1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে ইসরায়েলের সাংস্কৃতিক-কূটনীতি

শীর্ষ বন্দোপাধ্যায়, কলকাতা১৭ জুন ২০১৩

প্রশাসনিক পর্যায়ে বৈঠক তো ছিলই৷ কিন্তু তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতা সম্পর্ক স্থাপন এবং বাণিজ্যিক গাঁটছড়া বাঁধতে প্রয়াসী হলো ইসরায়েল৷

ছবি: Dahlia

এটা নেহাতই সমাপতন যে দুটি ঘটনা প্রায় একই সময়ে ঘটল৷ কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে প্রায়ই নির্যাতিত হচ্ছেন মহিলারা, লুণ্ঠিত হচ্ছে নারীর সম্মান এবং প্রশাসন কার্যত নিশ্চুপ, নিষ্ক্রিয়, সেখানে ইসরায়েলের একটি সাংস্কৃতিক গোষ্ঠী কলকাতায় বলে দিয়ে গেল, নারী শক্তির জাগরণই ওই নির্যাতন ও সম্মানহানি ঠেকানোর একমাত্র পথ৷ আইসিসিআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর কলকাতাস্থ রবীন্দ্রনাথ টেগোর সেন্টারের সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে, ইসরায়েলি কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীদের দল কিন্ডলিং সম্প্রতি যে অনুষ্ঠানটি করে গেল, তার মৌলিক ভাবনায় ছিল ভারতীয় নারী৷ এই বিষয়ে তথ্য সংগ্রহের জন্য কিন্ডলিংয়ের শিল্পীরা গত দু'মাস কাটিয়েছেন হিমাচল প্রদেশে৷ সেখানে নারীদের সামাজিক অবস্থান এবং দৈনন্দিন জীবনযাত্রায় তাদের ভূমিকা খুব কাছ থেকে দেখেছেন৷ সেই পর্যবেক্ষণের ফসল প্রায় দু'ঘণ্টার একটি নৃত্য-কোলাজ, ভারতীয় নারীর জীবনের কিছু খণ্ডমুহূর্তের নকশিকাঁথা৷

ইসরায়েলি কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীদের দল কিন্ডলিং পশ্চিমবঙ্গে একটি অনুষ্ঠান করেছে (ফাইল ছবি)ছবি: zisek

ইসরায়েলের বিশিষ্ট কোরিওগ্রাফার শাকেড ডাগান এই সাংস্কৃতিক প্রযোজনাটির ধাত্রী মা ছিলেন৷ শুধু ইসরায়েলি নৃত্যশৈলী নয়, পোলিশ, ডাচ এবং মার্কিন ঘরানার নাচও তার সঙ্গে মিশে আছে, ভারতে যার সঙ্গে সংযোজিত হয়েছে কত্থক৷ শাকেড ডাগান বললেন, ইসরায়েল যুদ্ধ চায় না৷ বিশ্বজুড়ে শান্তি চায়৷ আর চায় আন্তর্জাতিক সাংস্কৃতিক মৈত্রী৷ সেই বার্তা দিতেই তাঁরা কলকাতায় এসেছেন ঠিক সেই সময়ে, যখন ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত আলেন উশপিজ কলকাতায় এসেছেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কিছু বাণিজ্যিক ও কারিগরি সহায়তা চুক্তি নিয়ে আলোচনা করতে৷ লক্ষণীয়, একদিকে ইসরায়েলের পক্ষ থেকে সাংস্কৃতিক বার্তা নারীশক্তির জাগরণের, অন্যদিকে কৃষিপ্রধান পশ্চিমবঙ্গের জন্য ইসরায়েলি প্রস্তাব, কৃষিপ্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার৷ রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে এক দীর্ঘ আলোচনায় ঠিক হয়েছে, এই রাজ্যের কৃষকদের স্বভাবজাত দক্ষতার সঙ্গে উন্নত প্রযুক্তির মেলবন্ধন ঘটাবেন ইসরায়েলি কৃষি বিশেষজ্ঞরা৷

উল্লেখ্য, বিশ্বের অনেক জায়গাতেই আজকাল ইসরায়েলের কৃষি মডেল অনুসরণ করা হয়, যেখানে কৃষিকাজে জলের জোগান কম লাগে বা সবজি চাষে টিশু কালচার পদ্ধতি কাজে লাগানো হয়৷ ভারতেও এর আগে হরিয়ানা, রাজস্থান, কর্নাটক, তামিলনাড়ুতে এই ইসরায়েলি পদ্ধতির চাষ শুরু হয়েছে৷ এবার পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে সারা পূর্ব ভারতেই এই পদ্ধতিকে সুলভ ও জনপ্রিয় করে তোলা হবে৷ ইসরায়েলি রাষ্ট্রদূত আলেন উশপিজ এর আগেও একবার পশ্চিমবঙ্গে এসে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে গিয়েছিলেন৷ সেইসময় মুখ্যমন্ত্রী তাঁকে প্রস্তাব দেন, এই রাজ্যে যৌথ উদ্যোগে একটি কৃষি উৎকর্ষ কেন্দ্র গড়ার জন্য৷ সেই প্রাথমিক আলোচনাটিই এবার চূড়ান্ত রূপ পেয়েছে৷ কৃষিমন্ত্রী জানিয়েছেন, হুগলির আদি সপ্তগ্রামে দু'একর জমি দেবে সরকার, যেখানে সরকারি কৃষিখামারটিকে উৎকর্ষ কেন্দ্রের পর্যায়ে উন্নীত করা হবে৷

অনুষ্ঠানের মৌলিক ভাবনায় ছিল ভারতীয় নারী (ফাইল ছবি)ছবি: Naomi Roff Cohn/Jerusalem Foundation

জানা গিয়েছে, এই কৃষি উৎকর্ষ কেন্দ্র নিয়ে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট ইসরায়েল সরকারকে ইতোমধ্যেই পাঠানো হয়েছে৷ সেটি খতিয়ে দেখে কিছুদিনের মধ্যেই মতামত দেবে ইসরায়েল সরকার৷ অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সুগন্ধী বাসমতী চাল রপ্তানি নিয়েও ইসরায়েলের সঙ্গে কথা হয়েছে৷ এ ছাড়া কিছু মরশুমি রসাল ফল, যেমন আম, লিচু, আনারস নিয়মিত রপ্তানির প্রস্তাবও রাজ্য সরকারের তরফ থেকে ইসরায়েলকে দেওয়া হয়েছে৷ ইসরায়েল বলেছে, ১০ দিনের মধ্যে ফলগুলির নমুনা পাঠাতে৷

ইসরায়েলি রাষ্ট্রদূত ইশপিজ কলকাতার নারকেলডাঙায় ইহুদিদের যে সমাধিক্ষেত্র আছে, সেখানে গিয়ে সম্প্রতি প্রয়াত ডেভিড নাহুমের সমাধিতে শ্রদ্ধা জানান৷ এই ডেভিড নাহুম ছিলেন কলকাতার নিউ মার্কেটের বিখ্যাত কেক-পেস্ট্রির দোকান, শতাব্দীপ্রাচীন নাহুমস-এর প্রতিষ্ঠাতা এবং এই শহরের ইহুদি সমাজের বয়োজ্যেষ্ঠ অভিভাবকের মতো৷ রাষ্ট্রদূত ইশপিজ বলেন, কলকাতায় বসবাসরত প্রবীণ ইহুদি পরিবারগুলি যে আদর-যত্ন এবং সম্মান পায় সহ-নাগরিকদের থেকে, বিশ্বের খুব কম জায়গাতেই তেমনটা হয়৷ উল্লেখ্য, কলকাতায় ইহুদি সম্প্রদায়ের মালিকানাধীন কিছু ঐতিহ্যশালী প্রাচীন ভবনের সংস্কার এবং রক্ষণাবেক্ষণেও অর্থসাহায্য করে ইসরায়েল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ