1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের বিদায়ী বছরের সালতামামি

৩১ ডিসেম্বর ২০১০

ভারতের জাতীয় জীবনে কেমন গেল ২০১০ সাল ? পেছন ফিরে দেখা যাক এক পলকে এক ঝলকে৷

Sachin Tendulkar
২০১০’এ ক্রীড়া ক্ষেত্রে উজ্জ্বল তারকা শচিন তেন্ডুলকরছবি: UNI

ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক জীবনে এবং ক্রীড়াঙ্গনে ২০১০ সালের অভিঘাত গভীর ও ব্যাপক৷ রাজনৈতিক শক্তিপরীক্ষা, আর্থিক কেলেঙ্কারি, দুর্নীতি, মাওবাদী সহিংসতা, অশান্ত কাশ্মীর, অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে মুদ্রাস্ফীতি, জ্ঞানেশ্বরি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা, ম্যাঙ্গালোর বিমান দুর্ঘটনা, আইলা ঘূর্নিঝড় সব মিলিয়ে এক উত্তাল বছর হিসেবে চিহ্নিত থাকবে ২০১০৷

ঘূর্নিঝড় আইলায় বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ সহ ভারতের বিস্তীর্ণ এলাকাছবি: DW

পাশাপাশি একথাও সত্যি, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথা মাথায় রেখে গোটা বছর ধরে চলেছে বিশ্ব নেতাদের ভারত আগমন৷ এসেছেন তৎকালীন জার্মান প্রেসিডেন্ট হর্স্ট কোয়েলার, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি, রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ এবং আরো অনেকে৷ এসেছেন প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, মিয়ানমারের সামরিক সরকারের প্রধান এবং চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও৷ বেড়েছে ভারতের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা৷

বিশ্ব নেতাদের মধ্যে এ বছর ভারতে যান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: AP

প্রতিবেশী বাংলাদেশের হাসিনা সরকারের সঙ্গে নতুন করে গড়ে উঠেছে মৈত্রীর মেলবন্ধন৷ তবে অপর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সন্ত্রাস ও কাশ্মীর ইস্যু নিয়ে চলেছে ঠান্ডা লড়াই৷ দুদেশের সম্পর্কের বরফ গলেনি৷ শ্রীলঙ্কার তামিল ইস্যুতে ভারতের সঙ্গে একটা সমঝোতার বাতাবরন তৈরি হয়েছে৷

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদে ভারতকে সমর্থনের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা ভারতের সংসদে৷ সমর্থন জানান অন্যান্য রাষ্ট্রনেতারাও৷ সন্ত্রাস মোকাবিলায় ভারতের সঙ্গে সব রকম সহযোগিতার জোরালো ইচ্ছা ব্যক্ত করেছেন তাঁরা৷ অসামরিক পরমাণু শক্তি ক্ষেত্রে পৃথক পৃথক চুক্তি সই হয়েছে সই হয়েছে প্রতিরক্ষা চুক্তিও৷

সব বিতর্কের অবসান ঘটিয়ে, চোখ ধাঁধানো বর্ণাঢ্য অনুষ্ঠানের মাঝে শুরু হয়েছিল কমনওয়েলথ গেমসছবি: AP

টু-জি স্পেকট্রাম বন্টন, কমনওয়েলথ গেমস ও আবাসন কেলেঙ্কারিতে জেরবার মনমোহন সিং সরকার৷ কথিত ১লক্ষ ৭৬ হাজার কোটি টাকার দুর্নীতির তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে লাগাতার সংসদ অচল করে রাখে বিরোধীপক্ষ৷ পদত্যাগ করতে হয় টেলিকমমন্ত্রী এ. রাজাকে৷ বিহার বিধানসভার নির্বাচনে জাতপাতের সীমা অতিক্রম করে বিহারের মানুষ উন্নয়নের নীতিকার বলে অভিহিত নীতীশ কুমারকে বিপুল ভোটে জিতিয়েছে৷ পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার বনাম মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাজিয়া অব্যাহত বিভিন্ন ইস্যু নিয়ে৷

ক্রীড়া ক্ষেত্রে উজ্জ্বল তারকা শচিন তেন্ডুলকর৷ দক্ষিণ আফ্রিকায় শচিন তাঁর ৫০-তম টেস্ট সেঞ্চুরি করলেন৷ এই কৃতিত্ব দুনিয়ায় আর কারোর নেই৷ কমনওয়েলথ গেমস-এর অব্যবস্থা নিয়ে যত সমালোচনাই হোক না কেন ভারত ৩৮টি স্বর্ণপদক এনে কৃতিত্বের পরিচয় দিয়েছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ