কেরালার কোচির ভাইপিন দ্বীপ আরব সাগরের তীরে অবস্থিত৷ মুরুকেশন টি পি সেখানে থাকেন৷ বন্যা ও সাগরের পানির উচ্চতা বাড়ার কারণে তার এলাকার অনেকে অন্যত্র চলে গিয়েছেন৷ তবে মুরুকেশন সেখানেই থেকে গিয়ে পরিস্থিতি বদলানোর চেষ্টা করছেন৷ সৈকতের ধার ধরে তিনি নিয়মিত ম্যানগ্রোভ গাছের চারারোপণ করে থাকেন৷ ‘‘এটা উপকূলীয় এলাকা৷ ম্যানগ্রোভের কারণে সাগরের পানি এলাকায় ঢুকতে পারে না,'' বলে জানান তিনি৷
আট ইঞ্চি বাঁশের মধ্যে চারা রোপণ করেন মুরুকেশন৷ প্রথমে বাঁশ অর্ধেক করে তারমধ্যে মাটি ঢুকিয়ে দড়ি দিয়ে বেঁধে তার ভেতরে চারা রোপণ করেন তিনি৷
আমৃত্যু এই কাজ করে যেতে চান মুরুকেশন৷
সুন্দরবনের সুন্দর দশ পাখি
পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বন সুন্দরবন নানান জীববৈচিত্রে সমৃদ্ধ৷ এ সব জীববৈচিত্রের মধ্যে আছে বিপুল সংখ্যক পাখি, অন্ততপক্ষে ৩২০টি প্রজাতির৷ এর মধ্য থেকে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবনের সুন্দর দশটি পাখি দেখুন ছবিঘরে৷
ছবি: DW/M. Mostafigur Rahman
সুন্দরী হাঁস
কালোমুখ প্যারাপাখি বা সুন্দরী হাঁস৷ ইংরেজি নাম মাস্কড ফিনফুট৷ দেখতে অনেকটা পানকৌড়ির মতো এ পাখিটি স্থানীয়ভাবে ‘হাঁস পাখি’ নামেও পরিচিত৷ পাখিটি সুন্দরবন ছাড়া বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না৷
ছবি: DW/M. Mostafigur Rahman
মদনটাক
সুন্দরবনের সবচেয়ে বড় পাখি এটি৷ ইংরেজি নাম লেসার অ্যাডজুটেন্ট৷ বেশিরভাগ সময় গাছের মগডালে দেখা গেলেও ভাটার সময় খাবারের সন্ধানে এরা নদী বা খালের চরে ঘুরে বেড়ায়৷
ছবি: DW/M. Mostafigur Rahman
খয়রাপাখা মাছরাঙ্গা
খয়রাপাখা মাছরাঙ্গার ইংরেজি নাম ব্রাউন উইঙ্গড কিংফিশার৷ সুন্দরবেন দেখা বিভিন্ন প্রজাতির মাছরাঙ্গার মধ্যে এটি সবচেয়ে বেশি দেখা যায়৷ সুন্দরবন ছাড়া বাংলাদেশের অন্য কোথাও পাখিটি দেখা যায় না৷
ছবি: DW/M. Mostafigur Rahman
সিঁদুরে মৌটুসি
পাখিটির ইংরেজি নাম ক্রিমসান সানবার্ড৷ সিঁদুরের মতো লার টুকটুকে ছোট এ পাখিটি বিভিন্ন ফুলে মধু খেতে দেখা যায়৷
ছবি: DW/M. Mostafigur Rahman
শঙ্খচিল
শঙ্খিচিলের ইংরেজি নাম ব্রাহ্মিণী কাইট৷ সুন্দরবনের বিভিন্ন নদী ও খালের ওপর উড়ে উড়ে মাছ শিকার করতে দেখা যায় পাখিটিকে৷
ছবি: DW/M. Mostafigur Rahman
কালোকপাল বনমালী
ভেলভেট ফ্রন্টেড নাটহ্যাচ, ইংরেজি নাম কালোকপাল বনমালী৷ সুন্দরবনের বিভিন্ন গাছে পোঁকামাকড় খেতে দেখা যায় ছোট এ পাখিটিকে৷
ছবি: DW/M. Mostafigur Rahman
বড় বক
বড় বকের ইংরেজি নাম গ্রেট এগ্রেট৷ সুন্দরবনে প্রচুর দেখা যায় সাদা ধবধবে এ পাখিটি৷
ছবি: DW/M. Mostafigur Rahman
বাদামি ডানা পাপিয়া
এ পাখিটির ইংরেজি নাম চেস্টনাট উইঙ্গড কাক্কু৷ সুন্দরবনের বিভিন্ন গাছের আড়ালে দেখা যায় পাখিটি৷
ছবি: DW/M. Mostafigur Rahman
সবুজ ঠোঁট মালকোয়া
পাখিটির ইংরেজি নাম গ্রিন বিলড মালকোয়া৷ পাখিটি বন কোকিল নামেও পরিচিত৷
ছবি: DW/M. Mostafigur Rahman
বন মোরগ
লাল বন মোরগের ইংরেজি নাম জঙ্গল ফাওল৷ সুন্দরবেনর সর্বত্র দেখা যায়৷ দেখতে খুবই সুন্দর এ পাখিটির কর্কশ ডাক সকালে সুন্দরবনের নিরবতা ভাঙে৷