1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের বাজেট

১৬ মার্চ ২০১২

মনমোহন সিং-এর জোট সরকারের ২০১২-১৩ সালের কেন্দ্রীয় বাজেট আজ সংসদে পেশ করলেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়৷ বিভিন্ন রাজনৈতিক সংকটের টানাপোড়েনের মধ্যে পেশ করা এই বাজেটে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে৷

India's Finance Minister Pranab Mukherjee
ছবি: REUTERS

জোটধর্ম না রাজধর্ম? রাজনীতি না অর্থনীতি? জনমুখী না সংস্কারমুখী? বিভিন্ন রাজনৈতিক সঙ্কটে জেরবার কংগ্রেস-জোট সরকারের ২০১২-১৩ সালের বাজেট আজ পেশ করলেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়৷ স্পষ্ট বোঝা যাচ্ছে, রাজনৈতিক বাধ্যবাধকতার দরুণ বড় ধরণের কোন সংস্কারে হাত লাগাবার সাহস করা হয়নি৷ বজায় রাখা হয়েছে জনমুখী ও সংস্কারমুখীর মধ্যে একটা নিরাপদ ভারসাম্য৷

ভারসাম্যের বাজেট করতে হয়েছে অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই৷ পাঁচটি রাজ্যে কংগ্রেসের নির্বাচনি বিপর্যয়, কংগ্রেস-শাসিত বিভিন্ন রাজ্যে গোষ্ঠী দ্বন্দ্ব, মুদ্রাস্ফীতি, দুর্নীতি৷ তার ওপর রেল বাজেট নিয়ে ইতিমধ্যেই মনমোহন সিং সরকার পড়েছে বিপাকে৷ তৃণমূল-কংগ্রেসের সঙ্গে সংঘাত চরমে৷ তাতে কংগ্রেস নেতৃত্ব নতুন করে আর ঝুঁকি নিতে চায়নি৷ কারণ নিলে, জোট সমীকরণে তার প্রভাব পড়ার আশঙ্কা৷

রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে ঘিরে সংকটে পড়েছে সরকারছবি: picture-alliance/dpa

এবারের বাজেট সম্পর্কে ডয়চে ভেলেকে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. অমল মুখোপাধ্যায় বললেন, রাজনীতি বেশি, অর্থনীতি কম৷ তারপরও বাজেটটা জনরঞ্জক করার চেষ্টা করা হয়েছে৷ সকলেই যাতে খুশি হয়৷ সেজন্য আর্থিক সংস্কারটা, অর্থাৎ যো সবথেকে জরুরি ছিল, সেটাকে মোলায়েম করার কথা বলা হয়েছে৷ ‘বেঙ্গল প্যাকেজ' বলে কিছু নেই৷ তাতে মমতা বন্দোপাধ্যায় অসন্তুষ্ট হতে পারেন৷ কিন্তু বাজেটটাকে সর্বভারতীয় প্রেক্ষাপটে বিচার করতে হবে৷

রাজনীতি ও অর্থনীতি একে অপরের সঙ্গে সম্পৃক্ত৷ কল্যানী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. মধুসুদন দত্ত ডয়চে ভেলের কাছে সেটাই ব্যাখ্যা করলেন৷ কোন বাজেটই স্রেফ অর্থনীতি দিয়েই হয়না৷ অর্থনীতি তো রাজনীতির অভিমুখ দিয়েই তৈরি হয়৷ রাজনীতি বহির্ভূত হতে পারেনা৷ তবে এবারের বাজেট উচ্চাকাঙ্খী বা দৃঢ়চেতা বাজেট নয়৷ আশাও করা যায়না৷ কারণ অনেকগুলি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে সরকার টিকে আছে৷

বাজেটে প্রত্যক্ষ করবিধি এবং খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ থেকে সরকার সরে না এলেও, ‘ধীরে চলো' নীতির ইঙ্গিত রয়েছে৷ ইঙ্গিত রয়েছে ভর্তুকি কমানোর৷ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বিলগ্নিকরণ থেকে ৩০ হাজার কোটি টাকা আয়ের সম্ভাবনা, সংস্কার কর্মসূচিকেই তুলে ধরছে৷ বিমান শিল্পকে চাঙ্গা করতে ৪৯% বিদেশি বিনিয়োগের কথাও বলা হয় বাজেটে৷

এছাড়া বাজেটে বলা হয় যে, গত অর্থবর্ষে আর্থিক প্রবৃদ্ধির হার ছিল ৬.৯ শতাংশ৷ সেটা আগামী অর্থবর্ষে হবে ৭.৬ শতাংশ৷ আর দেশের পূর্বাঞ্চলের কৃষি উন্নয়নে আর্থিক বরাদ্দ বাড়িয়ে এক হাজার কোটি টাকা করা হবে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ