1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গৃহকর্মীদের জন্য ৯ হাজার রূপি বেতনের প্রস্তাব

৮ সেপ্টেম্বর ২০১৫

ভারতের কেন্দ্রীয় সরকার গৃহকর্মীদের অধিকার রক্ষায় একটি জাতীয় নীতিমালা তৈরি করছে৷ শিগগিরই সেটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যমগুলো৷ আর এ নিয়েই সরব বাংলাদেশের সংবাদমাধ্যমও৷

Haushalthilfe in Indien
ছবি: DW

‘টাইমস অফ ইন্ডিয়া'-র প্রতিবেদন বলছে, ভবিষ্যতে যারা সারাক্ষণের জন্য বাসায় গৃহকর্মী রাখতে চান তাদের হয়ত বেতন হিসেবে কর্মীদের মাসে সর্বনিম্ন ৯,০০০ রূপি দিতে হতে পারে৷ এছাড়া গৃহকর্মীদের বছরে ১৫ দিন বেতন সহ ছুটি দিতে হবে৷ দিতে হবে মাতৃত্বকালীন ছুটিও৷

এদিকে, বাংলাদেশ সরকার ২০১০ সালে গৃহকর্মীদের সামাজিক নিরাপত্তা ও জীবনমানের উন্নয়নের জন্য একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছিল৷ কিন্তু সেটি এখনও বাস্তবায়ন হয়নি বলে একটি ধারণাপত্রে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এএসএম আলী আশরাফ৷ গৃহকর্মীদের নিয়ে ঢাকায় গত এপ্রিল মাসে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকের জন্য এই ধারণাপত্রটি তৈরি করেন আশরাফ৷ তাঁর ধারণা, বাংলাদেশে প্রায় ২০ লাখ মানুষ গৃহকর্মে নিয়োজিত যার অধিকাংশ নারী ও শিশু৷ বৈঠকে উপস্থিত আলোচকরা বলেন, বাংলাদেশে গৃহকাজে নিয়োজিতদের বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর আওতামুক্ত রাখা হয়েছে৷ ফলে গৃহশ্রমিকদের মজুরির নিশ্চয়তাসহ সুনির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ এবং শ্রমিক হিসেবে মর্যাদা ও ন্যায্য অধিকার পাওয়ার নিশ্চয়তা নেই৷ তাই বক্তারা গৃহকর্মীদের গৃহশ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান৷ একটি অনলাইন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর পরিবেশিত হয়৷

এদিকে, ঢাকা ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০০১ থেকে ২০১৩ সালের মধ্যে শুধু ঢাকা শহরেই ৫৬৭ জন গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়৷ ‘ডোমেস্টিক ওয়ার্কার্স রাইটস নেটওয়ার্ক'-এর এক জরিপে এই তথ্য পাওয়া যায়৷ ইউনিসেফ এবং আইএলও-র এক জরিপ বলছে, ২০০৭ সালে বাংলাদেশে ৬ থেকে ১৭ বছর বয়সি প্রায় চার লক্ষ ২০ হাজার শিশু বাসা-বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেছে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ