1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিএলএস টুর্নামেন্ট

২২ ফেব্রুয়ারি ২০১২

ক্রিকেটে আইপিএলএর কায়দায় সৃষ্ট পিএলএস পিছতে হল কেননা খেলার জন্য মাঠ পাওয়া যাচ্ছে না৷ লিগ অনুষ্ঠিত হবার কথা ছিল ২৪শে মার্চ থেকে ৬ই মে, ফুটবল-পাগল পশ্চিমবঙ্গে৷

ছবি: picture alliance/dpa

ছ'টি ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক দলের মধ্যে এই টুর্নামেন্টের ম্যাচগুলি হবার কথা ছিল ছ'টি বিভিন্ন স্থানে: কলকাতা, হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি, বারাসাত এবং হলদিয়ায়৷ কিছুটা ভালো মাঠের সমস্যাও ছিল বটে৷ রাজ্য সরকারের সঙ্গে এখনো কথা চলছে, বলে রয়টার্স'কে জানিয়েছেন ধরমদত্ত পান্ডে, যিনি উদ্যোক্তা কোম্পানিটির সিইও৷ এখন তারা এপ্রিলের মাঝামাঝি লিগ শুরু করার কথা ভাবছেন৷

পিএলএস মাসখানেক আগে ঘোষিত হওয়া যাবৎই নানান সমস্যা চলেছে৷ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ জাতীয় আই-লিগের ভারতীয় প্লেয়ারদের যোগ দিতে দেয়নি, কেননা তাদের মতে পিএলএস একটি রাজ্য পর্যায়ের টুর্নামেন্ট৷ এছাড়া এআইএফএফ পিএলএস'এর উদ্যোক্তাদের ফিফা'র ট্রান্সফার ম্যাচিং সিসস্টেম'এ অংশ নিতে দেয়নি, কেননা পিএলএস'এর ছ'টি নতুন দলের কোনো সঠিক অ্যাফিলিয়েশন নেই৷ শেষমেষ এখন পশ্চিমবঙ্গ সরকার দৃশ্যত পিএলএস'কে মাঠ ছাড়ার আগে টুর্নামেন্টের অর্থ ও তার উৎস সম্পর্কে খুঁটিনাটি জানতে চান৷

ছবি: AP

ফুটবল-পাগল পশ্চিমবঙ্গের ফুটবলমোদীরা এই সব টানাহ্যাঁচড়ার ব্যাপারে কি ভাবছেন, বলা শক্ত৷ অবসর গ্রহণের মুখে হলেও, কিছু বিশ্ব পর্যায়ের ফুটবল খেলোয়াড়কে দেখার সুযোগ পেতেন তারা, তা'ও আবার জেলা পর্যায়ের খেলোয়াড়দের পাশাপাশি৷ আর্জেন্টিনার প্রাক্তন ফুটবল তারকা হার্নান ক্রেস্পো, ইটালির বিশ্বকাপ বিজয়ী দলের ক্যাপ্টেন ফাভিও কানাভারো, ফ্রান্সের রবার্ট পিরেস, ইংল্যান্ডের রবি ফাউলার, এদের সকলকেই সাইন করানো হয়েছে: ক্রেস্পো ৮ লাখ ৩০ হাজার ডলারে; পিরেস ৮ লাখে; নাইজিরিয়ার জে জে ওকোচা ৫ লাখ ৫০ হাজারে এবং ফাউলার ৫ লাখ ৩০ হাজার ডলারে৷

ছ'টি স্থানীয় বিজনেস গ্রুপ ফ্র্যাঞ্চাইজগুলো কিনেছে৷ পরে খেলোয়াড় এবং কোচদের জন্য তারা ব্যয় করেছে প্রায় ৭০ লাখ ডলার৷ কোচদের মধ্যেও পাওয়া যাবে ম্যানচেস্টার সিটি এবং সান্ডারল্যান্ডের প্রাক্তন ম্যানেজার পিটার রিড'কে৷ অথবা মার্কো এচ্চেভেরি'কে, যিনি বলিভিয়ার সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে খ্যাত৷ এদের খরচ মাথাপিছু দু'লাখ ডলার৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ