1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কংগ্রেস-বিজেপির পরীক্ষা

অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি৪ ডিসেম্বর ২০১৩

ভারতে দিল্লি বিধানসভার ভোটের দিকে সকলের নজর সবসময় একটু বেশি থাকে৷ আর এবার নির্বাচনি ময়দানে ‘আম আদমি পার্টি'র প্রবেশে চিরাচরিত প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ও বিজেপির কপালে যেন ভাঁজ পড়েছে৷

Indien Wahlkampf Rahul Gandhi
ছবি: picture-alliance/AP

জনসভা, পথসভা, বিজ্ঞাপনী প্রচার, দিল্লির অলিগলিতে গলায় গাঁদা ফুলের মালা পরা হাত-জোড় করা, মুখে কপট হাসি নেতাদের বাড়ি বাড়ি ঘুরে ভোট ভিক্ষা করার অভিযান শেষ৷ বুধবার দিল্লির ৭২টি বিধানসভা আসনের ৮১০ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণে ভোট দেবেন এক কোটি পনেরো লাখ ভোটার৷ ৮১০ জন প্রার্থীর মধ্যে মুসলিম প্রার্থী ১০৮ জন৷ ২০০৮ সালের চেয়ে সামান্য বেশি৷ কংগ্রেস দিয়েছে ছয় জন, বিএসপি ১১ জন এবং বিজেপি দিয়েছে মাত্র একজন মুসলিম প্রার্থী৷

আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভা ভোটে এই প্রথম নেমেই জোরেশোরে বলতে শুরু করেছেন কেন্দ্রশাসিত দিল্লিতে সরকার গড়বে তাঁর পার্টি৷ আম জনতা বিশেষ করে ছাত্র ও তরুণ সম্প্রদায় যেভাবে আম আদমি পার্টির হয়ে কথা বলছে তাতে কপালে ভাঁজ কংগ্রেস ও বিজেপির৷ কেননা কেজরিওয়ালের আম আদমি পার্টি ভোট বাক্সে ভাগ বসানোর কারণে দিল্লি বিধানসভা যদি হাতছাড়া হয়, তাহলে তার প্রভাব পড়বে সংসদীয় নির্বাচনে৷

শাসক দল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ইস্যু হলো আম আদমি পার্টির প্রধান হাতিয়ার৷ দিল্লি বিধানসভা ভোট স্থানীয় ইস্যু ঘিরে হলেও দুর্নীতি ও মুদ্রাস্ফীতি, এই দুটি হলো মোক্ষম ইস্যু যার সমাধানের প্রতিশ্রুতি দলটি রাখবে বলে মনে করছেন দিল্লির ভোটাররা৷ তাই স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আম আদমি পার্টি নির্বাচনি প্রতীক চিহ্ন হিসেবে বেছে নিয়েছে ‘ঝাঁটা'৷ কারণ দুর্নীতি ও কুশাসনকে ঝেঁটিয়ে বিদায় করতে চায় দলটি৷

ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা ভোট হয় তারমধ্যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ বিজেপি শাসিত আর মিজোরাম, দিল্লি ও রাজস্থান কংগ্রেস শাসিতছবি: STR/AFP/Getty Images

হঠাৎ করে এই তৃতীয় শক্তির অভ্যুত্থানের মোকাবিলা কীভাবে করা যায় তা নিয়ে চলছে নেপথ্য তৎপরতা৷ ১৯৯৩ সালে দিল্লিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদায় উন্নীত করার পর গঠিত হয় দিল্লি বিধানসভা এবং বিধান পরিষদ৷ ৯৩ সালের নির্বাচনে ক্ষমতায় আসে বিজেপি৷ তারপর থেকে পরপর তিনবার জেতে কংগ্রেস৷ দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের সঙ্গে পাল্লা দিতে পারে এমন কোনো নেতা বা নেত্রীকে তুলে ধরতে পারেনি বিজেপি৷ গত ১৫ বছরে শীলা দীক্ষিতের সরকার দিল্লির ভোল পাল্টে দিয়েছে অনেকটা৷

বিশ্লেষকদের মতে, আম আদমি পার্টির খুঁটির জোর যতটা তাতে সরকার গড়ার মতো অবস্থা না থাকাই স্বাভাবিক৷ তবে এটা ঠিক, সরকার গড়ার মতো একক সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেস বা বিজেপির না থাকলে ত্রিশঙ্কু বিধানসভায় আম আদমি পার্টি হবে ‘কিং মেকার'৷ দিল্লিতে কংগ্রেসের নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর ভাষণ দেবার কথা ছিল, শেষ মুহূর্তে যেটা বাতিল করা হয়৷ রাহুল গান্ধীর জনসভায় ভীড় হয়নি৷

সেই সুযোগে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি দিল্লিতে একাধিক জনসভায় কংগ্রেস সরকারকে তুলাধুনা করেছেন৷ বিজেপির প্রচার অভিযানে দলের মুখ মোদি৷ দিল্লির গদি দখলের স্বপ্ন দেখছে তাঁর দল৷

উল্লেখ্য, যে পাঁচটি রাজ্যের বিধানসভা ভোট হয় তারমধ্যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ বিজেপি শাসিত আর মিজোরাম, দিল্লি ও রাজস্থান কংগ্রেস শাসিত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ