1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরবর্তী রাষ্ট্রপতি

২৩ মে ২০১২

ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিলের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪শে জুলাই৷ নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আর দেরি নেই৷ বিভিন্ন নাম উঠে আসছে বিভিন্ন মহল থেকে৷

ছবি: AP

সরকারিভাবে রাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম চুড়ান্ত না হলেও বিভিন্ন নাম নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক অলিন্দে৷ এখন পর্যন্ত কোন দল ঝেড়ে কাশছে না৷ শুধু ইঙ্গিত দিয়ে চলেছে৷ কংগ্রেসের আঙুল অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির দিকে৷

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্থির করতে আজ দিল্লিতে আলোচনায় বসেন চার বাম দলের নেতারা৷ স্থির হয়, চুড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে অন্যান্য সম-মনোভাবাপন্ন ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে বাম নেতারা আলোচনায় বসবেন৷ সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি মনে করেন, শাসক দল কংগ্রেস প্রার্থী নাম ঘোষণা করতে যত দেরি করবে, ততই জল্পনা বাড়বে৷

রাষ্ট্রপতি পদের জন্য নতুন প্রার্থী হিসেবে উঠে এসেছেন সংসদের প্রাক্তন স্পিকার উত্তর-পূর্বাঞ্চলের উপজাতি নেতা পি.এ সাংমা৷ সমর্থন আদায়ের জন্য দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এআইএডিএমকে নেত্রী জয়ললিতার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি৷ জয়ললিতা তাঁকে সমর্থন করবেন বলে জানিয়েছেন৷

ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী বিজু জনতা দলের নেতা নবীন পট্টনায়কও পি.এ সাংমাকে সমর্থন দেবার কথা বলেছেন৷ বলেছেন সাংমা অতি যোগ্য উপজাতি নেতা হিসেবে রাষ্ট্রপতি পদের উপযুক্ত৷ সিপিআই শীর্ষ নেতা এ.বি বর্ধন মনে করেন, উপজাতি বা এই ধরনের যোগ্যতা রাষ্ট্রপতি পদের যোগ্যতার একমাত্র মাপকাঠি হওয়া উচিত নয়৷

অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে শরিক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সঙ্গে একটা দরকষাকষি করতে চাইছে – এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা৷ কংগ্রেসের পক্ষে সর্বসম্মত প্রার্থী দেয়াটা কঠিন হবে সন্দেহ নেই৷ তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনজনের নাম তুলেছেন৷ সংসদের বর্তমান স্পিকার মীরা কুমার, পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে আবদুল কালাম৷

কংগ্রেস প্রার্থীকে মুলায়েম সিং-এর সমাজবাদী পার্টি, মায়াবতীর বিএসপি এবং লালু যাদবের আরজেডি দল যে সমর্থন দিতে পারে, তার ইঙ্গিত স্পষ্ট৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ