1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে আবার অক্সিজেন না পেয়ে ১১ করোনা রোগীর মৃত্যু

১১ মে ২০২১

ভারতে আবার অক্সিজেনের অভাবে মৃত্যু। এবার অন্ধ্রের তিরুপতিতে। অক্সিজেনের ট্রাক আসতে দেরি। হাসপাতালে মৃত ১১ করোনা রোগী।

প্রতীকী ছবি।ছবি: Danish Siddiqui/REUTERS

অক্সিজেন নিয়ে ট্রাক সময়ে পৌঁছতে পারেনি। তার ফলে তিরুপতির সরকারি হাসপাতালের আইসিইউ-তে থাকা ১১ করোনা রোগীর মৃত্যু। শ্রীপেরামবুদুর থেকে অক্সিজেনের ট্রাকটি আসছিল। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়।

জেলাশাসক এম হরি নারায়ণন  জানিয়েছেন, ২০ থেকে ২৫ মিনিটের জন্য অক্সিজেনের প্রেসার কমে গিয়েছিল। আর রোগীদের অক্সিজেন সিলিন্ডার রিলোড করতে পাঁচ মিনিট সময় লেগেছিল। তার মধ্যেই ১১ জনের মৃত্যু হয়। জেলাশাসকের দাবি, খুব দ্রুত সকলের কাছেই অক্সিজেনের সিলিন্ডার দিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এই হাসপাতালে একশ জন কোরনা রোগী আইসিইউ-তে ছিলেন। ৪০০ জন অক্সিজেন বেডে আছেন। দুর্ঘটনার সময় ৩০ জন চিকিৎসক আইসিইউ-তে দ্রুত পৌঁছে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন।

এনডিটিভি-কে ২০ বছর বয়সী রোহিত জানিয়েছেন, তার ভাই অক্সিজেন বেডে ভর্তি। অক্সিজেনের প্রেসার কমে যাওয়ার খবর পেয়েই তিনি তার গাড়িতে রাখা একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেখানে ছোটেন। ততক্ষণে অবশ্য পাশের বেডের বয়স্ক এক রোগী তার দ্বিতীয় সিলিন্ডারটা ভাইকে দিয়ে দিয়েছেন। তাই কোনো বিপর্যয় হয়নি।

রোববারই তেলেঙ্গানায় দুই ঘণ্টা অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় একটি হাসপাতালের তিনজন রোগী মারা গেছেন।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমে হয়েছে তিন লাখ ২৯ হাজার। ৪১ দিন পরে মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৭ হাজার। এই সময়ে মুম্বইতে এক হাজার ৭০০-র বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দিল্লিতেও সোমবার করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজারে নেমেছে। তবে এখন কর্ণাটকের অবস্থা সব চেয়ে খারাপ। সোমবার সেখানে ৩৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

জিএইচ/এসজি(পিটিআই, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ