1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে নারী পাচারে জড়িত তিনজন গ্রেপ্তার

২ জুন ২০২১

এক কিশোরী ভারতে পাচার হয়ে নির্যাতনের শিকার হয়৷ পরে দেশে ফিরে সে মামলা করায় নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ 

ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor

 ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ থেকে বুধবার সকালে এক বার্তা পাঠিয়ে এ তথ্য দেওয়া হয়৷ তাদের পরিচয় পরে সংবাদ সম্মেলনে জানানো হবে৷

পুলিশের বার্তায় বলা হয়, ভারতে পাচার হওয়া এক কিশোরী তিন মাস নির্যাতন ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিল থানায় মামলা করার পর ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়৷ "এই তিনজনের একজন এক হাজার নারী পাচার করেছে৷''

ভারতের বেঙ্গালুরুতে সম্প্রতি বাংলাদেশের এক তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়৷ শারীরিক নির্যাতনের সময় ২২ বছরের ওই তরুণীকে দল বেঁধে ধর্ষণও করা হয় বলে এনডিটিভি জানায় ৷

ওই ঘটনায় ভারতের বেঙ্গালুরু পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করে৷ এদের মধ্যে টিকটক হৃদয় বাবুসহ দুজন পালানোর সময় গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে ভারতের পুলিশ ৷ তাদের সবাইকে বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে৷

সম্প্রতি মানবপাচারের এই চক্রের সঙ্গে জড়িত চারজনকে ঝিনাইদহ সদর, যশোরের অভয়নগর ও বেনাপোল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ