ভারতে আবার বাড়ানো হলো পেট্রোল-ডিজেলের দাম। নয়দিনে আটবার। দিল্লিতে পেট্রোল হলো লিটারপ্রতি ১০১ টাকা।
বিজ্ঞাপন
আগে একবারে পেট্রোল-ডিজেলের দাম বাড়ত। এবার প্রায় প্রতিদিন বাড়ছে। নয়দিনে আটবার বাড়ানো হলো। মঙ্গলবার বাড়ানো হলো লিটারপ্রতি ৮০ পয়সা। আটবারে পোট্রোল-ডিজেলের দাম মোট পাঁচ টাকা ৬০ পয়সা বাড়ানো হলো।
ভারতে যেহেতু পেট্রোল-ডিজেলের উপর প্রতিটি রাজ্য আলাদা করে শুল্ক বসায়, তাই রাজ্যভেদে পেট্রোল-ডিজেলের দাম আলাদা। দিল্লিতে পোট্রোল লিটারপ্রতি ১০১ টাকা এক পয়সা হলেও মুম্বইতে দাম হলো ১১৫ টাকা ৮৮ পয়সা, কলকতায় ১১০ টাকা ৫২ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৯৫ টাকা ৪২ পয়সা।
ফের বাড়ল তেলের দাম, মধ্যবিত্তের মাথায় হাত
ভারত গত ছয়দিনে পাঁচবার বাড়ল পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম। বাড়ছে অন্য জিনিসের দামও।
ছবি: Subrata Goswami/DW
পেট্রোল ফের ১০০
মাসকয়েক আগে পেট্রোলের দাম একশ পার করার পর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সোমবার ফের তা একশ ছুঁয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ৯০ টাকায় পৌঁছে গেছে। রান্নার গ্যাস পেরিয়েছে এক হাজার টাকা।
ছবি: Subrata Goswami/DW
ছয়দিনে পাঁচবার
গত ছয়দিনে এই নিয়ে পাঁচবার দাম বাড়ল তেলের। প্রথম চারবার দাম বেড়েছে ৮০ পয়সা করে। সোমবার বেড়েছে যথাক্রমে ৫০ এবং ৫৫ পয়সা। ফলে সব মিলিয়ে গত ছয়দিনে পেট্রোলের দাম বেড়েছে তিন টাকা ৭০ পয়সা। ডিজেলের দাম বেড়েছে তিন টাকা ৭৫ পয়সা।
ছবি: Subrata Goswami/DW
ভোট পরবর্তী বৃদ্ধি
গত দুই মাস ধরে পাঁচ রাজ্যে ভোট হয়েছে। সে সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও সরকার দেশে তেল কোম্পানিগুলিকে দাম বাড়াতে দেয়নি। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই ফের বাড়তে শুরু করেছে দাম।
ছবি: Subrata Goswami/DW
আন্তর্জাতিক বাজার
রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটাই বেড়ে গেছে। এখন ব্যারেল প্রতি তেলের দাম হয়েছে ১১৭ ডলার। কিছুদিন আগেও যা ৮০ ডলারের ঘরে ছিল। ভারতে অবশ্য করোনাকালেও তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে তখন তেলের দাম কমলেও ভারতের প্রশাসন ট্যাক্স বসিয়ে তেলের দাম বাড়িয়েছিল।
গাড়ি এবং বাস চালকদের অভিযোগ, তেলের দাম বাড়তে থাকলেও তাদের ভাড়া বাড়ছে না। সরকার তাদের ভাড়া বাড়াতে দিচ্ছে না।
ছবি: Subrata Goswami/DW
উবারের নোটিস
দেশের বিভিন্ন শহরে রীতিমতো হোর্ডিং দিয়ে উবার চালকরা জানিয়ে দিয়েছেন, তারা গাড়িতে এসি শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র চালাবেন না।
ছবি: Subrata Goswami/DW
বাড়ছে ই-স্কুটার
তেলের দাম বাড়ার কারণে গত কয়েক মাসে ই-স্কুটার কেনার প্রবণতা বেড়েছে।
ছবি: Subrata Goswami/DW
চলছে না বাস
কলকাতায় বিভিন্ন রুটের বেসরকারি বাস বন্ধ করে দেওয়া হয়েছে। মালিকদের বক্তব্য, টিকিট বেচে তেলের দাম তুলতে পারছেন না তারা। ভাড়া না বাড়লে বাস চালানো তাদের পক্ষে অসম্ভব।
ছবি: Subrata Goswami/DW
সাইকেলই ভরসা
দিল্লি-কলকাতার মতো বিভিন্ন শহরে ফের সাইকেলের বিক্রি বেড়েছে। এর আগে করোনার সময়েও সাইকেলের বিক্রি বেড়েছিল।
ছবি: Subrata Goswami/DW
10 ছবি1 | 10
ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে। ভারতে তেলের দাম বাজার অনুযায়ী ওঠাপড়া করে। তা সত্ত্বেও উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশ পর্যন্ত তেলের দাম বাড়েনি। গত নয়দিন ধরে বাড়ছে।
তেলের দাম আকাশছোঁয়া, কলকাতায় বিক্ষোভ
গত কয়েকমাসে গোটা ভারতে পেট্রোল-ডিজেলের দাম লিটারে একশ টাকা ছাড়িয়েছে। দিকে দিকে শুরু হয়েছে প্রতিবাদ।
ছবি: Satyajit Shaw/DW
পেট্রোল একশ
কলকাতায় এই মুহূর্তে এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৮ টাকায়। ডিজেল ১০০ টাকা প্রতি লিটার। মাথায় হাত সাধারণ মানুষের।
ছবি: Satyajit Shaw/DW
আগে কী ছিল
কিছুদিন আগেও ৭০ থেকে ৮০ টাকায় পেট্রোল পাওয়া যেত ভারতে। করের তারতম্যের কারণে একেকটি রাজ্যে তেলের দাম একেকরকম হয়। কিন্তু তা কখনোই পাঁচ টাকার বেশি হয় না। গত কয়েকমাসে নাগাড়ে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। অবশেষে তা একশ ছাড়ালো।
ছবি: Satyajit Shaw/DW
মনমোহন জমানা
মনমোহন সি যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন পেট্রোলের দাম ৬০ টাকা প্রতি লিটারে পৌঁছেছিল। বিরোধী বিজেপি তখন রাস্তায় নেমে তুমুল আন্দোলন করেছিল। অথচ তেলের দাম ১০০ টাকায় পৌঁছানোর পরেও বিজেপির সরকার নিশ্চুপ।
মূল্যবৃদ্ধি এবং প্রতিবাদ
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গোটা ভারতেই প্রতিবাদ হচ্ছে। কলকাতায় রাস্তায় নেমেছেন অ্যাপ-ক্যাবের চালকরা। গাড়িতে এসি চালানো তারা বন্ধ করে দিয়েছেন। যার ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা।
ছবি: Satyajit Shaw/DW
বাড়ছে জিনিসের দাম
ডিজেলের দাম বাড়ায় বাজার আগুন। শাক-সবজি থেকে ভোজ্য তেলের সবকিছুর দাম বাড়ছে চড়চড় করে। কারণ, পরিবহণ খাতে ব্যয়বৃদ্ধি হয়েছে।
ছবি: DW/Prabhakar
গাড়ি কমেছে পেট্রোল পাম্পে
পেট্রোল পাম্পগুলিতে গাড়ি কম আসছে বলে জানিয়েছেন পাম্প-মালিকেরা। তাদের বক্তব্য, সাধারণ মানুষ গাড়ি চড়া কমিয়ে দিয়েছেন।
ছবি: Satyajit Shaw/DW
সিএনজি পাম্পে ভিড়
অনেকেই পেট্রোল গাড়ি সিএনজি বা গ্যাসে বদলে ফেলছেন। কিন্তু দিল্লি, হরিয়ানায় সিএনজি পাম্প যথেষ্ট থাকলেও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যথেষ্ট সিএনজি পাম্প নেই।
ছবি: Satyajit Shaw/DW
ভবিষ্যত কী
আগে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে ভারতে তেলের দাম বৃদ্ধি পেত। কিন্তু এখন বিশ্ববাজারে তেলের দাম কমলেও ভারতে তেলের দাম বাড়ে। কারণ সরকার সমানে কর ও শুল্ক বাড়িয়ে চলেছে। পরিস্থিতি এমন থাকলে অদূর ভবিষ্যতে তেলের দাম আরো বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারের যুক্তি, এর থেকে যে অর্থ আসে তা দিয়ে জনকল্যাণমূলক কাজ করা হয়। তাই তারা শুল্ক ও কর কমাবে না।
ছবি: Satyajit Shaw/DW
8 ছবি1 | 8
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী মুখ্যমন্ত্রীরা তেলের দাম বাড়ার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। আর বিজেপি-র তরফ থেকে বলা হচ্ছে, রাজ্য সরকারগুলি শুল্ক কমালেই তেলের দাম কমবে। কংগ্রেস-সহ বিরোধী দলগুলিও প্রতিবাদ জানিয়েছে। কিন্তু তাতে তেলের দাম বাড়া আটকায়নি।