1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

২৩ জুলাই ২০১২

ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন প্রণববাবু৷ গত সপ্তাহের নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন৷ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের অভিনন্দনে তিনি আপ্লুত৷ শুভেচ্ছা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও৷

ছবি: AP

আগামী বুধবার সকালে সংসদ ভবনের সেন্ট্রাল হলে এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি পদে শপথ নেবেন প্রণব মুখোপাধ্যায়৷ ২১ বার তোপধ্বনির মধ্যে তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি৷ উপস্থিত থাকবেন উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, জোট সরকারের চেয়ার পার্সন সোনিয়া গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধীদলের নেতারা, রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্টজনেরা৷ সব তিক্ততা ভুলে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷

শপথ গ্রহণের পর প্রথম বাঙ্গালি রাষ্ট্রপতি হিসেবে তিনি পা রাখবেন রাইসিনা হিলসে ৩৪০ কামরার রাষ্ট্রপতি ভবনে৷ সাক্ষাৎ করবেন বিদায়ী রাষ্ট্রপতি প্রতিভা দেবি সিং পাটিলের সঙ্গে৷ তারপর জুড়ি গাড়িতে চড়ে বিদায়ী রাষ্ট্রপতিকে তাঁর নতুন বাসভবনে ছেড়ে আসবেন নতুন রাষ্ট্রপতি৷

এদিকে, শপথ নেবার আগে থেকেই প্রণববাবুর কাছে আসতে শুরু করেছে অভিনন্দন আর শুভেচ্ছার ঢল৷ প্রধানমন্ত্রী, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাজনৈতিকদলের শীর্ষ নেতারা এবং সুশীল সমাজের বিদগ্ধ ব্যক্তিত্বরা ইতিমধ্যেই নব নির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে তাঁর বাসভভনে যান৷ শুভেচ্ছা পাঠিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীও৷ প্রণববাবুর বর্তমান বাসভবনে উৎসবের সাজ৷ মানুষের অবিরাম আসা যাওয়া৷

আপ্লুত প্রণব মুখোপাধ্যায়...ছবি: Reuters

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার পর প্রণব মুখোপাধ্যায় বলেন, তিনি সকলের রাষ্ট্রপতি৷ যাঁরা ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি, তাঁদের সকলকেই তিনি ধন্যবাদ জানান৷ কারো প্রতি তিনি বিদ্বেষ পোষণ করেন না৷ তিনি সকলের আস্থা অক্ষুন্ন রাখতে চান৷ কারণ, রাজনৈতিক মেরুকরণে তিনি বিশ্বাসী নন৷ এতে বিদ্বেষ তৈরি হয়, যেটা চিন্তার বিষয়৷ তবে ইস্যু ভিত্তিক মেরুকরণ হতে পারে, জানান প্রণববাবু৷ তিনি জানান, তাঁর সামনে বহু চ্যালেঞ্জ৷ তবে পরিস্থিতি অনুযায়ী যা করণীয় তিনি তাই করবেন৷

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটমূল্য প্রায় ১১ লাখ৷ কিন্ত ভোট পড়ে ৮ লাখের মত৷ তাতে প্রণববাবুর পক্ষে সাড়ে পাঁচ লাখের মতো ভোট পড়ে৷ অর্থাৎ প্রায় ৬৯ শতাংশ৷ আর তাঁর প্রতিপক্ষ বিরোধী দলের সমর্থিত নির্দল প্রার্থী পি.এ সাংমা পান ৩১ শতাংশের মতো৷

প্রণববাবুর জন্ম বীরভূমের মিরাটি গ্রামে ১১ই ডিসেম্বর, ১৯৩৫ সালে৷ শিক্ষাগত যোগ্যতা, ইতিহাস ও পলিটিক্যাল সায়েন্সে ডবল এম.এ৷ সান্মাণিক ডি-লিট৷ তিন সন্তানের পিতা৷ রাজনৈতিক জীবন পাঁচ দশক জুড়ে৷ ইন্দিরা গান্ধী কার্যত তাঁর রাজনৈতিক গুরু৷ কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবে নানা গুরুদায়িত্ব পালন করে তিনি ভারতে ‘চাণক্য' নামে পরিচিত ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ