1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের ঝাড়খন্ডে রাষ্ট্রপতি শাসন

অনিল চট্টোপাধ্যায়১৯ জানুয়ারি ২০০৯

ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সোমবার রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে৷ জেএমএম মুখ্যমন্ত্রী শিবু সোরেন, গত ১২ই জানুয়ারি বিধানসভা আসনের উপ-নির্বাচনে পরাজিত হয়ে ইস্তফা দিলে এই অচলাবস্থা দেখা দেয়৷

জেএমএম মুখ্যমন্ত্রী শিবু সোরেনছবি: AP

তবে ৮১টি আসনের বিধানসভা ভেঙ্গে দেওয়া হয় নি৷ ফলে, নতুন সরকার গড়ার সুযোগ রাখা হয়েছে৷ কেন্দ্রের ইউপিএ জোট সরকারের তিন শরিক দল - জেএমএম, কংগ্রেস ও আরজেডি'র কোয়ালিশন সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন শিবু সোরেন৷ ২০০৫ সালের নির্বাচনে কোনো দলেরই একক সরকার গড়ার মত সংখ্যাগরিষ্ঠতা ছিলনা৷ শিবু সোরেন এর আগে ছিলেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী৷ দুর্নীতি ও খুনের মামলায় তাঁকে পদত্যাগ করতে হয়৷ বিচারে নির্দোষ প্রমাণিত হওয়ার পর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন৷ সংবিধান অনুসারে মুখ্যমন্ত্রী হবার ৬ মাসের মধ্যেই তাঁকে বিধানসভার সদস্য হতে হয়৷

শিবু সোরেনের পদত্যাগের পর, পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে মতভেদ দেখা দেয় তিন শরিক দলের মধ্যে৷ শিবু সোরেন তাঁর উত্তরাধিকারী হিসেবে চম্পা সোরেনের নাম প্রস্তাব করেন৷ কিন্তু তাতে আপত্তি জানায় কংগ্রেস ও আরজেডি দল৷ আবার আরজেডি মনোনীত প্রার্থীকে পছন্দ নয় জেএমএম-এর৷ বিধানসভা ভেঙ্গে দেওয়া হয়নি বলে বিকল্প সরকার গড়ার চেষ্টা অব্যাহত৷ সোমবার নতুনদিল্লিতে তিন শরিক দলের মধ্যে চলে দিনভর আলাপ-আলোচনা৷

অন্যদিকে, বিধানসভা ভেঙ্গে দিয়ে রাজ্যে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি৷ উল্লেখ্য, ২০০০ সালের ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল বিজেপি৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ