1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি আটক

১২ আগস্ট ২০২৪

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশের সময় বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ৷ সোমবার তারা জানিয়েছে বাংলাদেশ-ভারত সীমান্তে অপেক্ষা করছে কয়েকশ' বাংলাদেশি৷

সীমান্তপথে বিএসএফ নির্দেশিকা ও পণ্যবাহী ট্রাক
কয়েকজন বাংলাদেশিকে আটকের দাবি করেছে বিএসএফছবি: PRABHAKAR/DW

রোববার পর্যন্ত অনুপ্রবেশের সময় ১১ বাংলাদেশি আটক হয়েছে বলে জানিয়েছে বিএসএফ৷ সংবাদ সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন বিএসএফের ডিআইজি অমিত কুমার ত্যাগী৷ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে চার বাংলাদেশি মুসলিম নাগরিকের নাম উল্লেখ করে লিখেছেন, তারা করিমগঞ্জ দিয়ে আসামে প্রবেশের চেষ্টা করার সময় বিএসএফের হাতে আটক হয়েছে৷ সীমান্ত পুলিশ এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে৷

গত এক সপ্তাহে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার দুইশ' ঘটনার কথা জানিয়েছে বিভিন্ন অধিকার সংস্থা৷ সেখানে খ্রিস্টান ও বৌদ্ধদের উপর হামলারও উল্লেখ রয়েছে৷

তবে সোমবার থেকে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার নাটকীয় উন্নতি হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি৷ এর কারণ হিসেবে পুলিশ সদস্যদের কাজে ফেরার কথা উল্লেখ করেছে তারা

এপিবি/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ