1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের সিরিজ জয়, সঙ্গে জোড়া রেকর্ড

৯ ডিসেম্বর ২০১১

একদিনের ক্রিকেটে ৪১৮ রান – ‘টিম ইন্ডিয়া’র ইতিহাসে সর্বোচ্চ রান৷ তার সঙ্গে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ এবং সিরিজও জয় করলো তারা৷ আর এদিন শচিনের রেকর্ড ভেঙে ‘ডাবল সেঞ্চুরি’ করলেন সেহবাগ৷

বীরেন্দ্র সেহবাগছবি: AP

পয়েন্টের বাঁদিক দিয়ে বলটা বাউন্ডারির বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম৷ বীরেন্দ্র সেহবাগ দ্বিশতরানের মাইলস্টোন ছোঁয়ার পর, আবারো আনন্দের জোয়ার গোটা ভারতে৷ বলাই বাহুল্য, ‘ওয়ান ডে' ম্যাচে সর্বোচ্চ রানের নজির গড়েন সেহবাগ৷ ২৫টি চার ও সাতটি ছয়ের সাহায্যে মাত্র ১৪৯ বলে ২১৯ করেন তিনি৷ ভাঙেন ‘লিটল মাস্টার' তেন্ডুলকর-এর রেকর্ড৷ তার ওপর, ওটা ছিল দ্রুততম ডাবল সেঞ্চুরিরও৷

এরপর ম্যাচ জিতে সিরিজ পকেটে পোরাটা ছিল শুধু সময়ের অপেক্ষা৷ ভারতের এযাবৎ মোট ৪১৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৬৫ রানে৷ রাহুল শর্মা ও রবীন্দ্র জাডেজা তিনটি করে উইকেট নেন৷ আর ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেন রামদিন৷

আগের তিনটি ম্যাচে সেহবাগের রান ছিল ২২, ২৬ এবং ০৷ কিন্তু বৃহস্পতিবার, এক সংহারমূর্তি ধরেন ভারতীয় অধিনায়ক৷ যেন শুরু হয় তাঁর ‘রান-রায়ট'৷ প্রথম থেকেই সেহবাগের ঝোড়ো ব্যাটিং-এর সামনে তাই অসহায় লাগছিল ক্যারিবিয়ান বোলারদের৷ তিনটি চার ও চারটি ছক্কা সহযোগে ৪১ বলে হাফ সেঞ্চুরি করেন বীরু৷ আর তারপর, মাত্র ৬৯ বলে পৌঁছান সেঞ্চুরিতে৷ এরপর তাঁকে আর আটকানো যায় নি৷ ২৩টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ১৪০ বলে ডাবল সেঞ্চুরিতে পৌঁছে যান সেহবাগ৷ অর্থাৎ, এদিনের সেহবাগ-ঝড়ে ক্যারিবিয়ানরা প্রায় মাথাই তুলতে পারেননি৷ আর সেই সুনামিতে ভর করেই পাঁচ উইকেটে ৪১৮ রান তোলে ভারত৷

সে যাই হোক, সিরিজ এখন ভারতের পক্ষে৷ চেন্নাই-এর শেষ ম্যাচটি নেহাতই নিয়মরক্ষার৷ তাই এদিন ‘সিনিয়র'-দের হয়তো মাঠের বাইরে রাখবেন সেহবাগের দল৷ এমনকি, নিজের কেরামতি দেখানোর একটা সুযোগও পেয়ে যেতে পারেন পশ্চিম বঙ্গের অধিনায়ক মনোজ তিওয়ারি৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ