1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে আসছেন জেমস বন্ড

Sanj১৮ এপ্রিল ২০১১

এবার জেমস বন্ড আসছেন ভারতে! না কোন গোপন মিশন নিয়ে নয়, সিনেমার শ্যুটিং করতে৷ এই ছবিতেই থাকছে বন্ডের স্পেশাল মিশন এবং দুর্ধর্ষ অ্যাকশন৷ সব ঠিক থাকলে ড্যানিয়েল ক্রেইগকে ভারতে দেখা যাবে আগামী বছরেই৷

পেশার স্বার্থে গোটা পৃথিবী চষে বেড়াতে হয় জেমস বন্ড’কেছবি: 2006 Sony Pictures

তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি৷ জানা গেছে, জেমস বন্ড সিরিজের ২৩ তম ছবির শ্যুটিং এর জন্য সম্ভাব্য দুই জায়গা ভারত এবং দক্ষিণ আফ্রিকা৷ মুম্বই এবং ম্যাঙ্গালোরের মাঝামাঝি কোনকান রেলপথের আশেপাশের কোন এক জায়গা হতে পারে জেমস বন্ড ছবির সম্ভাব্য শ্যুটিং লোকেশন৷ ছবির নাম এখনও ঠিক হয়নি, চিত্রনাট্য তৈরির কাজ আপাতত চলছে৷ সব কিছু ঠিক থাকলে আগামী বছরেই শ্যুটিং শুরু হবে৷ এই ছবিতেও বন্ড চরিত্রে থাকছেন ড্যানিয়েল ক্রেইগ৷ এছাড়া বন্ড এর বস চরিত্রে ফিরছেন প্রখ্যাত অভিনেত্রী জুডি ডেন্চ৷ এবারের জেমস বন্ড ছবির পরিচালক হিসেবে থাকছেন অস্কার জয়ী ‘অ্যামেরিকান বিউটি' ছবির পরিচালক স্যাম মেনডেস৷

এর আগে জেমস বন্ড’এর ভূমিকায় রজার মুর ভারতে ‘অক্টোপুসি’ ছবির শুটিং করেছিলেন

এর আগে আরও একবার জেমস বন্ড এসেছিলেন ভারতে৷ ১৯৮৩ সালের ‘অক্টোপাসি' ছবির শ্যুটিং হয়েছিলো আগ্রা এবং উদয়পুরে৷ তখন বন্ড চরিত্রে ছিলেন হলিউডের বিখ্যাত অভিনেতা রজার মুর৷ সেই ছবিতে তখন অভিনয় করেছিলেন ভারতীয় অভিনেতা কবির বেদি এবং টেনিস তারকা বিজয় অমৃতরাজ৷ তবে এবারের জেমস বন্ড ছবিতে কোন ভারতীয় শিল্পী থাকছেন কিনা সেটি জানা যায় নি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ