1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে ঐতিহাসিক কৃষক মিছিল

১২ মার্চ ২০১৮

কারো খালি পা, কারো পরনে নেই জামা৷ ছয় দিন ধরে লাগাতার মিছিল করে হাজার হাজার কৃষক পৌঁছেছেন মুম্বইয়ে৷ নিজেদের দাবি জানাতে৷ ঐতিহাসিক ঘটনার সাক্ষী ভারত৷

Indien Proteste der Bauern
ছবি: Imago/Hindustan Times/R. Choudhary

রবিবার সকালে পশ্চিমবঙ্গের এক স্বনামধন্য সাংবাদিক ফেসবুকে স্টেটাস আপডেট দিয়েছিলেন ‘ইটস স্প্রিং টাইম', অর্থাৎ বসন্ত এসে গেছে৷ সঙ্গের ছবিতে ছিল দিগন্ত বিস্তৃত লাল পতাকায় ঢাকা কৃষকদের মিছিল৷ মুহূর্তের মধ্যএ যে পোস্ট ভাইরাল হয়ে যায়৷

গত ৬ মার্চ ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক থেকে হাজার হাজার কৃষক মিছিল শুরু করেন৷ তাঁদের লক্ষ্য ছিল, ছয় দিনে ১৮০ কিলোমিটার পথ অতিক্রম করে তাঁরা মুম্বইয়ে রাজ্যের বিধানসভা ভবনে পৌঁছবেন এবং বিধানসভা ঘেরাও করে নিজেদের দাবি জানাবেন৷ সোমবার সকালে তাঁরা বিধানসভার সামনে এসে পৌঁছেছেন৷ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরণবীশ জানিয়েছেন, তিনি কৃষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন৷ ঠিক কত সংখ্যক কৃষক মিছিলে এসেছেন তা নিয়ে ধোঁয়াশা আছে এখনো৷ পুলিশের রিপোর্ট অনুযায়ী ১০ হাজার৷ সংগঠনের হিসেব ৫০ হাজার৷ আর সংবাদমাধ্যমের অনুমান ৩৫ হাজার৷ প্রত্যক্ষদর্শীদের মতে, সংখ্যাটি কোনো ভাবেই ৩৫ থেকে ৪০ হাজারের কম নয়৷

এত বড় কৃষক মিছিল তেভাগা আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছে...ছবি: REUTERS

গত দু'বছর গোটা গরমকাল জুড়ে খড়া দেখেছে মহারাষ্ট্র৷ খেতের ফসল খেতেই নষ্ট হয়েছে৷ কিন্তু ফসল ফলানোর জন্য ব্যাংকের থেকে লোন নিয়েছিলেন কৃষকরা৷ ফসল নষ্ট হয়ে যাওয়ায় অনেকেই ধার শোধ করতে পারেননি৷ ব্যাংকগুলিও তাদের ওপর চাপ দিতে থাকে৷ ফলে বেশ কিছু কৃষক গত দু'বছরে আত্মহত্যা করতে বাধ্য হন৷ মূলত এই বিষয়টিকে সামনে রেখে এ বছরের গোড়া থেকেই আন্দোলনের প্রস্তুতি শুরু করেন মহারাষ্ট্রের কৃষকেরা৷ তাঁরা বলেছিলেন, বিজয় মালিয়া, আমবানি, আদানিরা ঋণ শোধ না করলে সমস্যা হয় না৷ কিন্তু কৃষকেরা কয়েক লক্ষ টাকা শোধ করতে না পারলে তাঁদের জীবন দুর্বিসহ করে দেয় ব্যাংকগুলি৷ ফলে তাঁরা সিদ্ধান্ত নেন, দাবি না মানলে এ বছর কেউ জমিতে নতুন বীজ ফেলবেন না৷ কৃষকদের পাশে দাঁড়ায় ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বা সিপিএমের কৃষক সংগঠন৷ মূলত সেই সংগঠনের নেতৃত্বে এবং আরো কিছু বাম সংগঠনের সহায়তায় ছয় দিনব্যাপী মিছিলের পরিকল্পনা হয়৷ কংগ্রেসও কৃষকদের মিছিলের প্রতি সহানুভূতি জানায়৷

এত বিপুল কৃষকের মিছিল এত দিন ধরে এর আগে দেখেনি ভারত৷ সাধারণত, এ ধরনের মিছিল বিরক্তই করে শহরের মানুষকে৷ কিন্তু এ বার সে দৃশ্যও বদলে গিয়েছে৷ গ্রাম থেকে শহরে প্রবেশ করার পর দেখা গিয়েছে, থানের মতো উচ্চবিত্তের এলাকাতেও স্থানীয় মানুষ প্রচুর পরিমাণ খাবার নিয়ে কৃষকদের কাছে যাচ্ছেন৷ খাওয়াচ্ছেন৷ তাঁদের সঙ্গে কথা বলছেন৷ এমনকি, সেল্ফি তোলারও ধুম পড়ে যায়৷ কৃষকেরা থানে থেকে বিধানসভার দিকে মিছিল শুরু করলে বাড়ির ছাদ থেকে তাঁদের উপর পুষ্পবৃষ্টি করা হয়৷ অন্যদিকে স্কুলের পরীক্ষার কথা মাথায় রেখে কৃষকেরাও সকালবেলা তাঁদের মিছিল বন্ধ রাখেন৷ ছাত্ররা স্কুলে পৌঁছে যাওয়ার পর তাঁরা মিছিল শুরু করেন৷

কৃষকদের দাবি, শোধ করতে না পারা ঋণ মকুব করতে হবে৷ জমির ওপর কৃষকের দাবি পূরণ করতে হবে৷ ফসলের ন্যূনতম দাম ধার্য করতে হবে৷ কৃষকদের জন্য পেনশনের ব্যবস্থা করতে হবে এবং কৃষকের অধিকারকে স্বীকৃতি দিতে হবে৷ অধিকাংশ বিশেষজ্ঞের মতে কৃষকদের প্রতিটি দাবিই ন্যায় সংগত৷ এদিকে, কৃষকদের এই বিপুল জমায়েত দেখে রাজনৈতিক দলগুলিও সুযোগ নেওয়ার চেষ্টা করছে৷ কড়া দক্ষিণপন্থি শিবসেনা থেকে শুরু করে অতিবামপন্থি নকশাল সংগঠন, সকলেই কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে৷ চাপের মুখে বিজেপি-র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরণবীশও কৃষকদের সঙ্গে কথা বলার এবং তাঁদের দাবি বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন৷

বস্তুত, এত বড় কৃষক মিছিল দেখে বহু সমাজবিজ্ঞানীই তেভাগা আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছেন৷ বলছেন, এভাবেই স্বতঃস্ফূর্ত কৃষক মিছিল ভয়াবহ আন্দোলনের চেহারা নিয়েছিল৷ সরকার গোড়াতেই কৃষকদের মন জিততে না পারলে যে কোনো সময় ঝড় উঠতে পারে বলে মনে করছেন তাঁরা৷

এসজি/ডিজি (রয়টার্স, এএনআই, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা)

প্রতিবেদনটি সম্পর্কে আপনার মন্তব্য লিখুন, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ