কোনো না কোনো অজুহাতে হিন্দু উগ্রবাদী সংগঠনগুলির ধর্মীয় অসহিষ্ণুতা চলছেই৷ তা সে দিল্লিতে গুলাম আলির অনুষ্ঠান বন্ধ করা হোক বা ভারত মাতা কি জয় স্লোগান দেয়া৷ সমাজের ধর্মনিরপেক্ষ মহলের উদ্বেগ, এটা কি চলতেই থাকবে? থামবে না?
বিজ্ঞাপন
গত ৪ঠা এপ্রিল দিল্লিতে মৌলবাদী হিন্দু সংগঠনগুলির হুমকির ফলে পাকিস্তানি সংগীত শিল্পী গজল সম্রাট গুলাম আলির গান প্রকাশের অনুষ্ঠান শেষ মূহূর্তে বাতিল করতে বাধ্য হয় হোটেল কর্তৃপক্ষ৷ ‘ঘর ওয়াপসি' ছবিতে গুলাম আলি গান গেয়েছেন এবং অভিনয়ও করেছেন৷ ছবিটি নাকি হিন্দুত্ব-বিরোধী, এমনটাই অভিযোগ হিন্দু সেনাদের৷ ছবির পরিচালক শোয়েব ইলিয়াসি নিরাপত্তা চেযে দিল্লি পুলিশকে অনুরোধ করলে বিশেষ পুলিশি বন্দোবস্ত করা হয়, আটকও করা হয় কিছু ব্যক্তিকে৷ তবু যে হোটেলে অনুষ্ঠান হবার কথা ছিল, সেই হোটেল কর্তৃপক্ষের যুক্তি, ঘর ওয়াপসি ছবিটি খুবই স্পর্শকাতর এবং বিতর্কিত৷ তাই তারা কোনো ঝুঁকি নিতে চাননি৷ অন্যান্য শহরেও এই ছবির গান প্রকাশ অনুষ্ঠানে নাকি গোলমাল হয়েছিল৷ স্মরণ করা যায়, গত বছর ডিসেম্বরে মুম্বইতে শিবসেনাদের চোখ রাঙানিতে ভেস্তে গিয়েছিল গুলাম আলির সংগীতানুষ্ঠান৷
আবার গত মাসেই গবাদি পশুর বেচাকেনার বলি হয়েছে এক মুসলিম নাবালকসহ দু'জন মুসলিম৷ ভারতের ঝাড়খন্ড রাজ্যের নক্সাল অধ্যুষিত লাটেহার জেলায় এনাউতুল্লা খান আর মহম্মদ আজাদ খান নামে দু'জন মুসলিম যাচ্ছিলেন হাজারিবাগের পশু হাটে গবাদি পশু বিক্রি করতে৷ বাড়ি থেকে রওনা হবার ১৪ ঘণ্টার মধ্যে ঐ দু'জনকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়৷ ঘটনাসূত্রে অভিযোগ দায়ের করা হয় যে, এটা কিছু গৌ-রক্ষক সমর্থকদের কাজ৷ গবাদি পশুর বেচাকেনা গরিব এনাউতুল্লার পারিবারিক পেশা হলেও গৌ-রক্ষকদের সন্দেহ, তারা নাকি আসলে যাচ্ছিলেন কষাইখানায় গরু বেচতে৷ সেখানে জবাই করে বাজারে গো-মাংস বিক্রি করা হয়৷ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি অবশ্য এই ধরনের ঘটনা রোধে রাজ্য সরকারের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র সমালোচনা করেছে৷
শাহরুখকে ‘পাকিস্তানের দালাল’ বলল হিন্দু মৌলবাদীরা
হিন্দু মৌলবাদীরা ভারতে যে অসহিষ্ণুতা ছড়াচ্ছে – এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন হিন্দি ছবির সুপারস্টার শাহরুখ খান৷ তাতেই খেপে গেছেন বিজেপিসহ হিন্দু মৌলবাদী অন্যান্য দলের কতিপয় নেতা৷ শাহরুখকে বলছেন ‘পাকিস্তানের দালাল’!
ছবি: Johannes Eisele/AFP/Getty Images
কিং খানের ‘হাফ সেঞ্চুরি’
গত ২ নভেম্বর ছিল ‘বলিউড কিং’ শাহরুখ খানের ৫০তম জন্মদিন৷ জীবনের অর্ধ শতাব্দী পূরণ বলে কথা! বিশ্বের কোটি কোটি ভক্ত এ উপলক্ষ্যে অভিনন্দন এবং শুভকামনায় সিক্ত করেন শাহরুখকে৷
ছবি: Getty Images/AFP/Stringer
শাহরুখের সত্যি বয়ান
জন্মদিনে একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন শাহরুখ৷ সাম্প্রতিক সময়ে গরুর মাংস নিয়ে হিন্দু মৌলবাদীরা যে দেশব্যাপী অসহিষ্ণুতা ছড়িয়েছে সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে শাহরুখ বলেছিলেন, ‘‘ধর্মীয় সহিষ্ণুতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু আর হয়না৷ ধর্ম নিয়ে বাড়াবাড়ি দেশকে অন্ধকার যুগের দিকে ঠেলে দিচ্ছে৷’’
ছবি: picture alliance/ZUMA Press/F. Shamim
বিজেপিতে তীব্র প্রতিক্রিয়া
সাক্ষাৎকারটি প্রচারের পরই বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়ভার্গব টুইটারে লিখে দেন,‘শাহরুখের হৃদয় পড়ে আছে পাকিস্তানে’৷ সেই টুইট পরে প্রত্যাহার করে নিলেও বুধবার তিনি বলেছেন, ভারত অসহিষ্ণু হলে শাহরুখের মতো এক মুসলমান অমিতাভ বচ্চনের পরই দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা হতে পারতেন না৷’’ বিজেপির কয়েকজন নেতা শাহরুখকে ‘মুখ সামলে কথা বলা’র অনুরোধ জানিয়ে বলেছেন, মুখ না সামলালে শাহরুখের ছবি বয়কট করা হবে৷
ছবি: Johannes Eisele/AFP/Getty Images
জঙ্গি নেতার সঙ্গে তুলনা
শাহরুখের সমালোচনা করতে গিয়ে বিজেপির আরেক সাংসদ যোগী আদিত্যনাথ বলেন, ‘‘শাহরুখ এখন হাফিজ সাঈদের ভাষায় কথা বলছেন৷’’ বলিউড ইতিহাসের অন্যতম সেরা সুপারস্টারের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন লশকর-ই তৈয়বার শীর্ষ নেতা হাফিজ সাঈদের তুলনা ভারতের সাধারণ মানুষ এবং শাহরুখ ভক্তদের আহত করেছে৷ সংবাদ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের তেমন প্রতিক্রিয়াই জানাচ্ছেন সবাই৷
ছবি: AP
শাহরুখের ধর্মনিরপেক্ষতা
ধর্মীয় সহিষ্ণুতার ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে শাহরুখ খুবই উদার৷ তাঁর স্ত্রী গৌরির জন্ম হিন্দু পরিবারে৷ প্রেম করে বিয়ে করার পরেও শাহরুখ কখনো গৌরির ধর্ম বিশ্বাস বা ধর্ম চর্চায় হস্তক্ষেপ করেননি৷ ভক্তদের কাছে ‘এসআরকে’ নামেও পরিচিত মুম্বই মহাতারকা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বাড়িতে নামাজ পড়া এবং পূজা করার ব্যবস্থা রয়েছে৷ ছবিতে স্ত্রী গৌরির সঙ্গে শাহরুখ৷
ছবি: Strdel/AFP/Getty Images
5 ছবি1 | 5
প্রশ্ন হলো, এমন ঘটনা কি চলতে দেওয়া যায়? এটা আটকানোর উপায় বা কী? তা সে গুলাম আলির মতো বিখ্যাত গজল শিল্পীর ক্ষেত্রেই হোক বা ঝাড়খন্ড রাজ্যের এক প্রান্তিক মুসলিম পরিবার৷ প্রবীণ সাংবাদিক অমূল্য গাঙ্গুলি এ বিষয়ে তাঁর মত ব্যক্ত করে ডয়চে ভেলে বলেন, ‘‘দেখুন, সব দেশে সর্বকালেই অসহিষ্ণুতার কিছু কিছু নজির আছে৷ সমাজে উগ্রপন্থি ও উদারপন্থি দু'টোই থাকে৷ যেমন নব্য-নাত্সীবাদও অসহিষ্ণুতার নগ্নরূপ৷ দেখতে হবে সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ তাতে সামিল কিনা৷ সেদিক থেকে সামগ্রিকভাবে এবং তুলনামূলকভাবে ভারতীয় সমাজ উদার৷''
গো-মাংস ইস্যুতে বিশিষ্ট সাংবাদিক অমূল্য গাঙ্গুলি মনে করেন, ‘‘হিন্দুদের মধ্যে গো-মাংস নিয়েই বা এত ছুঁতবাই কেন? শত শত বছর ধরে ভারতে এটা চলে আসছে৷ হিন্দু পুরাণ বা মহাভারত ঘাঁটলেও দেখা যাবে যে, আদিকালে হিন্দু, এমনকি ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যেও গো-মাংস খাওয়ার প্রচলন ছিল৷ আর ‘ভারত মাতা কি জয়' স্লোগান নিয়েই বা এত মাতামাতি করার কী আছে? স্বদেশভূমিকে যে মা বলতেই হবে, এমন তো কোনো কথা নেই৷ অতীতে হিন্দুরা স্বদেশকে পিতৃভূমি বলে মনে করতো৷ সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের আমল থেকেই স্বদেশকে মাতারূপে কল্পনা করা হচ্ছে৷
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের৷ চারটি যুদ্ধও হয়েছে দেশ দু’টির মধ্যে৷ তবে দু’দেশের দ্বন্দ্বকে রাজনীতিতেই সীমাবদ্ধ না রেখে তা সংস্কৃতি এবং খেলাধুলার অঙ্গনেও ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে হিন্দু মৌলবাদীরা৷
ছবি: Getty Images/AFP
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে বাধা
১৯৯৯ সালে ভারত সফরে এসেছিল পাকিস্তান৷ সেবার দু’দেশের ক্রিকেট ম্যাচ বানচাল করতে ফিরোজ শাহ কোটলার পিচ খুঁড়ে রেখেছিল হিন্দু মৌলবাদী দল শিব সেনা৷ তারপরও অবশ্য ম্যাচ হয়েছে৷ ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের জয়পুর এবং মোহালির দু’টি ম্যাচেরও বিরোধীতা করেছিল শিব সেনা৷ সেবারও অবশ্য নির্বিঘ্নেই ম্যাচ হয়েছে৷
ছবি: Fotolia/S.White
বীনা মালিক আর আলী সেলিমের পারফর্ম্যান্সেও আপত্তি
রিয়েলিটি শো ‘বিগ বস’-এর চতুর্থ আয়োজনে অংশ নিতে এসে পাকিস্তানের বীনা মালিক এবং আলী সেলিমও পড়েছিলেন শিব সেনার আপত্তির মুখে৷ অনুষ্ঠানের আয়োজকরা শুধু পাকিস্তানি হওয়াকে অপরাধ মেনে বীনা এবং সেলিমকে অবশ্য বাদ দেননি৷
ছবি: picture-alliance/dpa/C. Merey
কাবাডিতেও পাকিস্তানে আপত্তি
২০১৪ সালে পেশাদার কাবাডি লিগের কয়েকটি দল পাকিস্তানের খেলোয়াড় দলে রেখেছিল৷ টাকা খরচ করে তাদের খেলোয়াড় নিয়ে তাদের শেষ পর্যন্ত খেলানো যায়নি৷ সেবারও শিব সেনার আপত্তি এবং আপত্তির মুখে পাকিস্তানি খেলোয়াড়দের বসিয়ে রাখার সিদ্ধান্ত নিতে হয় দলগুলোকে৷
ছবি: imago/Xinhua
আতিফ আসলামের কনসার্ট হলো না
২০১৫ সালের ২৫শে এপ্রিল পুনেতে আতিফ আসলামের কনসার্ট হওয়ার কথা ছিল৷ শিব সেনার আপত্তির মুখে সেই কনসার্ট আর হয়নি৷
ছবি: Coke Studio
বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারলেন না গুলাম আলী
পাকিস্তানের গজল শিল্পী গুলাম আলী ভারতে তুমুল জনপ্রিয়৷ এ মাসেই প্রয়াত গজল শিল্পী জগজিৎ সিং-এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে মু্ম্বইতে আসার কথা ছিল তাঁর৷ শুধু পাকিস্তানি হওয়ার কারণে তাঁর ভারত আগমন নিয়েও আপত্তি তোলে শিবসেনা৷ গুলাম আলী তাই এবার আর প্রয়াত বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেও মুম্বই আসতে পারেননি৷
ছবি: Getty Images/AFP
পাকিস্তানির পাশে থাকায় ভারতীয়র মুখেই কালি
নিজের লেখা বইয়ের প্রকাশের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই এসেছিলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ কসুরি৷ অনুষ্ঠান হয়েছে, পুস্তকও প্রকাশিত হয়েছে৷ কিন্তু তাদের দাবি অনুযায়ী অনুষ্ঠান বাতিল না হওয়ায় অনুষ্ঠানে এসে সুধেন্দ্র কুলকার্নির মুখে কালি ছিটিয়ে দিয়েছে শিবসেনা সমর্থকরা৷ ভারতের সাবেক কূটনীতিক সুধেন্দ্র কুলকার্নির একমাত্র অপরাধ তিনি এক পাকিস্তানির বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷