1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের নির্দেশের পর পোস্ট ব্লক করলো এক্স

১৮ এপ্রিল ২০২৪

ভারতের নির্বাচন কমিশনের নির্দেশের পর ভারতীয় ব্যবহারকারীদের জন্য রাজনৈতিক বক্তব্য সম্পর্কিত পোস্ট ব্লক করেছে সামাজিক মাধ্যম এক্স৷ নির্বাচন চলাকালীন এমন পোস্ট ব্লক করতে এক্সকে নির্দেশ দেওয়া হয়েছিল৷

ইলন মাস্ক
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভারতে সব রাজনৈতিক পোস্ট ব্লক করেছে এক্সছবি: Alain Jocard/AFP [M]

শুক্রবার ভারতে নির্বাচন শুরু হচ্ছে৷ ফল জানা যাবে ৪ জুন৷

নির্দেশ মেনে পোস্ট ব্লক করলেও এক বিবৃতিতে এক্স ভারতের নির্বাচন কমিশনের ঐ নির্দেশের সঙ্গে একমত নয় বলে জানিয়েছে৷ মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত বলে তারা মনে করে৷

ভারতে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাহত হচ্ছে বলে দেশটির প্রধানমন্ত্রী মোদীর সমালোচকেরা অভিযোগ করেছেন৷ গতবছর মোদী প্রশাসনের সমালোচনা করা টুইট ও অ্যাকাউন্ট মুছে ফেলার নির্দেশ শুরুতে না মানায় ভারতের একটি আদালত এক্সকে ৬১ হাজার ডলার জরিমানা করেছিল৷

২০১৪ সালে মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর গণমাধ্যম সূচকে দেশটির অবস্থান ২১ ধাপ পিছিয়েছে৷ বর্তমানে ১৮০ দেশের মধ্যে ভারতের অবস্থান ১৬১৷  

আগামী সোমবার এক্স এর মালিক ইলন মাস্ক ভারতে মোদীর সঙ্গে বৈঠক করবেন৷ সেখানে ভারতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে৷

গতবছর ব্রাজিলে নির্বাচনের সময়ও ভুয়া তথ্য ছড়ানো অ্যাকাউন্ট মুছে ফেলতে এক্সকে নির্দেশ দেওয়া হয়েছিল৷ প্রথমে নির্দেশ না মানলেও পরে তা অনুসরণ করেছিল এক্স৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ