1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে খরা

৩১ জুলাই ২০১২

কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠীর এক বিশেষ কমিটি ভারতে খরা পরিস্থিতির মোকাবিলায় কী কী জরুরি ব্যবস্থা নেয়া দরকার, তা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেন৷ কারণ ২৫ জুলাই পর্যন্ত ভারতে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৫% কম৷

ছবি: AP

দিল্লির আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, জুলাই মাস পর্যন্ত দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে ২৫ শতাংশ কম৷ মহারাষ্ট্র, কর্নাটক, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, পশ্চিম রাজস্থানে খরা অবস্থা ঘোষণা করা হয়েছে৷ বৃষ্টি কম হওয়ায় হিমাচল ও উত্তরাখন্ডের মতো জলবিদ্যুতের ওপর নির্ভরশীল রাজ্যগুলির সামনে বিদ্যুৎ সংকট আসন্ন৷ সেখানকার নদীগুলিতে অল্প বৃষ্টির দরুণ জলের মাত্রা নেমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছেনা৷ সেচের জন্য জলাধারগুলিতে যথেষ্ট জলও নেই৷

খরা পরিস্থিতির মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে মঙ্গলবার দিল্লিতে বসে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর নেতৃত্বে বিশেষ মন্ত্রীগোষ্ঠীর বৈঠক৷ স্থির হয়, প্রাথমিকভাবে সরকার জোর দেবে গবাদি পশুর খাদ্য, সেচ ও পানীয় জলের ব্যবস্থাপনা, কৃষিকাজের জন্য বিদ্যুৎ ও ডিজেলের ওপর ভর্তুকি বাড়ানো, কৃষি উৎপাদন উপকরণের দাম বৃদ্ধি রোধ ইত্যাদিতে৷

কেন্দ্রীয় কৃষি সচিবের মতে, ২০১২-১৩ সালের খাদ্যশস্য উৎপাদন কখনই গত বছরের মতো হবেনা৷ গত বছর হয়েছিল ২৬ কোটি টন৷ এবছরে খরিফ মরশুমে ধান চাষের এলাকা ১০ শতাংশ, মোটা দানা শস্য ২৩ শতাংশ এবং তুলো চাষের এলাকা ৭ শতাংশ কম৷

পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান বলেন, সবথেকে চিন্তার বিষয় রাজস্ব ঘাটতি৷ বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭.৫ শতাংশ৷ সেটা বর্তমান অবস্থায় মোটেই সম্ভব নয়৷ বড়জোর হবে ৬ থেকে ৬.৫ শতাংশ৷ গ্রামীণ আয় মার খাওয়ায় আর্থিক সংস্কার স্থগিত রাখতে হবে৷ অর্থনীতি ও রাজনৈতিক বাধ্যবাধকতার মধ্যে একটা ফাঁক থেকে যাবে৷ তাই এই দুয়ের মধ্যে কীভাবে সামঞ্জস্য রাখা যায়, সেটা দেশের নেতৃত্বকে ভাবতে হবে৷

উল্লেখ্য, ভারতের ১২৫ কোটি লোকের মধ্যে ৬০ কোটি লোক কৃষি-নির্ভর৷ দুই-তৃতীয়াংশ জমি বৃষ্টি-নির্ভর৷ কিন্তু বৃষ্টিপাতের ধরণধারণ বদলে যাচ্ছে৷ বাড়ছে খামখেয়ালিপনা৷ আবহাওয়াবিদদের বৃষ্টির পূর্বাভাষ মিলছেনা৷ উপ-মহাদেশে বৃষ্টিপাতের পরিবর্তন কেন হচ্ছে, তার সম্ভাব্য কারণ গত ৬০ বছরে বায়ুমন্ডলের তাপমাত্রা বাড়ছে, গলছে হিমালয়ের হিমবাহ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ