1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত

৩০ ডিসেম্বর ২০১২

নতুন দিল্লিতে গণধর্ষণের পর সিঙ্গাপুরের হাসপাতালে মারা যাওয়া তরুণীর মৃতদেহ দেশে ফিরে গেছে৷ মৃতদেহ বিমানবন্দরে পৌঁছলে সেখানে তরুণীটির পিতামাতার সাথে দেখা করেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী৷

epa03519715 Indian protester lights candles during an evening rally to mourn a gang rape victim in New Delhi, India on 29 December 2012.  The woman, who was gang-raped and beaten by a group of men in a moving bus in the Indian capital on December 16, died early Saturday in a Singapore hospital. EPA/HARISH TYAGI +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

প্রায় দুই সপ্তাহ আগে নতুন দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার ২৩ বছর বয়সি মেডিকেল ছাত্রীটি শনিবার সকালে সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান৷ রবিবার তাঁর মৃতদেহ নতুন দিল্লিতে পৌঁছানোর পর গোপনীয়তার সাথে পারিবারিক পরিমণ্ডলে শবদাহ সম্পন্ন হয়েছে৷ শবদাহের আনুষ্ঠানিকতা থেকে গণমাধ্যমকে দূরে রাখা হয়েছিল৷ তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাদের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, শবদাহের সময় সেখানে হাজির ছিলেন নতুন দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দিক্ষিত এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর পি এন সিং৷

এদিকে, ঘটনার পর থেকেই তরুণীটির নাম পরিচয় প্রকাশ করা না হলেও তাঁর মৃত্যুর পর তাঁর সম্পর্কে কিছু তথ্য জানিয়েছেন তাঁর বন্ধু-বান্ধবী এবং প্রতিবেশীরা৷ উষা রায় নামে তাঁর এক প্রতিবেশী জানিয়েছেন, ‘‘আমরা জানতাম যে, তার ছেলেবন্ধুটির সাথে ফেব্রুয়ারি মাসে বিয়ে হবে৷ এই খবরে এলাকার সবাই খুব আনন্দিত হয়েছিল৷'' এছাড়া মহাবীর এনক্লেভ এলাকায় তাদের আরেক প্রতিবেশী মিনা রায় বলেন, ‘‘যে বন্ধুটির সাথে মেয়েটি বাসে করে যাওয়ার সময় হামলার শিকার হয়, তার সাথেই বিয়ের কথা ছিল৷ দিল্লিতে তাদের বিয়ের উৎসব করার পরিকল্পনা ছিল এবং সেজন্য প্রস্তুতিও নেওয়া হয়েছিল৷'' তাঁর বন্ধুরা জানিয়েছেন, মেয়েটির লেখাপড়ার খরচ চালানোর জন্য দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে চাকুরিরত তাঁর পিতা উত্তর প্রদেশে তাদের গ্রামের কিছু জমিও বিক্রি করেছিলেন৷ মেয়েটি অত্যন্ত মেধাবী ছিলেন এবং তাদের গ্রামের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস ছিলেন তিনি৷

নতুন দিল্লির প্রতিবাদ মিছিলে বিক্ষুব্ধ এক নারীছবি: Reuters

এমন সম্ভাবনাময় একটি তরুণীর এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না নতুন দিল্লির মানুষ৷ শনিবার তারা নীরবে অশ্রু ঝরালেও রবিবার নতুন দিল্লিতে শোক-সন্তপ্ত হাজার হাজার মানুষ আবারও বিক্ষোভে ফেটে পড়েন৷ বিক্ষোভকারীদের একটি দল একদিনের অনশন ধর্মঘট করেছে৷ দুপুরের পর বিক্ষোভকারীরা জন্তর মন্তর থেকে কনট প্লেস এর দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে৷ তবে পুলিশ সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷ কারণ শনিবার থেকেই গোটা রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে৷ দিল্লির কেন্দ্রে সাধারণ পরিবহণ সীমিত রাখা হয়েছে৷

অন্যদিকে, ‘ধর্ষণের রাজধানী' হিসেবে খ্যাত নতুন দিল্লিতে গত ১৬ই ডিসেম্বর থেকে শনিবার পর্যন্ত সময়ের মধ্যে ২০ জনেরও বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে উল্লেখ করেছে হিন্দুস্তান টাইমস পত্রিকা৷ এছাড়া প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই এর খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিম বঙ্গে আরো একজন নারী প্রথমে গণধর্ষণের শিকার এবং পরে খুন হয়েছেন৷

এএইচ/আরআই (রয়টার্স, এএফপি, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ