1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে জ্বালানি তেল পাচার ঠেকাতে বিজিবির কড়াকড়ি

১০ নভেম্বর ২০২১

ভারতে জ্বালানি তেল ‘পাচার' ঠেকাতে বেনাপোল সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী-বিজিবি৷

Bangladesch Indian Oxygen Express
ছবি: bdnews24.com

বাংলাদেশে ডিজেলের দাম ভারতের চেয়ে কম হওয়ায় ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলোর মাধ্যমে জ্বালানি তেল পাচার হচ্ছে বলে অভিযোগ ওঠায় বিজিবি এ উদ্যোগ গ্রহণ করেছে৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মাহবুব হোসেন জানান, ভারত থেকে আমদানি পণ্য নিয়ে যেসব ট্রাক বেনাপোল বন্দরে আসছে, সেসব ট্রাকের তেলের ট্যাংকে কী পরিমান তেল আছে তা মেপে দেখে হিসাব রাখা হচ্ছে আমদানি গেইটে৷ পণ্য খালাসের পর আবার যখন ট্রাকগুলো ফেরত যাচ্ছে, তখন আবার ট্যাংকের তেল মেপে দেখা হচ্ছে৷ 

গত ৩১ অক্টোবর থেকে আমদানি গেইটে এবং ট্রাক বের হওয়ার গেইটে এই কার্যক্রম চালু করার কথা জানিয়েছেন সুবেদার মাহবুব হোসেন৷ সরকারের মন্ত্রীরাও দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির পাশাপাশি প্রতিবেশি দেশে তেল পাচার হওয়ার কথা বলছেন৷

একটি ১০ চাকার ট্রাকের ট্যাংকে ৪৫০লিটার তেল ধরে। প্রতিদিন এমন চারশ ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসে। ওপারে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় ভারতীয় ট্রাক চালকরা গাড়িতে করে তেল পাচার করতো বলে জানান বেনাপোল বন্দরের এক কর্মকর্তা৷

বাংলাদেশে ডিজেলের দাম যখন ৬৫ টাকা ছিল, তখন ভারতে ডিজেল বিক্রি হয়েছে প্রতি লিটার ১০২ রুপিতে৷ ৩ নভেম্বর বাংলাদেশে ডিজেলের দাম বাড়িয়ে ৮০টাকা করা হয় এবং  একই সময়ে ভারত শুল্ক কমিয়ে ডিজেলের দাম নামিয়ে আনে ৯০ রুপিতে৷

ফলে কম তেল নিয়ে বাংলাদেশে এসে যদি কোনো ভারতীয় চালক ট্যাংক ভরে বেশি তেল নিয়ে যেতে পারেন, তাতেও প্রতি লিটারে বেশ লাভ থাকে৷ আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী ভারতীয় ট্রাকে তেল সরবরাহের জন্য বেনাপোল বন্দর এলাকায় একটি চক্রও গড়ে উঠেছে৷

দেশের বাজারে তেলের দাম বাড়ানোর পর সংবাদমাধ্যমে খবর আসে ভারতে তেল পাচার ঠেকানোর ব্যবস্থা নিতে গত মাসের শেষে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার পর বেনাপোলে নজরদারি বাড়ায় বিজিবি৷

বেনাপোল  বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ভারতে জ্বালানি তেল পাচার ঠেকাতে বিজিবি ছাড়াও বন্দরের নিরাপত্তা কর্মীদেরও সতর্ক রাখা হয়েছে৷

গত দিন দশকের নজদারিতে কোনো ভারতীয় ট্রাকের তেল নিয়ে যাওয়ার ঘটনা ধরা পড়েছে কি না জানতে চাইলে বিডিনিউজকে বিজিবির হাবিলদার আব্দুল কুদ্দুস বলেন, "এখনও পর্যন্ত এমন কিছু পাইনি৷ আমরা আসা ও যাওয়ার পথে প্রতিটি ট্রাকের তেলের পরিমাণ মিলিয়ে দেখছি৷ তাতে দুই পাঁচ লিটার তেল কমই পাচ্ছি৷

এ বিষয়ে ভারতীয় ট্রাক চালক শহিদুল্লাহ মণ্ডল জানান, ট্যাংকে নিয়ে আসা তেলই যথেষ্ট তবে কোনো কারণে কম পড়ে গেলে কারো মাধ্যমে ১০/২০ লিটার তেল সংগ্রহ করে থাকে৷ অন্যথায় বিএসএফকে বলে ওপার থেকে তেল আনা হয়ে থাকে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ