1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে নামাজ নিয়ে আগের রায় বহাল

২৭ সেপ্টেম্বর ২০১৮

নামাজের জন্য মসজিদ অপরিহার্য নয় বলে প্রায় আড়াই দশক আগের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট৷ ওই মামলা পুনঃশুনানির জন্য বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদনও নাকচ করা হয়েছে৷

Indien Lucknow Unabhängigkeitstag
ছবি: DW/S. Waheed

প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে বৃহস্পতিবার ২-১ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আবেদনটি খারিজ হয়৷

১৯৯৪ সালের রায়ে বলা হয়, নামাজের জন্য মসজিদ অপরিহার্য নয়৷ যে কোনো জায়গাতেই নামাজ পড়া যায়৷ সরকারি কাজে প্রয়োজনে উপাসনাস্থলের জমি অধিগ্রহণে কোনো বাধা নেই৷

এলাহাবাদ হাই কোর্ট ২০১০ সালে অযোধ্যায় বাবরি মসজিদ-রামের জন্মভূমি নিয়ে বিরোধপূর্ণ জমি যেভাবে ভাগ করে দিয়েছিল, সেখানে আদালতের ওই রায়ের প্রভাব ছিল বলে অভিযোগ মুসলমানদের৷

সেই জায়গা থেকে নামাজ ও মসজিদ নিয়ে রায়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়েছিল৷

সর্বোচ্চ আদালত আদেশে বলেছে, ওই রায় অযোধ্যার মূল মামলার (রামের জন্মভূমি-বাবরি মসজিদের জমি দ্বন্দ্ব) বিচারে কোনো প্রভাব ফেলবে না৷

তাতে আগামী ২৯ অক্টোবর নির্ধারিত দিনেই অযোধ্যার মূল মামলার শুনানি শুরু হতে আর কোনো বাধা থাকছে না৷

আদালতের এই আদেশে ক্ষমতাসীন বিজেপির লাভ হবে বলে মনে করছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি৷ অযোধ্যার বিতর্কিত ওই জায়গায় রাম মন্দির বানানোর ঘোষণা রয়েছে তাদের৷

১৯৯২ সালে করসেবক নামে পরিচিত উগ্রপন্থি হিন্দুরা ষোড়শ শতকের বাবরি মসজিদ ভেঙে দেয়৷ মসজিদের জায়গায় রামের জন্মভূমি ছিল বলে দাবি করে সেখানে মন্দির করতে চায় তারা৷

২০১০ সালে এলাহাবাদ হাই কোর্ট ওই জমি তিন পদ্ধতিতে হিন্দু ও মুসলমানদের মধ্যে ভাগ করে দেয়৷ তবে মূল অংশ পায় হিন্দুরা৷ হাই কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় উভয় পক্ষ৷

এইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ