1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের সঙ্গে অস্ত্র বানাতে চায় রাশিয়া

৯ নভেম্বর ২০২২

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এখন বড় দল নিয়ে রাশিয়ায়। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথভাবে অস্ত্র বানানো নিয়ে কথা হলো।

মস্কোতে জয়শঙ্কর ও লাভরভ। জয়শঙ্কর জানালেন, ভারত রাশিয়া থেকে তেল কিনবে।
মস্কোতে জয়শঙ্কর ও লাভরভ। কথা হলো ভারতে অস্ত্র তৈরি নিয়ে। ছবি: Sergei Savostyanov/dpa/TASS/picture alliance

রাশিয়ার সরকারি সংবাদসংস্থা তাস জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী লাভরভ জানিয়েছেন, ''মঙ্গলবারের বৈঠকে ভারতের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক অস্ত্র বানানো নিয়ে কথা হয়েছে। লাভরভ বলেছেন, ''আমরা বিস্তারে কথা বলেছি। সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে কথা হয়েছে। ভারতে অত্যাধুনিক অস্ত্র বানানো নিয়ে কথা হয়েছে।''

লাভরভ বলেছেন, ''দুই দেশ তাদের বাণিজ্যিক সহযোগিতা আরো বাড়াতে চায়। মহাকাশ-যাত্রা ও পরমাণু শক্তির ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।'' এমনিতে রাশিয়াকে ভারত প্রচুর ওষুধ রপ্তানি করে। অন্যদিকে, রাশিয়া থেকে ভারত প্রচুর পরিমাণে সামরিক অস্ত্রশস্ত্র ও অন্য জিনিস কেনে।

জয়শঙ্করের সঙ্গে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবার বড় দল নিয়ে রাশিয়া গেছেন। তার সঙ্গে কৃষি, পেট্রোলিয়াম, বন্দর ও শিপিং, অর্থ, রসায়ন ও সার মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা গেছেন।

জয়শঙ্কর বলেছেন, ''রাশিয়া বরাবরই ভারতের সহযোগী দেশ। গত কয়েক দশকে আমাদের বন্ধুত্বের খতিয়ান বলে দেবে, দুই দেশ একে অপরকে সবসময় সাহায্য করেছে।''

জয়শঙ্কর বলেছেন, ''এটা যুদ্ধের যুগ নয়। ভারত চায়, রাশিয়া ও ইউক্রেন আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নিক। গত কয়েক বছর ধরে কোভিড, আর্থিক চাপ, বাণিজ্যিক সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।''

তেল কিনবে

জয়শঙ্কর জানিয়েছেন, ''ভারত রাশিয়া থেকে তেল কিনবে। আমরা তেলও প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ক্ষেত্রে তিন নম্বর দেশ। আমাদের আয় প্রচুর নয়। তাই আমরা যেখানে সুবিধাজনক দামে তেল পাব, সেখান থেকেই কিনবো। রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক আমাদের সুবিধাজনক অবস্থায় রেখেছে।''

ভারত আগে রাশিয়া থেকে তাদের প্রয়োজনের দুই শতাংশ তেল কিনতো। সেপ্টেম্বরে তারা ২৩ শতাংশ তেল রাশিয়া থেকে কিনেছে।

জিএইচ/এসজি (ডিপিএ, ইন্টারফ্যাক্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ