1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যভারত

ভারতে দামী গাড়ির বাজারের বিপুল সম্ভাবনা

১২ এপ্রিল ২০২৪

বিশাল জনসংখ্যা ও বেড়ে চলা মধ্যবিত্ত শ্রেণির কারণে ভারত আজ আকর্ষণীয় বাজার৷ তবে জার্মানির গাড়ি নির্মাতা কোম্পানিগুলি এখনো ভারতের বাজারে তেমন সুবিধা করতে পারেনি৷ ভবিষ্যতে সেই সম্ভাবনা দেখা দিতে পারে৷

 জার্মান আরইভি গাড়ি
ফল্কসভাগেন গ্রুপ দুই দশক ধরে ভারতের বাজারে উপস্থিতি বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেছবি: Volkswagen India

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে ভারতের গাড়ির বাজারে বর্তমান বৃদ্ধির হার বাকিদের তুলনায় অনেক বেশি৷ সে দেশের শিল্পক্ষেত্রের ভবিষ্যৎ কি সেই বাজারেই নির্ধারিত হবে? গাড়ি বিশেষজ্ঞ হিসেবে স্টেফান ব্রাৎসেল মনে করেন, ‘‘২০৩০-এর দশকে ভারত ‘নতুন চিন' হয়ে উঠতে পারে৷ অর্থাৎ এটা শুধু আগামী বছর কিছু আয় করার প্রশ্ন নয়৷ আগামী ২০ থেকে ৩০ বছর ধরে মুনাফার কথা ভাবতে হলে এখনই ভারতে পা রাখতে হবে৷''

ফল্কসভাগেন গ্রুপ দুই দশক ধরে ভারতের বাজারে উপস্থিতি বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ কিন্তু সে দেশে বছরে এক লাখের খুব বেশি ভিডাব্লিউ মডেল বিক্রি হয় না৷ এ ক্ষেত্রে চীনের সঙ্গে কোনো তুলনাই হয় না৷ জার্মানির এই গাড়ি নির্মাতার বিক্রির প্রায় ৪০ শতাংশ চীনের ভাগে পড়ে৷

ভারত যে চীন নয়, সেটা অবশ্যই অজানা নয়৷ হোরমাজড সোরাবজি ভারতের অটোমোবাইল ক্ষেত্রের অন্যতম সেরা সাংবাদিকদের একজন৷ অটোকার ইন্ডিয়ার সম্পাদক হিসেবে তিনি বলেন, ‘‘চীনে বিলাসবহুল গাড়ির বাজার সত্যি বিশাল৷ ভারতে বছরে বড়জোর ৪০ থেকে ৫০ হাজার এমন গাড়ি বিক্রি হয়৷ আমাদের সংখ্যা বাজারের নীচের স্তরেই সীমাবদ্ধ৷ সেখানে অত্যন্ত কম মুনাফার কারণে কোম্পানিগুলির তেমন আয় হয় না৷''

গত প্রায় ৪০ বছর ধরে সস্তার মারুতি সুজুকি গাড়ি ভারতের বাজারে আধিপত্য চালিয়ে যাচ্ছে৷ সেখানে আরো বড় জার্মান গাড়ির সাফল্যের সুযোগ কম৷ ১৯৮১ সালে জাপানের সুজুকি ভারতের মারুতি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগ শুরু করে৷ সেই কোম্পানি ভারতের সবচেয়ে বড় অটোমোবাইল নির্মাতা হয়ে উঠেছে৷

মারুতি সুজুকি কোম্পানির নির্বাহী পরিচালক শশাঙ্ক শ্রীবাস্তব ভারতে জার্মান গাড়ি সম্পর্কে উৎসাহের অভাবের কারণ ব্যাখ্যা করলেন৷ তাঁর মতে, ‘‘ভারতে ইউরোপের নির্মাতাদের কয়েকটি মডেল গ্রাহকদের প্রয়োজনের সঙ্গে খাপ খায় না৷ তারা অন্যান্য দেশের জন্য ডিজাইন করা মডেল এখানে নিয়ে এসেছে৷ তাদের মৌলিক ইতিহাস অন্যান্য জায়গায় সাফল্যের উপর নির্ভরশীল৷''

সে কারণে ফল্কসভাগেন প্রথম বার শুধু ভারতের বাজারের কথা ভেবে চারটি মডেল ডিজাইন করেছে৷ সেগুলি হলো স্কোডা কুশাক, স্কোডা স্লাভিয়া, ভিডাব্লিউ টাইগান ও ভিডাব্লিউ ভার্টাস৷ ভারতীয়দের কাছে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া হয়েছে, যেমন পেছনের সিটে বেশি জায়গা, হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইত্যাদি৷

ভারতের বাজারে জার্মান গাড়ি

04:09

This browser does not support the video element.

ভারতের অটোমোবাইল বাজারে বর্তমানে বড় পরিবর্তন দেখা যাচ্ছে৷ সম্প্রতি এসইউভি গাড়ির উৎপাদন অনেক বেড়ে গেছে৷ সবার জন্য না হলেও সার্বিকভাবে ভারতে জীবনযাত্রার মান বেড়ে চলেছে৷ গাড়ি বিশেষজ্ঞ হিসেবে পেটার ফিন্টল বলেন, ‘‘অটোমোবাইল শৃঙ্খলে তারা উপরের দিকে উঠবে৷ জনতার মডেল থেকে শুরু করে মিডল ক্লাস হয়ে আরো দামী গাড়ির চাহিদা বাড়বে৷ বিদেশি নির্মাতাদের হাতে উচ্চ মানের গাড়ি থাকায় তারা এর ফায়দা তুলবে৷''

কিন্তু বিদেশি গাড়ির উপর শুল্ক ও করের জটিল প্রণালীর কারণে ভারতে ইউরোপীয় গাড়ির দাম বেশ বেড়ে যায়৷ ভেহিকেল ক্লাস ও উৎপাদন প্রক্রিয়ায় ভারতীয় উপাদানের অনুপাতের উপর সেই বাড়তি আর্থিক বোঝা নির্ভর করে৷

ইউরোপীয় ইউনিয়ন মরিয়া হয়ে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের চেষ্টা চালাচ্ছে৷ কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চতুরভাবে অর্থনীতির রাশ নিজের হাতে রেখেছেন৷ পেটার ফিন্টল মনে করেন, ‘‘উন্মুক্ত ও খোলা বাজারের মধ্যে সঠিক ভারসাম্য ও নিজস্ব শিল্পখাতের বৃদ্ধির কথা ভেবে সেটা করা হচ্ছে৷''

টাটা ও মহিন্দ্রের মতো ভারতীয় কোম্পানি ইলেকট্রোমোবিলিটির প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ৷ তবে বিশেষ করে ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে ভারত এখনো বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল৷ সে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইলন মাস্কের মতো সহযোগীর প্রয়োজন৷ ভারতে টেসলা উৎপাদনের বিষয়ে বেশ কিছু কাল ধরে দুজনের মধ্যে আলোচনা চলছে৷

চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিওয়াইডি-ও ভারতে গাড়ি তৈরি করতে চেয়েছিল৷ কিন্তু ভারতের সঙ্গে চীনের সম্পর্কের অবনতির জের ধরে সেই প্রকল্প বন্ধ হয়ে গেছে৷

তাহলে কি ইউরোপের গাড়ি নির্মাতাদের জন্য ভারত এখন বড় সুযোগ এনে দেবে?

গেয়ারহার্ড সনলাইটনার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ