ভারতে আসার পথে জাহাজ অপহরণ হুতি বিদ্রোহীদের
২০ নভেম্বর ২০২৩ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, ওই জাহাজটি ইসরায়েলের নয়। প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, ওই জাহাজটি ব্রিটিশ কোম্পানির। তা জাপানের একটি সংস্থা চালায়। জাহাজের কর্মীরা ইউক্রেন, বুলগেরিয়া, ফিলিপিন্স ও মেক্সিকোর মানুষ। ইসরায়েলের কেউ নেই।
ইসরায়েলের সেনা জানিয়েছে. দক্ষিণ লোহিত সাগরে ইয়েমেনের কাছে এই জাহাজটি হুতি বিদ্রোহীরা অপহরণ করে। তুরস্ক থেকে জাহাজটি ভারতে যাচ্ছিল।
হুতির সামরিক মুখপাত্র সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে তারা আক্রমণ চালিয়ে যাবে। যতক্ষণ গাজায় ইসরায়েলি আক্রমণ শেষ না হচ্ছে, ততক্ষণ এই আক্রমণ চলবে। গাজা ও ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি আক্রমণ বন্ধ করতে হবে।
আর ইসরায়েল বলেছে, এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া হবে। তারা জানিয়েছে, এটা ইরানের সন্ত্রাসী কাজকর্মের আরেকটি উদাহরণ। বিশ্বজুড়ে এর প্রতিক্রিয়া হতে বাধ্য।
জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)