1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের রাজনীতিতে অনশন, পালটা অনশন

রাজীব চক্রবর্তী নতুনদিল্লি
১৩ এপ্রিল ২০১৮

ভারতের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রী বিরোধীদের আচরণের প্রতিবাদে অনশন করলেন৷ দু-‌দিন আগেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর আহ্বানে অনশন পালন করেছেন কংগ্রেস কর্মী, সমর্থকরা৷ প্রশ্ন উঠেছে, অনশন-‌রাজনীতির পরের ধাপ কী?‌

Indien Premierminister Narendra Modi
ছবি: picture-alliance/Zumapress

লোকে বলে, নরেন্দ্র মোদী নাকি কখনোই প্রথাগত রাজনৈতিক ব্যকরণ মানেন না৷ সত্যিই কি তাই?‌ আসলে নিজের মত ও বক্তব্য সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে দিতে পছন্দ করেন তিনি৷ ১২ এপ্রিল দেশজুড়ে ভারতীয় জনতা পার্টি ‘‌গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচি পালন করলো৷ দেশবাসীকে কিছু বার্তা দিতে চাইলেন নরেন্দ্র মোদী৷‌ অতীতে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকালীন রাজ্যে ভয়ানক দাঙ্গার বেশিরভাগ দায়টাই তাঁর ঘাড়ে এসে পড়েছিল৷ তারপর থেকেই তিনি নানা সময়ে চেনা পথের বাইরে গিয়ে রাজনীতি করেছেন৷ কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই সংসদ ভবনে ঢোকার সময় সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে সবাইকে অবাক করেছিলেন৷ তারপর গত ৪ বছরে কখনো নোটবাতিল করেছেন, কখনও মধ্যরাতে সংসদের যৌথ অধিবেশন ডেকে পণ্য ও পরিষেবা কর চালু করেছেন৷ আবার রেডিওতে ‘‌মন কি বাত’ চালু করেছেন৷ এবার নরেন্দ্র মোদী বিরোধীদের আচরণের বিরুদ্ধে অনশনে৷

সংসদের সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে অচলাবস্থা তৈরি করার প্রতিবাদে প্রধানমন্ত্রীর অনশন নিয়ে বিস্তর আলোচনা ও সমালোচনা চলছে দেশে৷ মোদীর সঙ্গে যোগ দিয়েছিলেন তাঁর দল ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নির্বাচনি প্রচারে তিনি রয়েছেন কর্নাটকে৷ সেখানকার হুবলিতে অনশন পালন করেছেন তিনি৷ নেতা-‌মন্ত্রী ও দলের সাংসদরা প্রত্যেকে নিজেদের কেন্দ্রে অনশন পালন করেছেন৷ অনশনে থাকাকালীনই মোদী চেন্নাই শহরে ‘‌প্রতিরক্ষা এক্সপো-‌২০১৮’-‌এর আনুষ্ঠানিক উদ্ঘাটন করেছেন৷

কংগ্রেস নিজেরাই নতুন করে অনশন-‌রাজনীতি শুরু করলেও নরেন্দ্র মোদীর অনশনকে ‘‌নাটক’ ‌আখ্যা দিয়েছে৷ দলের সভাপতি রাহুল গান্ধী, মোদীকে মুখ খোলার পরামর্শ দিয়েছেন৷ কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও তার সহযোগী দলগুলিই বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে সংসদে কাজকর্ম হতে দেয়নি৷ সংসদের ২৫০ ঘণ্টা এমনিই নষ্ট করে নিজেরাই দায় এড়াতে অনশনে বসছে৷ কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা তো প্রধানমন্ত্রী ও অমিত শাহর বিমানে যাতায়াতের সূচি-সহ টুইট করে তাঁদের প্রাতঃরাশের কথা লিখেছেন৷ পুরো অনশনকে ‘‌নাটক’ ‌বলেছেন৷ বিজেপির অনশন সম্পর্কে বলেছেন, ‘‌‘‌লোকদেখানো অনশন করেছে বিজেপি৷ স্কুল সার্ভিস কমিশন ও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর ছাত্র-ছাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করে অনশন করুন প্রধানমন্ত্রী৷ দলিত, পিছিয়ে পড়া গরিব মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত ওঁর৷’’

যদিও, কংগ্রেসও কিছু কম যায় না৷ ৯ এপ্রিল দিল্লির রাজঘাটে অনশন কর্মসূচি ছিল সকাল ১১টা থেকে৷ রাহুল পৌঁছান দুপুর ১টায়৷ তাঁর আগে আসা কংগ্রেস নেতা অজয় মাকেন, অমরিন্দর সিং লাভলি ও হারুন রশিদরা তো সকাল সকাল ভরপেট ‘‌ছোলে-‌ভটুরে’ খেয়ে ‘‌অনশনে’ যোগ দিয়েছিলেন৷ সম্ভবত, এটাই ভারতের ভবিষ্যত রাজনীতি৷

বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাওড়েকর কংগ্রেসের অনশনের নিন্দা করে নিজেদের অনশনের পক্ষে বলেছেন, ‘‌‘‌আমাদের অনশন আসল৷ ছোলে-‌ভটুরের অনশন নয়৷’’

নরেন্দ্র মোদী প্রথাগত রাজনৈতিক ব্যাকরণ মানেন না: গৌতম হোড়

This browser does not support the audio element.

প্রবীণ সাংবাদিক গৌতম হোড় বলেন, ‘‘নরেন্দ্র মোদী প্রথাগত রাজনৈতিক ব্যাকরণ মানেন না৷ তাই যে কাজটা অন্য কেউ করেননি, তিনি সেটি অনায়াসেই করতে পারেন৷ কোনও সন্দেহ নেই যে, নরেন্দ্র মোদী যবে থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, তার আগে থেকেই কংগ্রেস নানা ছুতোয় সংসদ অচল করে এসেছে৷ রাজ্যসভা, লোকসভায় এবার বিষয় ছিল ব্যাংব জালিয়াতির পান্ডা নীরব মোদী‌সহ আরও কয়েকটি ইস্যু৷ পরবর্তীকালে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে সরব ছিল কংগ্রেস৷ অনশন করে মোদী যখন কংগ্রেসের ওপর দায় চাপিয়ে দিয়েছেন৷ তখন কোথাও না কোথাও কংগ্রেসের ওপর দায় এসে পড়েই৷ একে সংসদের ঘটনার প্রতিবাদ বলা যেতে পারে৷ প্রশ্ন উঠতেই পারে, একজন প্রধানমন্ত্রী এমনভাবে অনশন করতে পারেন কিনা৷ রাজনীতি করার অধিকার সবারই আছে৷ আজকের দিনে সাধারণ মানুষের মনে ধারণা তৈরি করা রাজনীতির অঙ্গ হয়ে উঠেছে৷ মোদী এবং তাঁর দলের পক্ষ থেকে সফল প্রয়াস হিসেবে দেখা যেতে পারে৷’’

বিজেপির অভিযোগ, কংগ্রেসের অগণতান্ত্রিক কার্যকলাপেই বাজেট অধিবেশন ব্যাহত হয়েছে৷ তাই দেশব্যাপী ‘‌গণতন্ত্র বাঁচাও’ উপোসের কর্মসূচি তাদের৷ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, কৃষিমন্ত্রী রাধামোহন সিং, গিরিরাজ সিং, সাংসদ আর কে সিনহা‌সহ অনেকেই মোদীর সঙ্গে যোগ দিয়েছিলেন৷ অনশনের পর মোদী বলেছেন, ‘‌‘‌একদিনও সংসদ সচল হতে দেয়নি ওরা৷ গণতন্ত্রকে হত্যা করেছে৷ অনশনে বসে বিশ্বের সামনে ওদের অপরাধ ফাঁস করবো৷ অনশন করলেও আমার কাজে ব্যাঘাত হবে না৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ