1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের পরাজয় নিয়ে ভারতীয়রা যা বললেন

১ জুলাই ২০১৯

মঙ্গলবার বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারত৷ তার আগে একই মাঠে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে যায় তারা৷ তবে সেই ম্যাচে হারের ধরন নিয়ে আলোচনা চলছে৷

ছবি: DW

বাংলাদেশের সামাজিক মাধ্যমে ভারতের ব্যাটিং নিয়ে বিতর্ক চলছে৷ বিশেষ করে ৩৩৭ রান তাড়া করতে নেমে শেষের দিকে ভারতের ধীরগতির ব্যাটিং নিয়ে বিস্ময় প্রকাশ করছেন অনেকে৷

ভারতীয় সমর্থকদের প্রতিক্রিয়া

09:26

This browser does not support the video element.

ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিও ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন৷ রান তাড়া করতে গিয়ে হাতে পাঁচ উইকেট থেকে যাওয়াতে অবাক হয়েছেন তিনি৷

এই অবস্থায় সোমবার এজবাস্টন স্টেডিয়ামের বাইরে তিনজন ভারতীয় সমর্থকের সঙ্গে কথা বলেছে ডয়চে ভেলে৷ এদের মধ্যে দুজন ধোনির ব্যাটিংয়ে বিস্ময় প্রকাশ করেন৷

তবে কারিশমা নামের অন্য একজন বলেছেন, তিনি ভারতের কাছে আরও আগ্রাসী ব্যাটিং আশা করেছিলেন৷ শেষ ওভারগুলোতে ভারতের ব্যাটিং পারফরমেন্স নিয়ে তিনি চিন্তিত বলেও জানান৷ সেমিফাইনাল নিশ্চিত করতে ভারতকে বাংলাদেশের বিপক্ষে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে বলে জানান কারিশমা৷

জেডএইচ/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ