1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের বাজেট

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২৮ ফেব্রুয়ারি ২০১৩

বৃহস্পতিবার সংসদে ২০১৩-১৪ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী পি চিদাম্বরম৷ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫ শতাংশের মত৷ অতি উচ্চবিত্ত ছাড়া আয়কর অপরিবর্তিত রাখা হয়েছে৷

ছবি: AP

আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে অর্থমন্ত্রী পি চিদাম্বরম আজ সংসদে ২০১৩-১৪ আর্থিক বছরের যে বাজেট পেশ করলেন সংসদে, তাতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫ শতাংশের মত৷ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং মনে করেন, বিশ্ব আর্থিক পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন বছরে ভারতের আর্থিক প্রবৃদ্ধি ৮ শতাংশ পর্যন্ত হতে পারে৷

এ প্রসঙ্গে বিশিষ্ট অর্থর্নীতিবিদ দীপঙ্কর দাশগুপ্ত ডয়চে ভেলেকে বললেন, গোটা বিশ্বে আর্থিক প্রবৃদ্ধির হার যেখানে নিম্নমুখী, এমনকি জার্মানির মত ধনী দেশে ১ শতাংশ, যুক্তরাষ্ট্রে নেতিবাচক, সেখানে ভারতের ‘গ্রোথ রেট' নিশ্চয় ভালো ৷

এক নজরে বলা যায় বাজেটে অর্থবরাদ্দ বাড়ানো হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ বিকাশ, পরিকাঠামো, পরমাণু শক্তি এবং প্রতিরক্ষা খাতে৷ রাজস্ব ঘাটতি ৫.৩ শতাংশ থেকে কমিয়ে ৪.৮ শতাংশ করার কথা বলা হয়েছে৷ সবুজ বিপ্লবের দিক থেকে পশ্চিমবঙ্গসহ পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি ধান ও খাদ্যশস্য উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখায় বরাদ্দ বাড়িয়ে এক হাজার কোটি টাকা করা হয়৷ চলতি বছরে খাদ্যশস্যের উৎপাদন ২৫ কোটি টন বলেন অর্থমন্ত্রী৷

যে সব ভোগ্যপণ্যের দাম বাড়বে, তার মধ্যে আছে সিগারেট, মোবাইল ফোন, বিলাসবহুল গাড়ি, বাতানুকূল রেস্তোরাঁ৷ দাম কমবে হাতে বোনা কার্পেট, চামড়ার জিনিষপত্র, রেডিমেড পোশাক, দামি পাথর ইত্যাদি৷ অতি উচ্চবিত্ত ছাড়া আয়কর অপরিবর্তিত৷ বিনিয়োগে উৎসাহ দিতে বাড়তি ১৫ শতাংশ ছাড় দেবার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী৷ শুধু তাই নয়, বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা হবে৷

এই বাজেটকে কি অর্থনীতি ও রাজনীতির মধ্যে একটা ভারসাম্যের বাজেট বলা যায়? অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্তের মতে, অর্থনীতি ও রাজনীতির ভারসাম্য নয়৷ ভারসাম্য আয় ব্যয়ের৷

তবে কি এটা জনমোহিনী বাজেট? তাঁর বক্তব্য, চমকপ্রদ কিছু না থাকলেও এক অর্থে এই বাজেট জনমোহিনী৷ তার মানে এই নয় অনেক কিছু পাইয়ে দিলাম৷ জনমোহিনী এই অর্থে মানুষের কাঁধে কঠিন কিছু চাপানো হয়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ