1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে নয়দিনে আটবার বাড়ল তেলের দাম

৩০ মার্চ ২০২২

ভারতে আবার বাড়ানো হলো পেট্রোল-ডিজেলের দাম। নয়দিনে আটবার। দিল্লিতে পেট্রোল হলো লিটারপ্রতি ১০১ টাকা।

ভারতে প্রায় প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। ছবি: Prakash Singh/AFP/Getty Images

আগে একবারে পেট্রোল-ডিজেলের দাম বাড়ত। এবার প্রায় প্রতিদিন বাড়ছে। নয়দিনে আটবার বাড়ানো হলো। মঙ্গলবার বাড়ানো হলো লিটারপ্রতি ৮০ পয়সা। আটবারে পোট্রোল-ডিজেলের দাম মোট পাঁচ টাকা ৬০ পয়সা বাড়ানো হলো।

ভারতে যেহেতু পেট্রোল-ডিজেলের উপর প্রতিটি রাজ্য আলাদা করে শুল্ক বসায়, তাই রাজ্যভেদে পেট্রোল-ডিজেলের দাম আলাদা। দিল্লিতে পোট্রোল লিটারপ্রতি ১০১ টাকা এক পয়সা হলেও মুম্বইতে দাম হলো ১১৫ টাকা ৮৮ পয়সা, কলকতায় ১১০ টাকা ৫২ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৯৫ টাকা ৪২ পয়সা।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে। ভারতে তেলের দাম বাজার অনুযায়ী ওঠাপড়া করে। তা সত্ত্বেও উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশ পর্যন্ত তেলের দাম বাড়েনি। গত নয়দিন ধরে বাড়ছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী মুখ্যমন্ত্রীরা তেলের দাম বাড়ার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। আর বিজেপি-র তরফ থেকে বলা হচ্ছে, রাজ্য সরকারগুলি শুল্ক কমালেই তেলের দাম কমবে। কংগ্রেস-সহ বিরোধী দলগুলিও প্রতিবাদ জানিয়েছে। কিন্তু তাতে তেলের দাম বাড়া আটকায়নি।

জিএইচ/এসজি (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ