1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ

২৬ জানুয়ারি ২০২১

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর৷ তাই ভারতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিলেন বাংলাদেশের ১২২ জন সেনা সদস্য৷

ভারতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের সেনা দলের প্যারেড।ছবি: Manish Swarup/AP Photo/picture alliance

তখন সকাল ১০টা বেজে আট মিনিট৷  দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড চলছে৷ সেই প্যারেডে অংশ নিয়ে রাজপথ ধরে এগিয়ে এলেন বাংলাদেশের স্থল, বিমান ও নৌ বাহিনীর ১২২ জন সদস্য৷ সামনে বাংলাদেশের পতাকা৷ তার সঙ্গে স্থল, বিমান ও নৌবাহিনীর পতাকা৷ এই প্রথম ভারতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বাংলাদেশের সেনারাও৷ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগ দিলেন তারা৷

বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১২ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ‘‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের হাইকমিশন ২৬ জানুয়ারি ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে প্রথমবারের মতো বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্টকে (ম্যাচিং ব্যান্ডসহ) প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে৷’’

এই নিয়ে তৃতীয়বার৷ এর আগে ফ্রান্সসহ দুইটি দেশের সেনাকে দেখা গিয়েছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। এবার বাংলাদেশ সেই সম্মান পেল৷ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাদের অবদান আছে। ফলে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২৬ জানুয়ারির প্যারেডে বংলাদেশের সেনার উপস্থিতি তাৎপর্যপূর্ণ ঘটনা৷

বাংলাদেশ বাহিনীর নেতৃত্বে ছিলেন লেফটানান্ট কর্নেল আবু মোহাম্মদ শাহনুর শাওন এবং তার সহকারী লেফটানান্ট ফারহান ইশরাক ও ফ্লাইট লেফটানান্ট সিবাত রহমান৷

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিএসএফ। ছবি: Jewel Samad/AFP/Getty Images

দুইজনকে পদ্মশ্রী

এবার মোট দশজন বিদেশিকে পদ্মশ্রী দিয়ে সম্মান জানানো হয়েছে৷ তার মধ্যে বাংলাদেশ থেকে পদ্মশ্রী সম্মান পেয়েছেন দুই জন৷ শিল্পজগতে অবদানের জন্য সনজিদা খাতুন এবং পাবলিক অ্য়াফেয়ার্স বিভাগে কর্নেল কাজি সাজ্জাদ আলি জাহির৷

জিএইচ/এসজি(পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ