ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট - সকলের চোখ উত্তরপ্রদেশের দিকে
২ জানুয়ারি ২০১২কেন্দ্রের মনমোহন সিং-সরকারের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বিধানসভা ভোটের ফলাফলের ওপর৷
বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে সবথেকে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ উঠে এসেছে রাজনৈতিক তৎপরতার পাদপ্রদীপে৷ কারণ ৪০৩টি আসনের এই রাজ্যের ভোটের ফলাফল যথেষ্ট প্রভাব ফেলবে ২০১৪ সালের সংসদীয় নির্বাচনে কংগ্রেস তথা মনমোহন সিং সরকারের রাজনৈতিক ভবিষ্যৎ৷
উত্তরপ্রদেশকে তাই পাখির চোখ করেছেন সোনিয়া-পুত্র তথা কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী৷ বারংবার প্রচারে গিয়ে বলছেন, শাসকদল মায়াবতীর বিএসপি, মুলায়েম সিং-এর সমাজবাদী পার্টি বা বিজেপিকে এরআগে ভোট দিয়ে কী পেয়েছেন? এইসব দল ধর্ম আর জাতপাতের কথা বলে এসেছে৷ উন্নয়ন বা গরিবদের কথা ভাবেনি৷ সেই লক্ষ্যে কংগ্রেস এবার কোনো দলের সঙ্গে সরাসরি জোট না বেঁধে একলা চলার নীতি নিয়েছে৷ রাজ্যে কংগ্রেসের হৃত গৌরব উদ্ধারের ভার নিজের হাতে নিয়েছেন রাহুল গান্ধী৷
রাজ্যে কংগ্রেসকে ডিঙিয়ে আসতে বিজেপিও মরিয়া৷ তবে জাতপাতে কন্টকিত রাজ্যে বিজেপি কতটা হাওয়া কাড়তে পারবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে৷ সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ীর ভাবমূর্তিকে কাজে লাগাতে তৎপর বিজেপি৷ উত্তরপ্রদেশে ভোট হবে সাত দফায় - ৪ঠা ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি৷
একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মায়াবতীর বহুজন সমাজ পার্টি ক্ষমতায় এসে দুর্নীতি, মূর্তি, পার্ক ইত্যাদি অ-গুরুত্বপূর্ণ প্রকল্পে বিপুল অর্থব্যয় এবং অপরাধমূলক ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে৷ দুর্নীতি ও অপরাধের সঙ্গে জড়িত অভিযোগে একাধিক মন্ত্রী ও বিধায়ককে বরখাস্ত করেছেন মায়াবতী৷ সমাজবাদী পার্টির বিরুদ্ধেও একই অভিযোগ৷
বিজেপি শাসিত উত্তরাখন্ডে প্রধান বিরোধীদল কংগ্রেস৷ এই রাজ্যে নির্বাচনি ইস্যু দুর্নীতি৷ পাঞ্জাবে ক্ষমতায় আছে শিরোমনি আকালি দল- বিজেপি জোট৷ বিরোধী আসনে কংগ্রেস৷ প্রধান নির্বাচনি ইস্যু সুশাসন৷ উত্তরাখন্ড ও পাঞ্জাবে ভোট ৩০শে জানুয়ারি৷
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে ক্ষমতাসীন কংগ্রেস এবং গোয়ায় কংগ্রেস-জোট সরকার৷ বর্তমানে কংগ্রেস-জোট সরকারের বিরুদ্ধে খনি কেলেঙ্কারি অভিযোগ৷ খ্রিষ্টান-প্রধান গোয়ায় খ্রিষ্টান ভোটারদের কাছে টানতে হাত বাড়িয়েছে বিজেপি৷ মনিপুরে ভোট ২৮শে জানুয়ারি৷ গোয়ায় তেসরা মার্চ৷ ভোটগণনা একই সঙ্গে ৪ঠা মার্চ৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক