1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের ‘সোলার' মায়েদের কথা

৩০ জানুয়ারি ২০১৯

জাতিসংঘ ও ভারত সরকারের অর্থায়নে ভারতে নারীদের জন্য সৌরশক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি চালু আছে৷ বিভিন্ন দেশের নারীরা এতে অংশ নেন৷ তাঁদের যাঁরা প্রশিক্ষণ দেন তাঁদের ‘সোলার মা' বলে ডাকা হয়৷

DW Made in Germany - Solarmamas Barefoot College Indien
ছবি: DW

কেনিয়ার নাওমি এনডুঙ্গুকে তাঁর গ্রাম থেকে এই প্রশিক্ষণে অংশ নিতে পাঠানো হয়েছে৷ তাঁর গ্রামে এখনও বিদ্যুৎ যায়নি৷ তিনি বলেন, ‘‘আমি আমার সম্প্রদায়কে আলোকিত করবো৷ কারণ আমরা জানি, অন্ধকার কোনো ভালো জিনিস নয়৷ তাই পুরো গ্রামে আলো আনতে পারলে সেটা আমার বড় অর্জন হবে৷''

এনডুঙ্গু বলেন, সন্ধ্যা নামার পর তাঁদের গ্রামে কেউ সেলাই কিংবা লেখার কাজ করতে পারে না৷ এছাড়া অন্ধকারে কিংবা মোমবাতি জ্বালিয়ে কাপড় কাটার বিষয়টিও বিপজ্জনক৷

প্রশিক্ষণের মাধ্যমে নারীরা সোলার প্যানেল বসানো ও মেরামতের বিষয়টি শিখতে পারছেন৷

আরেক প্রশিক্ষণার্থী ইয়ুমিনা ইন্দোনেশিয়ার পশ্চিম তিমুর থেকে এসেছেন৷ তিনি বলেন, ‘‘আলো ছাড়া আমার সন্তানরা বাড়ির কাজ করতে পারে না৷ তাই সন্ধ্যা হলে তাদের ঘুমিয়ে পড়তে হয়৷ এখান থেকে যখন বাড়ি ফিরবো, তখন আমাদের সোলার বাতি থাকবে৷''

যাঁরা প্রশিক্ষণ দেন তাঁরা ‘সোলার মা' হিসেবে পরিচিত৷ তাঁদের একজন লীলা দেবী ২০০৩ সাল থেকে কাজ করছেন৷ বিশ্বের বিভিন্ন দেশের নারীদের তিনি প্রশিক্ষণ দেন৷ তিনি বলেন,‘‘গ্রিড থেকে পাওয়া বিদ্যুৎ যে-কোনো সময় চলে যেতে পারে৷কিন্তু সৌরশক্তি নির্ভরযোগ্য৷সূর্য দেবতা সবাইকে আলো দেন৷ এক্ষেত্রে তিনি ধনী-গরিবে ভেদাভেদ করেন না৷ কিন্তু আপনি যদি বিদ্যুৎ বিল না দেন, তাহলে লাইন কেটে দেয়া হয়৷ অথচ একবার সোলার বাতি কিনে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন৷''

আফ্রিকাতেও এমন কর্মসূচি আছে৷ উগান্ডায় সোলার মায়ের পরিবর্তে আছেন ‘সোলার বোন'৷ তাঁরা সোলার লাইটিং সিস্টেম বিক্রি করেন আর সৌরশক্তি দিয়ে কীভাবে অর্থ করতে হয়, সে ব্যাপারে প্রশিক্ষণ দেন৷ বিভিন্ন গ্রামে ঘুরে যন্ত্রপাতি বিক্রি করে তাঁরা জীবিকা নির্বাহ করেন৷

প্রায় সাড়ে তিন হাজার সোলার বোন প্রায় আড়াই লক্ষ সোলার বাতি বিক্রি করেছেন৷ ফলে প্রায় ১৫ লক্ষ মানুষ আলোর দেখা পেয়েছেন৷

প্রশিক্ষণ শেষে ইসাবেল মোরা খিমেনেস তাঁর দেশ মেক্সিকোতে ফিরে যাবেন৷ তারপর ভারত থেকে শেখা জ্ঞান তিনি কীভাবে কাজে লাগাবেন, সেটা ভেবে দেখবেন৷ খিমেনেস বলেন, ‘‘আমি কত আয় করতে পারবো, তা জানি না৷ তবে আসল কথা হচ্ছে, আমি অনেক কিছু শিখেছি৷ দেশের মানুষ দেখবে যে, আমি ভালো কাজ করতে পারি৷ নতুন কিছু শিখতে এখানে আসার জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে৷''

ইওয়াখিম এগার্স/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ