1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কয়লা খনি কেলেঙ্কারি

৮ জুন ২০১২

ভারতের কয়লা খনি নিলাম না করে বেসরকারি কোম্পানিগুলিকে কমদামে বিলি করা হয় বলে যে অভিযোগ উঠেছে, তার প্রাথমিক তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই৷ তদন্তে রাজ্য সরকারের ভূমিকাও খতিয়ে দেখা হবে৷

ছবি: dapd

কয়লাখনির বেসরকারিকরণে অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই৷ কথিত এই দুর্নীতিতে প্রধানমন্ত্রী ছাড়াও ৪টি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও তদন্ত করবে সিবিআই৷ এই চারটি রাজ্য হলো পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড৷ খতিয়ে দেখা হবে বেসরকারি কোম্পানিগুলির সঙ্গে রাজ্য সরকারগুলির সমঝোতা চুক্তিপত্রের বিভিন্ন দিক ৷

যে ২২০টি বেসরকারি কোম্পানিকে কয়লাখনি বণ্টন করা হয়, তার বিস্তারিত তথ্যউপাত্ত কয়লা ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে চেয়ে পাঠিয়েছে সিবিআই৷ পরীক্ষা করে দেখা হবে, বণ্টন প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায্য ছিল কিনা৷ স্ক্রিনিং কমিটিগুলির সুপারিশে পক্ষপাতিত্ব করা হয়েছিল কিনা এবং বাজার দামের চেয়ে কম দামে তা দেয়া হয়েছিল কিনা৷ এই কাজের জন্য ১৪টি ছোট দল গঠন করা হয়৷ অগাস্টের মধ্যেই প্রাথমিক তদন্ত রিপোর্ট সিবিআই জমা দেবে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন সিভিসির কাছে৷ প্রাথমিক রিপোর্ট যাচাই করে পূর্ণাঙ্গ তদন্তের আদেশ দেবে সিভিসি৷

২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে দেশের কয়লাখনি নিলামের পরামর্শ অগ্রাহ্য করে বেসরকারি কোম্পানিগুলিকে কয়লা খনি বণ্টন করা হয় অনেক কমদামে৷ ফলে সরকারের লোকসান হয় প্রায় ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা – এমনটাই অভিযোগ৷ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের এই রিপোর্টের ভিত্তিতে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি, দুর্নীতি বিরোধী আন্না টিম ও নাগরিক সমাজ৷ যেহেতু ঐ সময়ে কয়লা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী, কাজেই প্রধানমন্ত্রীকে এর জবাব দিতে হবে৷

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ড. সিং চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের ভগ্নাংশ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন৷ উত্তরে আন্না টিম বলেছে, সেটার জন্য তো নিরপেক্ষ তদন্ত হওয়া চাই৷ দ্বিতীয়ত অভিযোগ আন্না টিমের নয়, সাংবিধানিক সংস্থা সিএজির৷ আইনমন্ত্রী সলমন খুর্শীদ বলেন, আন্না টিমের উদ্দেশ্য লোকপাল বিলে তারা যা যা চাইছেন, তা রাখতে হবে৷ নাহলে এইভাবে একটার পর একটা অভিযোগ আনা হবে৷ সরকার এর কাছে মাথা নোয়াবে না৷ তবে সরকার তার দায়বদ্ধতার কথা অস্বীকার করছে না৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ