গত ২৪ ঘণ্টায় এক লাখ ১৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হলেন। সাত মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো।
বিজ্ঞাপন
যে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্বেগে রেখেছে, তা হলো করোনা বৃদ্ধির হার। গত ২৪ ঘণ্টায় করোনা বৃদ্ধির হার ছিল ২৮ শতাংশ। ২৭টি রাজ্যে করোনা লাফিয়ে বাড়ছে। তবে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন মহারাষ্ট্রে। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ২৬৫ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি।
দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। সেখানে ১৫ হাজার ২২১ জন একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন। দিল্লিতে হয়েছেন ১৫ হজার ৯৭ জন। চার নম্বরে আছে তামিলনাড়ু, যেখানে প্রায় সাত হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩০২ জন করোনা রোগী মারা গেছেন। বেশিরভাগই কেরালায়। সেখানে ২২১ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা কী বলছেন
চিকিৎসকরা জানাচ্ছেন, ওমিক্রন প্রচণ্ড ছোঁয়াচে বলে এত দ্রুত ছড়াচ্ছে। তবে মানুষের মনে ধারণা হয়েছে, ওমিক্রন ভাইরাস ডেল্টার মতো ভয়ংকর নয়। এর ফলে মানুষ কম মারা যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এমন ধারণা করে ওমিক্রনকে হালকা ভাবে নিলে বড় বিপর্যয় হতে পারে।
করোনা: কলকাতায় আবার শুরু কড়াকড়ি
নববর্ষের জন্য ছাড় ছিল। সোমবার থেকে কড়াকড়ি চালু পশ্চিমবঙ্গে। কলকাতা ঘুরে সেই ছবি তুলে আনলো ডিডাব্লিউ।
ছবি: Subrata Goswami/DW
কড়াকড়ি শুরু
বড়দিন ও নতুন বছরের উৎসবের জন্য পশ্চিমবঙ্গে কোনো কড়াকড়ি ছিল না। কড়াকড়ি শুরু হলো সোমবার থেকে। স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় পুরো বন্ধ। এমনই একটি বন্ধ স্কুলের ছবি।
ছবি: Subrata Goswami/DW
লোকাল ট্রেন সাতটা পর্যন্ত
লোকাল ট্রেন চলবে। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। যত বসার জায়গা আছে, তার অর্ধেক যাত্রী একটি কামরায় উঠতে পারবেন। কিন্তু সন্ধ্যা সাতটার পর আর ট্রেন চলবে না।
ছবি: Subrata Goswami/DW
কে নজরদারি করবে?
ট্রেনের কামরায় ৫০ শতাংশ যাত্রী আছেন না বেশি আছেন, তা কে দেখবে? সোমবার সকালেও স্টেশনে প্রচুর মানুষের ভিড় ছিল। গন্তব্যে পৌঁছনোর তাড়াও ছিল। এর আগেও দেখা গেছে, ট্রেনে ৫০ শতাংশ যাত্রীর বিষয়টি নিশ্চিত করা যায়নি।
ছবি: Subrata Goswami/DW
বাসেও পঞ্চাশ শতাংশ যাত্রী
বাসও ৫০ শতাংশ যাত্রী নিয়েই চলতে পারবে। সোমবার সকালে দেখা গেছে, বাসের সব সিট ভর্তি।
ছবি: Subrata Goswami/DW
চলবে অটো
কলকাতায় অটোরিক্স চলবে। সোমবার সকালের ছবি। প্রচুর অটো রাস্তায়। তবে সকালের দিকে যাত্রী কিছুটা কম।
ছবি: Subrata Goswami/DW
সরকারি, বেসরকারি অফিসে অর্ধেক কর্মী
সরকারি ও বেসরকারি অফিসে অর্ধেক কর্মী যাবেন, বাকি অর্ধেক বাড়ি থেকে কাজ করবেন। তা সত্ত্বেও অবশ্য অফিস টাইমে ভিড় কম ছিল না। দুয়ারে সরকারের মতো সরকারি অনেক প্রকল্পই আপাতত বন্ধ থাকবে।
ছবি: Subrata Goswami/DW
দোকান-বাজার খোলা
দোকান, বাজার, শপিং মল, মার্কেট কমপ্লেক্স সবই খোলা। কিন্তু মলের দোকানগুলিতে যত মানুষ যেতে পারেন, এখন তার অর্ধেক যেতে পারবেন।
ছবি: Subrata Goswami/DW
মাছর বাজারের ছবি
মানিকতলার মাছের বাজার। এমনি সময়ে ভয়ংকর ভিড় থাকে। সোমবার সকালে ভিড় নেই।
ছবি: Subrata Goswami/DW
সবজির বাজারে ভিড়
সোমবার সকালের ছবি। শাক-সবজির বাজারে যথেষ্ট ভিড়। করোনার দূরত্ব বিধি মানা হচ্ছে না।
ছবি: Subrata Goswami/DW
সিনেমা হলে ৫০ শতাংশ
সিনেমা হল খোলা। তবে মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা যাবে।
সব রেস্তোরাঁ, পানশালা রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। তবে যত বসার জায়গা আছে, তার অর্ধেক মানুষ সেখানে যেতে পারবেন।
ছবি: Subrata Goswami/DW
শ্মশানে, কবরস্থানে
শ্মশানঘাটে, কবরস্থানে, শেষকৃত্যের অনুষ্ঠানে কুড়িজনের বেশি মানুষ থাকতে পারবেন না।
ছবি: Subrata Goswami/DW
নিমতলার ছবি
নিমতলা শ্মশানঘাটের ছবি। প্রচুর মানুষ সোমবার সেখানে ছিলেন।
ছবি: Subrata Goswami/DW
রাত দশটা থেকে
রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে কার্ফিউ। জরুরি পরিষেবা ছাড়া কোনো ব্যক্তিগত গাড়ি চলবে না। জমায়েত হতে দেয়া হবে না।
ছবি: Subrata Goswami/DW
করোনার বাড়বাড়ন্ত
কলকাতা সহ পশ্চিমবঙ্গে করোনা দ্রুত ছড়াচ্ছে। রোববার পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ছয় হাজারের বেশি মানুষ। তিন হাজারের বেশি আক্রান্ত শুধু কলবকাতায়। কলকাতা পুলিশের দুই আইপিএস অফিসার সহ ৫০ জন কর্মী করোনায় আক্রান্ত। বাংলা ক্রিকেট টিমের সাতজন আক্রান্ত। তাও হুঁশ নেই মানুষের। রোববারও পথে নেমেছিল মানুষের ঢল। মেলা ভিড়ে ভিড়াক্কার।
ছবি: Subrata Goswami/DW
16 ছবি1 | 16
ফুসফুসের বিশেষজ্ঞ চিকিৎসক পার্থপ্রতিম বোস জানিয়েছেন, ''ওমিক্রনকে হালকাভাবে নেয়ার প্রশ্নই নেই। মনে রাখতে হবে, বয়স্ক মানুষ এবং যাদের কোমর্বিডিটি বা অন্য গুরুতর রোগ আছে, তাদের ক্ষেত্রে ওমিক্রন মারাত্মক হয়ে উঠতে পারে।'' পার্থপ্রতিমের পরামর্শ, ''মাস্ক অবশ্যই পরতে হবে। হাত ধোয়া বা স্যানিটাইজ করার কাজে ঢিলেমি দেয়া যাবে না। আর ভিড় এড়িয়ে যেতে হবে।''
চিকিৎসকরা জানাচ্ছেন, এত মানুষ আক্রান্ত হচ্ছেন, এতজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছেন যে, তার প্রভাব স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পড়তে শুরু করেছে। সেটা মাথায় রেখে সাবধান হওয়া খুবই জরুরি।
করোনা লাফিয়ে বাড়ছে, তাও বিধি ভেঙে বর্ষশেষের উৎসবে কলকাতা
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। সে সব উপেক্ষা করে বর্ষশেষের উৎসবে হাজারো মানুষ।
ছবি: Subrata Goswami/DW
উৎসবে মানুষের ঢল
করোনা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ৭৫২। দেশজুড়ে একদিনে করোনা বেড়েছে ৪৪ শতাংশ। ওমিক্রন ছড়াচ্ছে। কিন্তু কলকাতার মানুষ সে সব পাত্তা না দিয়ে, করোনা বিধি ভেঙে নেমে পড়েছেন বর্ষশেষের উৎসবে।
ছবি: Subrata Goswami/DW
কড়াকড়ি বাতিল
কলকাতায় করোনার কারণে রাতের কার্ফিউ ছিল। কিন্তু উৎসবের সময়ে রাতের কার্ফিউ বাতিল করা হয়েছে। বর্ষশেষ ও নতুন বছরের উৎসব শেষ হলে আবার ২ জানুয়ারি থেকে তা চালু হবে। কড়াকড়ি তুলে নেয়ার পর মানুষ ঝাঁপিয়ে পড়েছেন উৎসব পালন করতে।
ছবি: Subrata Goswami/DW
পার্ক স্ট্রিটে কাতারে কাতারে মানুষ
বড়দিন থেকে নতুন বছরের শুরুর দিনগুলিতে অসাধারণভাবে সেজে ওঠে পার্ক স্ট্রিট। আলো দিয়ে সাজানো হয় পুরো রাস্তা। বিশেষ অনুষ্ঠান হয়। এ বছর করোনার মধ্যেও পার্ক স্ট্রিটের রাস্তায় ভিড় জমিয়েছিলেন এবং জমাচ্ছেন কাতারে কাতারে মানুষ। করোনা ভুলে, ওমিক্রনকে আমল না দিয়ে তারা নেমে পড়েছেন রাস্তায়।
ছবি: Subrata Goswami/DW
সামাজিক দূরত্ব কোথায়?
পার্ক স্ট্রিটের ছবি এখন ভাইরাল। চিকিৎসকরা বলেন, করোনা ঠেকাতে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। কিন্তু পার্ক স্ট্রিট ভিড়ে ঠাসা। সেখানে সামাজিক দূরত্বের বিধি মানা সম্ভবই নয়।
ছবি: Subrata Goswami/DW
মাস্ক নেই
উৎসব করতে পথে নেমেছেন, অথচ, অনেকের মুখে মাস্ক নেই। এই বেপরোয়া কলকাতাবাসী ভুলে গেছেন, করোনা ছড়াচ্ছে, প্রতিদিন তার সংখ্যা বাড়ছে। ওমিক্রন আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব।
ছবি: Subrata Goswami/DW
চিড়িয়াখানায় প্রবল ভিড়
কলকাতা চিড়িয়াখানাও ভিড়ে ঠাসা। এতদিন ধরে ঘরবন্দি মানুষ এই শীতে নিজেদের মনোরঞ্জনের সঙ্গে আপস করতে চাইছেন না।
ছবি: Subrata Goswami/DW
শ্রীভূমিতেও প্রচুর মানুষ
দুর্গাপুজোর সময় শ্রীভূমিতে বুর্জ খালিফার অনুকরণে প্যান্ডেল দেখতে জড়ো হয়েছিলেন কাতারে কাতারে মানুষ। বড়দিন থেকে নতুন বছরের প্রথম কয়েকটা দিন সুন্দর আলোয় সাজানো থাকে শ্রীভূমির এই এলাকা। মেলা বসে। সেখানেও প্রচুর ভিড়।
ছবি: Subrata Goswami/DW
ভিক্টোরিয়ার সামনে
শুধু পার্ক স্ট্রিট নয়, কলকাতার বিভিন্ন জায়গায় ভিড় হচ্ছে মারাত্মক। যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল। তার সামনে প্রচুর মানুষ।
ছবি: Subrata Goswami/DW
ময়দানের ছবি
একটু বেলা বাড়তেই ময়দানে মানুষের ঢল। পিকনিক চলছে সারাদিন। দিনশেষে ময়দানের এই ছবিই বুঝিয়ে দিচ্ছে, কীরকম ভিড় হচ্ছে সেখানে।
ছবি: Subrata Goswami/DW
সুসজ্জিত ঘোড়ার গাড়ি
ময়দানে এখন গেলেই চোখে পড়বে এই ঘোড়ার গাড়িগুলি। অত্যন্ত সুসজ্জিত। দেখলেই মনে হবে, কয়েকটা পাক দেয়া যাক এই গাড়িতে। এই গাড়ি চড়ার জন্যও উদগ্রীব মানুষ।
ছবি: Subrata Goswami/DW
10 ছবি1 | 10
দিল্লিতে সপ্তাহান্তের কার্ফিউ
দিল্লিতে শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে সপ্তাহান্তের কার্ফিউ। চলবে সোমবার সকাল পাঁচটা পর্যন্ত। শনি ও রোববার সারাদিন ধরে কার্ফিউ বহাল থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে পারবেন না। করোনাকে লাগাম পরাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মহারাষ্ট্রে লকডাউনের চিন্তা
মহারাষ্ট্রে আবার লকডাউন জারি করা হবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের হাতে ছেড়ে দেয়া হয়েছে। তিনি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।