1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়া-ইউরোপ সম্মেলন

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৩ নভেম্বর ২০১৩

ভারতে একাদশতম এশিয়া-ইউরোপ সম্মেলনে যোগ দেন ৩৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা৷ মত বিনিময় হয় বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে৷ সম্মেলনের বক্তব্য, সমাধানের জন্য দরকার সদস্য দেশগুলির মধ্যে ফলাফল-ভিত্তিক সহযোগিতা৷

Der amtierende Bundesaußenminister Guido Westerwelle (FDP, r) nimmt am 11.11.2013 in Neu Delhi (Indien) am ASEM-Treffen teil. Auf seiner letzten großen Auslandsreise besucht der Minister Indien und anschließend die Vereinigten Arabischen Emirate. Foto: Rainer Jensen/dpa
ছবি: picture-alliance/dpa

দিল্লির লাগোয়া গুরগাঁওতে একাদশ ‘আসেম' বা এশিয়া-ইউরোপের সংলাপ সম্মেলনে যোগ দেন ৩৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ ৫১টি সদস্য দেশের প্রতিনিধিরা৷ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বিশ্বের বৃহত্তম কূটনৈতিক সমাবেশ এটা৷ এর উদ্বোধন করে ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি তাঁর বক্তব্যে বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে আজকের বিভিন্ন বহু-পাক্ষিক কাঠামোকে পথ দেখাতে পারে আসেম৷ তাঁর মতে, এর বার্তা শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রসারিত করতে হবে সদস্য দেশগুলির জনগণের মধ্যে৷ উন্নয়নের অংশীদার হিসেবে সেতুবন্ধন রচনা করতে হবে সুশীল সমাজের সঙ্গে৷

দুটি পূর্ণাঙ্গ অধিবেশনের প্রথমটিতে মত বিনিময় হয় অর্থনৈতিক এবং ধারাবাহিক উন্নয়ন নিয়ে এবং দ্বিতীয়টিতে অ-চিরাচরিত নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে৷ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সলমান খুরশিদ বলেন, রাজনৈতিক সংলাপের ঘোষণাপত্রের ঊর্ধ্বে বাস্তব ফলাফল লাভের কৃতসংকল্পতাই হওয়া উচিত মূলমন্ত্র৷ জোর দেন সন্ত্রাস মোকাবিলায় আন্তর্জাতিক প্রয়াসের ওপর৷ পূর্ণাঙ্গ অধিবেশনের পাশাপাশি চলে দ্বিপাক্ষিক এবং ত্রিপাক্ষিক বৈঠক৷

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ফটো)ছবি: AP

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে এক একান্ত বৈঠকে ভারত-বাংলাদেশের বকেয়া ইস্যুগুলির সমাধানে খুরশিদ ফের জোর দেন বাংলাদেশের সঙ্গে স্থলসীমা চুক্তি বাস্তবায়িত করতে মনমোহন সিং সরকার অঙ্গিকারবদ্ধতার ওপর৷ এ জন্য আগামী ৫ই ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনে সরকার সংবিধান সংশোধনী বিল আনবে৷ আলোচনা হয় বাংলাদেশের প্রাক-নির্বাচন পরিস্থিতি, ভারত থেকে বিদ্যুৎ সরবরাহে সে দেশের মানুষ কতটা উপকৃত হয়েছে, তা নিয়ে৷ উঠে আসে চট্টগ্রামে ভারতীয় মিশনে বোমা বিস্ফোরণ এবং অন্যান্য দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়৷ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ঘরোয়া রাজনীতির চাপে প্রতিবেশী দেশগুলির সঙ্গে মনমোহন সিং-এর বিদেশ নীতিতে কাজ হচ্ছে না৷ শ্রীলঙ্কায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন বর্জন করা নিয়েও কংগ্রেসের ভেতরে ও বাইরে প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রীকে৷ বলা হচ্ছে, নির্বাচনী স্বার্থে এটা করা হলে তাতে ভারতের পররাষ্ট্র নীতির দুর্বলতাই প্রকট হবে৷

অধিবেশনের আগের দিন রাশিয়া-ভারত-চীনের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বাদশ বৈঠকে স্থিতিশীল ও সন্ত্রাসমুক্ত আফগানিস্তানের জন্য ভারতের সঙ্গে গলা মেলান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই৷ কূটনৈতিক সূত্রে বলা হয়, খুরশিদ মনে করেন আজকের সন্ত্রাস যেভাবে উচ্চ-প্রযুক্তির সুযোগ নিচ্ছে তা রীতিমত উদ্বেগের কারণ হয়ে উঠেছে৷ আফগানিস্তানের সুস্থিতি আজ সন্ত্রাসের কবলে৷ আফগান সরকার সব বিরোধী শক্তিগুলির সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরু করেছে, তবে প্রক্রিয়ার চালিকা শক্তি হবে আফগান সরকার এবং কর্ণধার হবে আফগান সরকার – দেশের সংবিধানের কাঠামোর মধ্যে থেকে৷

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ ও চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই-র মধ্যে বৈঠকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্য দিয়ে ২,০০০ কিলোমিটার দীর্ঘ এক বাণিজ্য করিডর নির্মাণে চীনের সহযোগিতা নিয়ে কথা হয়, এমনটাই শোনা গেছে৷ ভারতের পক্ষে স্বভাবতই তা মেনে নেয়া কঠিন হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ