1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের বিরুদ্ধে টেস্ট খেলার প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া

১৪ জুন ২০১১

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের সঙ্গে চারটি টেস্ট ম্যাচ খেলার আগে ডিসেম্বরে নিউজিল্যান্ডের সঙ্গে দু’টি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল৷ এটা হবে ভারতের সঙ্গে প্রতিযোগিতায় নামার প্রস্তুতি পর্ব৷

ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ (ফাইল ছবি)ছবি: AP

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, তারা নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে ৪৭ দিন ব্যাপী টেস্ট ম্যাচ খেলবে। তাছাড়া কমপক্ষে ১৪ টি একদিনের ও ২টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।

সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখন র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে রয়েছে৷ তাই নতুন অধিনায়ক মাইকেল ক্লার্কের সামনে এখন বড় চ্যালেঞ্জ৷ ব্রিসবেনে ১ থেকে ৫ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি টেস্ট ম্যাচ খেলবে ডিসেম্বরের ৯ থেকে ১৩ তারিখে। আর তারপরেই শুরু হবে ভারতের সঙ্গে টেস্ট ম্যাচ৷

মেলবোর্নে ২৬ ডিসেম্বর থেকে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সিডনিতে ১ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। মেলবোর্নে ৩ ফেব্রয়ারি দ্বিতীয় ম্যাচ।

আগস্ট মাসে এক ট্যুর শুরু করে অস্ট্রেলিয়া শ্রীলংকার বিরুদ্ধে খেলবে তিনটি টেস্ট, পাঁচটি এক দিনের আন্তর্জাতিক এবং দুটি টোয়েন্টিটোয়েন্টি ম্যাচ৷

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘‘এই গ্রীষ্মে সমর্থকরা অনেক বৈচিত্র্য দেখতে পাবেন। তিনি বলেন, বিশ্বচ্যাম্পিয়ন ভারত বর্তমানে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল। আর এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা খুব ভালো খেলেছে। তাছাড়া আমরা জানি নিউজিল্যান্ড যখন অস্ট্রেলিয়ায় খেলে তখন তারা ভয়ঙ্কর এক প্রতিপক্ষে পরিণত হয়।''

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ