্ট্রেলিয়ার এখনো শিখতে হবে
একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ান আর টেস্টে নম্বর ওয়ান অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি পারফর্মেন্স এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি৷ চলতি আসরে নিউজিল্যান্ডের কাছে হেরেছে সেদল৷ আর বাংলাদেশের সঙ্গে জিতলেও সেটা অনেক কষ্টে৷ অসি অধিনায়কও স্বীকার করেছেন, টি-টোয়েন্টিতে ভালো করার জন্য তাঁর দলের আরো খাটতে হবে৷
ছবি: Cameron Spencer/Getty Images
নিউজিল্যান্ড পেতে পারে চূড়ান্ত সাফল্য
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন অবধি সবচেয়ে বড় সাফল্য দেখিয়েছে নিউজল্যান্ড৷ স্বাগতিক ভারতকে হারিয়েছে তারা, হারিয়েছে প্রতিবেশী অস্ট্রেলিয়াকে৷ এমন সাফল্য অব্যাহত থাকলে সেদল তাদের প্রথম বিশ্বকাপ এবারই জয় করে নিতে পারে৷
ছবি: Reuters/D. Siddiqui
ইংল্যান্ডের রেকর্ড
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান চেজ করে জেতার রেকর্ডটা এখন ইংল্যান্ডের৷ আট উইকেটে ২৩০ রান তাদের দলের জন্যও এক রেকর্ড৷ বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় চমকও এটাই৷ বোঝাই যাচ্ছে, ক্রিকেটের ছোট সংস্করণের জন্য ইংল্যান্ড নিজেদের ভালোভাবেই প্রস্তুত করেছে৷
ছবি: Getty Images/G. Copley
শ্রীলঙ্কার কঠিন সময়
কুমার সাঙ্কাকারা আর মহেলা জয়বর্ধনের অবসরের পর শ্রীলঙ্কা যে খানিকটা দুর্বল হয়ে পড়বে তা আগেই বোঝা গিয়েছিল৷ কিন্তু দলের বোলিংয়ের মন্দা সেই দুর্বলতাকে বাড়িয়ে দিয়েছে শুধু৷ চলতি আসরে সেদলের বড় কিছু করার সম্ভাবনা দেখা যাচ্ছে না৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
স্পিনই সেরা
ভারতের ক্রিকেট মাঠ বরাবরই স্পিনারদের জন্য আদর্শ জায়গা৷ চলতি বিশ্বকাপেও সেকথার প্রমাণ মিলেছে৷ এমনকি নিউজিল্যান্ডও স্পিন দিয়েই কাবু করেছে ভারতকে৷ সেদলের মিচেল স্যান্টনার চার উইকেট নেন ১১ রান খরচায়৷ টুর্নামেন্টের সেরা বোলারদের তালিকায় স্পিনাররাই রয়েছেন উপরের দিকে৷
ছবি: Getty Images/AFP/Stringer
নিষিদ্ধ দুই বোলার!
টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রমাগত সাফল্য দেখানো বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ দুই বোলারের উপর নিষেধাজ্ঞা৷ আইসিসি হঠাৎ করে এবং খুব দ্রুত বাংলাদেশের স্পিনার আরাফাত সানি ও মূল বোলার তাসকিন আহমেদকে ‘অবৈধ বোলিংয়ের’ অভিযোগে সাময়িক নিষিদ্ধ করেছে৷ আইসিসির এই সিদ্ধান্ত ব্যাপক নিন্দা কুড়িয়েছে, বিশেষ করে তাসকিনকে নিষিদ্ধের বিষয়টি অনেকেই মেনে নেয়নি৷ বাংলাদেশ ইতোমধ্যে নিষিধাজ্ঞা প্রত্যাহারের আপিল করেছে৷