চীনে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমশ কমছে। কিন্তু দ্রুত তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। অ্যামেরিকায় মৃত্যু হয়েছে ছয়জনের।
বিজ্ঞাপন
ভারতে করোনা আতঙ্ক দ্রুত ছড়াচ্ছে। সোমবার দেশের স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, দেশে দুইজনের শরীরে করোনা ভাইরাস মিলেছে। একজন দিল্লিতে, অন্যজন তেলেঙ্গানায়। সোমবার রাতে জয়পুরে এক ইটালির পর্যটকের শরীরেও করোনার জীবাণু মিলেছে। আশঙ্কা, আক্রান্তদের সংস্পর্শে যাঁরা ছিলেন, তাঁদের মাধ্যমে দেশে দ্রুত ছড়িয়ে যেতে পারে সংক্রমণ। অন্য দিকে অ্যামেরিকাতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সোমবার রাত পর্যন্ত সে দেশে ছ'জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি ভয়াবহ।
করোনায় হ্রাস পেয়েছে চীনের বায়ু দূষণ
সম্প্রতি চীনে বায়ু দূষণ নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে৷ নাসার ভূ-উপগ্রহের ছবিতে ধরা পড়া চীনের দূষণ হ্রাসের অন্যতম কারণ করোনা ভাইরাস৷ করোনার প্রাদুর্ভাবের পর চীনে অনেক কারখান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/NASA
নাসার ছবি
অ্যামেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তোলা এই ছবি দুটি প্রকাশ করেছে৷ রোববার প্রকাশিত ছবি দুটিতে মাত্র এক মাসের ব্যবধানে চীনের বায়ু দূষণ হ্রাসের স্পষ্ট চিত্র পাওয়া যায়৷
ছবি: picture-alliance/dpa/NASA
নাইট্রোজেন ডাইঅক্সাইড (এনও২) হ্রাস
নাসা ও ইএসএ-র দূষণ নজরদারি স্যাটেলাইট চীনের বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইড উল্লেখযোগ্য হারে হ্রাসের তথ্য দিয়েছে৷ গাড়ি, পাওয়ার প্ল্যান্ট এবং কলকারখানার ধোঁয়া থেকে সবচেয়ে বেশি নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসে মেশে৷
ছবি: World Press Photo Foundation/Lu Guang
উহানে সবচেয়ে বেশি দূষণ হ্রাস
চীনের উহান নগরীতে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়৷ করোনার কারণে কার্যত অচল উহানের কাছের বাতাসেই প্রথম নাইট্রোজেন ডাইঅক্সাইড হ্রাস পায়৷
ছবি: Reuters
প্রথম এতটা নাটকীয় পরিবর্তন
চীনা নববর্ষে চীনে এক সপ্তাহ ছুটি থাকে৷ ওই সময় কলকারখানা বন্ধ থাকায় সাধারণত দেশটিতে এই সময়ে বায়ু দূষণ কমে আসে৷ তবে এবারের মতো নাটকীয় পরিবর্তন আগে কখনো দেখেননি বলে জানান নাসার বায়ু গবেষক ফেই লিউ৷
ছবি: Reuters/A. Song
লাখো মানুষ ‘কোয়ারেন্টাইনে’
ডিসেম্বরে প্রাদুর্ভাবের পর চীনে ৮৫ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন৷ এছাড়া কোয়ারেন্টাইনে থাকতে লাখ লাখ মানুষ বাড়ির ভেতরে নিজেদের বন্দি করে রেখেছেন৷ করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ‘ডায়মন্ড প্রিন্সেস’ নামে এই প্রমোদতরীর আরোহীদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়৷
ছবি: picture-alliance/Xinhua/Du Xiaoyi
মৃত তিন হাজার
ডিসেম্বরে উহানে প্রাদুর্ভাবের পর গত দুই মাসে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে৷ নানা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের পরও প্রাণঘাতী এই ভাইরাসকে আটকানো যায়নি৷ বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে৷
ছড়িয়েছে ৬০টি দেশে
প্রতিদিনই নতুন নতুন দেশে করোনা সংক্রমণ শনাক্তের খবর পাওয়া যাচ্ছে৷ এখন পর্যন্ত প্রায় ৬০টি দেশে করোনা শনাক্ত হয়েছে৷ তার মধ্যে চীন ছাড়া ইরান, দক্ষিণ কোরিয়া ও ইতালিতে করোনা ভাইরাস মারাত্মক রূপ নিয়েছে৷ ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/C. Ena
7 ছবি1 | 7
চীনে করোনার প্রকোপ ক্রমশ কমছে। মঙ্গলবার দেশের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন করে ১২৬ জনের শরীরে জীবাণু মিলেছে। কিন্তু চীন ক্রমশ স্বাভাবিক হতে শুরু করলেও বাকি বিশ্বের অবস্থা ভয়াবহ। দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ৬০০ জনের শরীরে ভাইরাস মিলেছে। নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা প্রতিদিন বাড়ছে সেখানে। সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে। ইরানেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। আটকে যাওয়া এক ছাত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‘বহু কাশ্মীরি ছাত্র ইরানে আটকে আছেন। কিন্তু এখনও পর্যন্ত আমাদের ফেরানোর কোনও ব্যবস্থা করা হয়নি।’’
এমন পরিস্থিতিতে ফের দুশ্চিন্তা এবং উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সাংবাদিক বৈঠক করে সংস্থার ডিরেক্টর জেনারেল বলেন, গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভাইরাস। প্রত্যেক দেশের কাছে আবেদন, ভাইরাস ছড়ানোর আগে তা মোকাবিলার ব্যবস্থা করা হোক। যদিও অপেক্ষাকৃত গরিব দেশ যে চীনের মতো করোনার মোকাবিলা করতে পারবে না, তা বুঝতে পারছে বিশেষজ্ঞ মহল। যে কারণে করোনা ভাইরাস মোকাবিলায় বিশেষ প্রস্তাব নিতে পারে জি সেভেনের সাতটি শক্তিধর দেশ। আজ, মঙ্গলবার অথবা বুধবার তাদের যৌথ বিবৃতি প্রকাশিত হতে পারে বলে সূত্র জানিয়েছে।
করোনা ভাইরাস মোকাবেলায় ইরান কতটা প্রস্তুত
চীনের পর ইরানেই করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে৷ করোনা ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে দেশটির সরকার এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি৷
ছবি: picture-alliance/AP Photo/E. Noroozi
আক্রান্তের সংখ্যা
ইরানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, আক্রান্ত ১৩৯৷ তবে ধারণা করা হচ্ছে, সরকারি হিসাবের চেয়ে আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি৷ সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণে এবং সহায়তা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দলের ইরান যাওয়ার কথা৷
ছবি: Yjc
যেখানে ছড়িয়েছে
ইরানে প্রথম করোনা শনাক্ত হয় কোম নগরীতে৷ পরে তা রাজধানী তেহরান এবং গিলানেও ছড়িয়ে পড়ে৷ এখন প্রায় পুরো দেশ জুড়েই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে৷ সরকার থেকে কোম ভ্রমণে না যাওয়ার এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে৷
ছবি: picture-alliance/ZUMAPRESS.com/R. Fouladi
‘কোয়ারেন্টাইন’ জরুরি
করোনা ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায়৷ তাই কোথাও এর প্রাদুর্ভাব হলে পুরো এলাকা এমনকি নগরী অবরুদ্ধ করে ফেলা হচ্ছে৷ কিন্তু ইরান সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি৷
ছবি: Hamshahri
উপাসনালয় খোলা
তেহরানে স্কুল-কলেজ, খেলার মাঠ, সিনেমা হল, গ্যালারি বন্ধ করে দেওয়া হলেও উপাসনালয়গুলো খোলা রাখা হয়েছে৷
ছবি: Mehr/M. Bakhshi
‘গুজব’ ছড়ানোয় গ্রেপ্তার
করোনা ভাইরাস নিয়ে অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগে ইরানে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এএফপি৷ আরো ১১৮ জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে৷
ছবি: picture-alliance/Zuma Press/R. Fouladi
করোনা মোকাবেলা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ইরানকে করোনা ভাইরাস শনাক্তের যন্ত্র (কিট) এবং দেশটির স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করছে৷ এখন পর্যন্ত ডাব্লিউএইচও’র চারটি চালান দেশে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়৷
করোনা ভাইরাস শনাক্ত হওয়া অন্যান্য দেশগুলোর মতো ইরানেও লোকজন ওষুধের দোকানে লাইন ধরে দাঁড়িয়ে মাস্ক কিনছেন৷ যদিও স্বাভাবিকের চেয়ে প্রায় ১০ গুণ বেশি দামে৷ ইরান দীর্ঘমিত্রতার প্রতীক হিসেবে চীনে ৩০ লাখ মাস্ক পাঠিয়েছিল৷ এ কারণে দাম বেড়ে গেছে বলে ক্ষোভ অনেক নাগরিকের৷
ছবি: picture-alliance/AP Photo/E. Noroozi
প্রতিবেশী দেশগুলো সতর্ক
ইরান এখনো পর্যন্ত বিদেশিদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেনি৷ তবে প্রতিবেশী তুরস্ক, পাকিস্তান ও ইরাক ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করেছে৷ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত ইরানের সব ফ্লাইট স্থগিত করেছে৷
ছবি: picture-alliance/dpa/AP/A. Khalil
8 ছবি1 | 8
করোনা নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভারতে। রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের খবর পাওয়ার পরে আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় জয়পুরের খবর আসার পরে আতঙ্ক আরও বাড়ে। এই নিয়ে ভারতে মোট ছ'জন করোনা আক্রান্ত হলেন। তবে এর আগে যে তিনজনের শরীরে জীবাণু মিলেছিল, তাঁরা সকলেই চীন থেকে এসেছিলেন। বিমানবন্দরে নামার পরেই তাঁদের আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সোমবার যে তিনজনের শরীরের করোনা ভাইরাস মিলেছে, তাঁরা এত দিন ধরে স্বাভাবিক জীবনযাপন করেছেন। রাস্তাঘাটে ঘুরেছেন। এ বিষয়টি নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রক অবশ্য জানিয়েছে, ওই ব্যক্তিরা যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সকলকেই খুঁজে বার করে পরীক্ষা করার চেষ্টা হচ্ছে। জয়পুরের ইটালীয় পর্যটক যত জন চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সকলকে আইসোলেশনে নিয়ে গিয়ে পরীক্ষা করা হচ্ছে। গত ২৫ তারিখ এয়ার ইন্ডিয়ার বিমানে তিনি ভিয়েনা থেকে দিল্লি এসেছিলেন। সেই বিমানের প্রত্যেক কর্মীকে আগামী কয়েকদিনের জন্য গৃহবন্দি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এ ভাবে কি করোনার মোকাবিলা করা যাবে? বিভিন্ন মহলে বার বার সে প্রশ্ন উঠছে। স্বাস্থ্যমন্ত্রকের অবশ্য দাবি, করোনা মোকাবিলার সমস্ত ব্যবস্থাই নেওয়া হয়েছে।
এ দিকে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান থেকেও করোনা আক্রান্তের খবর মিলেছে। এখনও পর্যন্ত সে দেশে দু'জন আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ অবশ্য এখনও করোনা মুক্ত। তবে ইন্দোনেশিয়াতেওকরোনা সংক্রমণ ঘটেছে। দেশের প্রধানমন্ত্রী সে কথা ঘোষণা করার পরে জাকার্তায় সুপারমার্কেটে হুড়োহুড়ি পড়ে যায়। সকলেই ভবিষ্যতের জন্য খাবার সংগ্রহ করতে শুরু করেন।