1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আত্মহত্যার রাজধানী বিদর্ভ'

২৬ জুলাই ২০১৫

তিন বছরে শুধু এ অঞ্চলটিতেই আত্মহত্যা করেছেন প্রায় ৩ হাজার ১৪৫ জন কৃষক৷ গত কয়েকদিনেও নিজের জীবনে ইতি টেনেছেন বেশ ক’জন৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ কেউ তাই বলছেন, ভারতের রাজধানী দিল্লি, তবে আত্মহত্যার রাজধানী বিদর্ভ৷

Symbolbild Selbstmord Indien
প্রতীকী ছবি...ছবি: Getty Images/AFP

এক ভারতীয় তো এ নিয়ে কার্টুনও এঁকে ফেলেছেন৷


কার্টুনে তিনি দেখিয়েছেন তুলা চাষ করে লাভের আশা নিয়ে কীভাবে ঋণ নেয় কৃষক৷ চাষ শেষে সামান্য টাকাই আসে তাঁর হাতে৷ তাতে পরিবারের ভরনপোষনই হবার নয়, লাভ হবে কী! হতাশায় কৃষক তাই ধীরে ধীরে আত্মহত্যার পথে এগিয়ে যান৷

ভারতে ২০১৪ সালে আত্মহত্যা করেছেন ৫ হাজার ৬৫০ জন কৃষক৷ সবচেয়ে বেশি আত্মহত্যা হয়েছে মহারাষ্ট্র রাজ্যে৷ সেখানে এক বছরে করেছেন ২ হাজার ৫৬৮ জন৷ এদিকে মহারাষ্ট্র রাজ্যের শুধু বিদর্ভ অঞ্চলেই গত তিন বছরে আত্মহত্যা করেছেন মোট ৩ হাজার ১৪৫ জন কৃষক৷ এক জরিপে বেরিয়ে আসা এ সব তথ্য নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন টুইটারেও এসেছে৷


হিন্দুস্তান টাইমস-এর এই খবরের নীচে অনেকেই মন্তব্য করেছেন৷ কেউ লিখেছেন, ‘‘আত্মহত্যার হার খুব উচ্চ'', কেউ আবার পুরো বিষয়টিকে দেখছেন জাতীয় লজ্জা হিসেবে৷

মহারাষ্ট্রের কৃষকরা মূলত তুলা, সয়াবিন এবং কমলা চাষ করতেন৷ আত্মহত্যাকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন তুলাচাষী৷ তাই নিজ টুইটে একজন লিখেছেন, ‘‘বস্ত্রমন্ত্রণালয়কেও এর দায় নিতে হবে৷''

কেউ কেউ এত মানুষের আত্মহননের পথ বেছে নেয়ার মূল কারণ হিসেবে দেখছেন ঋণের ভুল বণ্টনকে৷

তবে ভারতে সাম্প্রতিককালে কৃষকদের আত্মহত্যার বড় কারণ খরা৷ খরার কারণে অনেক জায়গাতেই কৃষক প্রত্যাশামতো ফসল পাচ্ছেন না৷ মহারাষ্ট্রসহ ভারতের বড় একটা অংশে এখনো বৃষ্টির জন্য হাহাকার চলছে৷ বিদর্ভে আত্মহত্যার ঘটনাও ঘটছে৷ একজন তাঁর টুইটে জানিয়েছেন, খরার কারণে আরো চার কৃষকের আত্মহত্যার খবর৷


বিদর্ভের মানুষ চান তাড়াতাড়ি কৃষকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বন্ধ হোক৷ তবে তাঁরা এ-ও জানেন যে বৃষ্টি না হলে, খরা শেষ না হলে আত্মহত্যা থামবে না৷ তাই কেউ কেউ কায়মনবাক্যে চাচ্ছেন প্রবল বৃষ্টি৷


আবহাওয়া দপ্তরও খুশির খবরও দিতে শুরু করেছে ইতিমধ্যে৷


সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ