1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যভারত

ভারতের ১২ শতাংশ মশলার নমুনা ন্যূনতম মান পূরণে ব্যর্থ

১৯ আগস্ট ২০২৪

ভারতের কর্তৃপক্ষের করা পরীক্ষায় দেশটির বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়া মশলার ১২ শতাংশ ন্যূনতম মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে৷ দুইটি জনপ্রিয় ব্র্যান্ডের মশলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর এই পরীক্ষার উদ্যোগ নেয় সরকার৷

দোকানে সাজানো মশলা
বিশ্বে মশলা রপ্তানিতে ভারতের অবস্থান শীর্ষেছবি: Eman Al-Mekhlafi/DW

সম্প্রতি ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিভিন্ন গুঁড়া মশলার নমুনা সংগ্রহ ও পরীক্ষার উদ্যোগ নেয়৷ উচ্চমাত্রায় কীটনাশকের উপস্থিতি পাওয়ায় গত এপ্রিলে এমডিএইচ ও এভারেস্ট নামে দুইটি ব্র্যান্ডের কিছু গুঁড়া মশলা বিক্রি নিষিদ্ধ করে হংকং৷ এরপর ভারত থেকে আমদানিকৃত সব ধরনের মশলার নিয়ন্ত্রণের কড়াকড়ি আরোপের ঘোষণা দেয় ব্রিটেন৷ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রও বিষয়টি নজরে রাখার কথা জানায়৷ এমন প্রেক্ষিতেই নড়েচড়ে বসেছে ভারতের কর্তৃপক্ষ৷ 

তবে এমডিএইচ ও এভারেস্টের দাবি, তাদের মশলা নিরাপদ৷ মসলাজাতীয় পণ্যে ভারতে এই দুইটি ব্র্যান্ডই বেশ জনপ্রিয়৷ বিশ্বে মশলা রপ্তানির দিক থেকেও তাদের অবস্থান শীর্ষে৷ ইউরোপ, এশিয়া ও উত্তর অ্যামেরিকার দেশগুলোতে তাদের পণ্য বিক্রি হয়৷

মে থেকে জুলাইর শুরুতে করা কর্তৃপক্ষের পরীক্ষার তথ্য-উপাত্ত ভারতের তথ্য অধিকার আইনের অধীনে সংগ্রহ করেছে বার্তা সংস্থা রয়টার্স৷ ৪০৫৪টি নমুণার মধ্যে ৪৭৪টির যথাযথ গুণমান পূরণে ব্যর্থ হয়েছে৷ এক্ষেত্রে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছে খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ৷

জিওন মার্কেট রিসার্চের হিসাবে, ভারতের অভ্যন্তরীণ মশলার বাজারের আকার এক হাজার কোটি ডলারের উপরে৷ গত মার্চে শেষ হওয়া আর্থিক বছরের হিসাবে এক বছরে রেকর্ড ৪৪৬ কোটি ডলারের মশলা ও মসলাজাতীয় পণ্য রপ্তানি করেছে ভারত৷

এফএস/এসিবি (রয়টার্স)

মশলার চাহিদা কি আরো বেড়েছে?

03:34

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ