1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের সফল রকেট উৎক্ষেপণ

১২ জানুয়ারি ২০১৮

সফলভাবে ৩১টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করলো ভারত, যার মধ্যে নিজের দেশের উপগ্রহ ছাড়াও আছে ৬টি অন্যদেশের উপগ্রহ৷ শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রকেটের সফল উৎক্ষেপণ হয়৷

Indien Satelliten-Trägerrakete PSLV-C40
ছবি: picture-alliance/AP Photo/R. Parthibhan

চার মাস অপেক্ষা করতে হয়েছে৷ নিরলস পরিশ্রম চালিয়ে যেতে হয়েছে সফল উৎক্ষেপণের৷ শেষপর্যন্ত সাফল্য মিললো৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ৩১ টি উপগ্রহ উৎক্ষেপণ করলো ভারত৷ শুক্রবার উৎক্ষেপণের পর সাফল্যের কথা জানিয়েছেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-র বিজ্ঞানীরা৷ যদিও তারা জানিয়েছেন, আকাশে কিছু গ্রহের ভগ্নাংশের সঙ্গে রকেটটির ধাক্কা লাগার শঙ্কা দেখা দেয়ায় নির্দিষ্ট সময়ের খানিক পর রকেটটি উৎক্ষেপণ করা হয়৷ সে কারণেই নির্ধারিত সময়ের একটু পর উৎক্ষেপণের সিদ্ধান্ত নেওয়া হয় শেষমুহূর্তে৷

এর আগে আগস্ট মাসে আরেকটি রকেট মহাকাশে পাঠানোর চেষ্টা করেছিল ভারত৷ কিন্তু সেবার বিজ্ঞানীরা ব্যর্থ হন৷ মূলত উৎক্ষেপণ মুহূর্তে রকেটের বাইরের অংশের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই সেবার উৎক্ষেপণ সম্ভব হয়নি৷ তারপর থেকেই ইসরোর বিজ্ঞানীরা আরও একটি রকেট নিয়ে কাজ করতে শুরু করেন৷ এদিনের উৎক্ষেপণের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট মানুষেরা সাধুবাদ জানান ইসরোর বিজ্ঞানীদের৷ অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিনের উৎক্ষেপণে পৃথিবীর কক্ষপথে দু’টি আবহাওয়া উপগ্রহ পাঠিয়েছে ভারত৷ বাকি ২৮টি ন্যানো উপগ্রহ অ্যামেরিকা, ক্যানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া এবং ব্রিটেনের৷ প্রতিটি উপগ্রহই ঠিক সময়ে নিজ নিজ অবস্থানে পৌঁছেছে৷
গত জুন মাসে শেষ সফল উৎক্ষেপণটি করেছিল ভারত৷ দেশের সবচেয়ে ভারী রকেটটি সেবার পাঠানো হয়েছিল মহাকাশে৷ ভারতের আশা, ভবিষ্যতে ওই রকেটে করেই মহাকাশে মহাকাশচারীও পাঠানো সম্ভব হবে৷ তা যদি হয়, তাহলে অ্যামেরিকা, চিন এবং রাশিয়ার পর ভারতই একমাত্র মহাকাশে মানুষ পাঠাতে পারবে৷

এসজি/এসিবি (এপি, টাইমস অফ ইন্ডিয়া,)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ