1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে টেলিকম কেলেঙ্কারির তদন্ত জালে এবার করুণানিধি পরিবার

২৬ এপ্রিল ২০১১

টেলিকম দুর্নীতির তদন্তকারী সংস্থা সিবিআই, স্পেকট্রাম বন্টনে ফৌজদারি চক্রান্তে জড়িত থাকার অভিযোগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী করুণানিধির মেয়ে কানিমোড়ি’র বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট দাখিল করেছে বিশেষ আদালতে৷

কানিমোড়িছবি: UNI

টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারির তদন্তজালে এবার ধরা পড়েছে ডিএমকে দলের প্রাণপুরুষ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী করুণানিধির পরিবার৷ তদন্তকারী এজেন্সি সিবিআই বিশেষ আদালতে দাখিল করা অতিরিক্ত চার্জশিটে করুণানিধির মেয়ে সাংসদ কানিমোড়ি'র বিরুদ্ধে স্পেকট্রাম বন্টনে ফৌজদারি চক্রান্তে জড়িত থাকার অভিযোগ এনেছে৷ বলা হয় যে, দিল্লি সার্কেলের জন্য সোয়ান টেলিকম সংস্থাকে টু-জি লাইসেন্স পাইয়ে দেবার বিনিময়ে কালাইগ্নার টিভি চ্যানেলের জন্য অবৈধভাবে ২০০ কোটি টাকা নেবার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন তিনি৷ কানিমোড়ি ঐ টিভি চ্যানেলের ২০% শেয়ারহোল্ডার৷

শুধু তাই নয়, চার্জশিটে আরো বলা হয়, ২০০৯সালে ডিএমকে দলের এ.রাজাকে টেলিকম মন্ত্রী করার জন্য পরোক্ষভাবে মনমোহন সিং সরকারকে চাপ দিয়েছিলেন তিনি৷ আগামী ৬ই মে কানিমোড়িকে আদালতে হাজির হতে হবে৷ জামিন না পেলে তাঁকে জেলে যেতে হতে পারে৷

এর রাজনৈতিক ফল কী হতে পারে ? কেন্দ্রে মনমোহন সিং-এর জোট সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক দল ডিএমকে৷ ১৮ জন সাংসদ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঐ দলের ৬জন মন্ত্রী৷ ডিএমকে দলের প্রতিক্রিয়া কী হতে পারে ? এই নিয়ে চলেছে জোর জল্পনা৷ কংগ্রেস মনে করছে এই মুহূর্তে সরকার কোন আশঙ্কা দেখছেনা৷ কংগ্রেস মুখপাত্র মনিষ তেওয়ারি বলেছেন, সিবিআই তদন্তে সরকারের কোন হাত নেই, নিয়ন্ত্রণ নেই৷ রাজনৈতিক জোট হয়, রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে৷ কোন স্খলনে তা ভাঙতে পারেনা৷

পর্যবেক্ষকরা মনে করছেন, তামিলনাড়ুর ভোটে ডিএমকে যদি জেতে তাহলে স্থিতিশীল সরকার গড়তে ডিএমকের দরকার হবে কংগ্রেসকে৷ যদি হারে তাহলেও মনমোহন সিং সরকারকে চটাতে চাইবেনা৷ সরকার থেকে বেরিয়ে যাবেনা৷

বর্তমান পরিস্থিতিতে চেন্নাই-এ করুণানিধির বাসভবনে আজ বসে জরুরি বৈঠক৷ ডিএমকে নেতা টি.আর বালু বলেছেন, সবদিক খোলা আছে৷ আগামীকাল দলের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এবিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ