1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে জাকির নায়েকের ‘সহযোগী আটক’

২২ জুলাই ২০১৬

তথাকথিত জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেটের’ জন্য তরুণদের নিয়োগ দেয়ায় জড়িত থাকার অভিযোগে জাকির নায়েকের এক সহযোগী আরশিদ কুরেশিকে আটক করেছে পুলিশ৷ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে এই খবর৷

Dr Zakir Naik
ছবি: cc-by-maapu 2.0

বাংলাদেশে জঙ্গিবাদে মদত দেয়ার অভিযোগের মধ্যেই আরেক ঘটনায় আলোচনায় এসেছেন ভারতীয় ইসলামি চিন্তাবিদ ড. জাকির নায়েক৷ তাঁর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সদস্য আরশিদ কুরেশিকে আটক করেছে কেরালা পুলিশ৷ ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের জন্য তরুণ নিয়োগের অভিযোগে আটক হয়েছেন তিনি৷

আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম অবশ্য এই খবরের সত্যতা নিশ্চিত করেনি৷ আর ভারতীয় গণমাধ্যম এই সংবাদও প্রকাশ করেছে যে কুরেশির স্ত্রী তাঁর স্বামী পুরোপুরি নির্দোষ বলে দাবি করেছেন৷

উল্লেখ্য, গুলশানে জঙ্গি হামলায় অংশ নেয়া একাধিক জঙ্গি অতীতে জাকির নায়েকের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিল বলে অভিযোগ উঠেছে৷ ফলে জঙ্গিবাদের মদতদাতা হিসেবে নায়েকের নাম উঠে আসে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে৷ এরপর আর ভারতে ফেরেননি তিনি, যদিও ভারত সরকার দেশে ফিরলে নায়েককে গ্রেপ্তার করা হবে এমন কোনো ইঙ্গিত এখনো দেয়নি৷

এআই / এসিবি (টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ