1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-জার্মানি

১১ এপ্রিল ২০১২

জার্মানির পরিবহন ও শহরাঞ্চল উন্নয়নমন্ত্রী ড. পেটার রামসাউয়ার উচ্চ পর্যায়ের এক বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে এখন ভারতে৷ ভারতে জার্মান বর্ষের অঙ্গ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে ভারত-জার্মান সহযোগিতা ব্যাপকতর করাই এই সফরের উদ্দেশ্য৷

ছবি: picture-alliance/dpa

ভারত সফররত জার্মান পরিবহন ও শহরাঞ্চল উন্নয়নমন্ত্রী ড. পেটার রামসাউয়ার বৈঠক করেন রেলমন্ত্রী মুকুল রায়ের সঙ্গে৷ অর্থাৎ, রেলকে সামনে রেখে আরো একবার ভারত-জার্মান সহযোগিতার নতুন বাতাবরণ তৈরি হলো৷ বৈঠক শেষে রেলমন্ত্রী মুকুল রায় বলেন, ভারতীয় রেলের সঙ্গে জার্মনির পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বরাবরই ছিল৷ আগামীতেও থাকবে৷ রেলের পরিকাঠামোগত সাহায্যের ক্ষেত্রে জার্মানির সঙ্গে সমঝোতা স্মারকপত্রের মেয়াদ শেষ হয়েছে, চূড়ান্ত করা হচ্ছে নতুন সমঝোতাপত্র স্বাক্ষরের প্রক্রিয়া৷

ভারতের বিমান পরিবহন মন্ত্রী ভায়ালার রবির সঙ্গে জার্মান পরিবহন মন্ত্রী রামসাউয়ারছবি: picture-alliance/dpa

রেলমন্ত্রী বলেন, নতুন সমঝোতা অনুসারে এলএইচবি কোচ এবং সিগনালিং সাজসরঞ্জাম সরবরাহ করবে জার্মান কোম্পানি৷ ভিশন ২০২০-এর লক্ষ্যে জোর দেয়া হবে ট্রেনের নিরাপত্তা, গতি ও স্টেশনের উন্নতির ওপর৷

ভারতের অসামরিক বিমান পরিবহনমন্ত্রী, শহরাঞ্চল উন্নয়নমন্ত্রী এবং ভারি শিল্পমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন ড. পেটার রামসাউয়ার৷ আজ তিনি বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে৷ জানা গেছে, শহরাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন এবং সড়ক ও মেট্রোরেল পরিবহন নিয়ে কথা হয়েছে৷

ভারত-জার্মানি ২০১১-১২: সুযোগ অফুরন্ত - এই শিরোনামকে সামনে রেখে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলি আরো প্রসারিত করা এবং গবেষণা ও প্রযুক্তি সহযোগিতার ধারাবাহিকতা মজবুত করাই ড. রামসাউয়ার'এর এই সফরের মূল লক্ষ্য৷

ভারতে রেলের উন্নয়নে সহযোগিতা করবে জার্মানিছবি: AP

আগামী শুক্রবার তিনি যাবেন মুম্বই'তে৷ উদ্বোধন করবেন ভারতে জার্মান বর্ষের প্রচ্ছদমুখ ‘মোবাইল মেট্রো ভ্রমণ'-এর৷ শুরু হবে ভারত-জার্মান শহর মেলা৷ মেলায় থাকবে বহু-উদ্দেশ্য সাধক অত্যাধুনিক প্যাভেলিয়ন, যার বিশেষ ডিজাইন তৈরি করেছেন প্রখ্যাত জার্মান স্থপতি মারকুজ হাইনড্রফ৷ এইসব প্যাভেলিয়ানে থাকছে আধুনিক টেক্সটাইল ডিজাইন, যা হবে আর্ট, আর্কিটেক্সার ও প্রযুক্তির এক সমন্বিত রূপ৷ মুম্বইতে এই মেলা চলবে মোট ১০ দিন৷ তারপর হবে ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি ও পুনে শহরে৷

প্যাভেলিয়ানের আকার ও আকৃতি হবে ছয়টি ভিন্ন ভিন্ন মডিউলে৷ স্থানীয় রুচির সঙ্গে মানানসই এইসব মডিউল হয়ে উঠবে উৎসব-অনুষ্ঠানের এক অভিনব সংস্করণ৷ শুধু তাই নয়, এইসব প্যাভেলিয়ন হবে বিভিন্ন ইস্যু ও তার সমাধান নিয়ে ভারত ও জার্মান কোম্পানিগুলির মধ্যে মত বিনিময়ের আদর্শস্থল৷ আর উপরি পাওনা হিসেবে থাকছে জার্মান খাবারের লম্বা মেন্যু৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ