1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল

দেবারতি গুহ১৬ মে ২০০৯

মোট পাঁচ দফায় দেশজুড়ে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার পর, শনিবার সকাল থেকে শুরু হয়ে গেছে ভোট গণনা৷ মোট ৫৪৩ আসনের ভোট গণনা এগিয়ে চলেছে জোরকদমে কারণ ভোট গ্রহণ হয়েছে দেশ জুড়েই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-এর মাধ্যমে৷

ভারতীয় সংসদ ভবনছবি: AP

ফলাফল এই মুহূর্তে

কংগ্রেস নেতৃত্বাধীন জোট বা ইউপিএ : জিতেছে ২৩৬ টিতে, এগিয়ে আরো ২৩ টি আসনে৷

বিজেপি নেতৃত্বাধীন জোট বা এনডিএ : জিতেছে ১৫১ টিতে, এগিয়ে আরো ১১টি আসনে৷

তৃতীয় ফ্রন্ট (বাম ও অন্যান্য আঞ্চলিক দল) : জিতেছে ৬১টিতে, এগিয়ে ১৬ টি আসনে৷

চতুর্থ ফ্রন্ট : জিতেছে ২৪টিতে, এগিয়ে ৫ টি আসনে৷

অন্যান্য দল (নির্দল ইত্যাদি) : জিতেছে ১৫ টিতে, এগিয়ে ১ টি আসনে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ