1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে পঞ্চম পর্বে ৪৯ আসনে ভোট, পশ্চিমবঙ্গে সহিংসতা

২০ মে ২০২৪

সোমবার ভারতের লোকসভা নির্বাচনে পঞ্চম পর্বের ভোট। ভাগ্য নির্ধারণ হবে রাহুল গান্ধী, ওমর আবদুল্লা, স্মৃতি ইরানির।

ভোটদাতারা যাতে বেশি সংখ্যা এসে ভোট দেন, সেজন্য নির্বাচন কমিশনের প্রচার।
সোমবার পঞ্চম পর্বের ভোট ভারতের ছয়টি রাজ্য ও দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে। ছবি: Hindustan Times/picture alliance

সোমবার বিহারের পাঁচটি, ঝাড়খণ্ডের তিনটি, মহারাষ্ট্রের ১৩টি, ওড়িশার পাঁচটি, উত্তরপ্রদেশের ১৪টি, পশ্চিমবঙ্গের সাতটি, জম্মু ও কাশ্মীর ও লাদাখে একটি করে লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে।

পশ্চিমবঙ্গে অশান্তি

পশ্চিমবঙ্গে পঞ্চম পর্বের ভোটেও অশান্তির খবর এসেছে। রোববার রাতেই উলুবেড়িয়ার বিজেপি-র বুথ সভাপতির ভাইপোকে ধারালো অস্ত্র দিয়ে মারা হয়। অভিযোগ, তৃণমূলের কর্মীরা এই কাজ করেছে।  

আরামবাগে এক তৃণমূল নেতা শ্যামল রায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে। অভিযোগ, বিজেপি-র বিরুদ্ধে।  তাকে উদ্ধার করতে দুইজন কর্মী গেলে তাদেরও মারধর করা হয়। তিনজনই হাসপাতালে ভর্তি আছেন। 

বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের অভিযোগ, একাধিক বুথে তৃণমূল কর্মীরা সন্ত্রাস চালাচ্ছে। বনগাঁর গয়েশপুরে তৃণমূল  ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্বরূপনগরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ এসেছে। 

খানাকুলে সিপিএম প্রার্থীর অভিযোগ, সেখানে বোমাবাজি হয়েছে। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী  কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, কেন্দ্রীয় বাহিনী তাকে বুথে ঢুকতে বাধা দিয়েছে। 

পুরশুড়াতেও বোমা উদ্ধার করা হয়। লিলুয়াতে প্রিসাইডিং অফিসারকে চড় মারা হয়েছে বলে অভিযোগ। 

উলুবেড়িয়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর তাকে ডিউটি থেকে সরিয়ে দেয়া হয়েছে। 

সকাল নয়টা পর্যন্ত পশ্চিমবহঙ্গে ভোট পড়েছে ১৫ শতাংশ। 

পঞ্চম পর্বের প্রধান প্রার্থীরা

পশ্চিমবঙ্গে বনগাঁ, ব্যারাকপুর,, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগে ভোট হচ্ছে। বনগাঁতে মতুয়া নেতা শান্তনু ঠাকুর, হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়, হাওড়ায় প্রসুণ বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুরে অর্জুন সিং ও শ্রীরামপুরকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ হবে সোমবার।

পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় মোট ১৩ হাজার ৫৮১টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন কমিশন এর মধ্যে সত হাজার ৭১১টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে। মডেল বুথ ৯৩টি।

সাতটি কেন্দ্রের জন্য ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।  চতুর্থ পর্বেই দেখা গেছে, পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে সহিংসতা বেড়েছে। এজেন্টদের মেরে বের করে দেয়া, ছাপ্পা ভোট দেয়ার অভিযোগ, বোমামাজি, ভয় দেখানোর অভিযোগ সামনে এসেছে।

মহারাষ্ট্রে সোমবার যে কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে, সেখানে শিবসেনার শক্তি বেশি। ফলে উদ্ধব ঠাকরে ও একনাথ শিণ্ডের নেতৃত্বে শিবসেনার মধ্যে এর অনেকগুলিতে তীব্র লড়াই হচ্ছে।

উত্তরপ্রদেশে যে ১৪টিতে ভোট হচ্ছে, তার মধ্যে বিজেপি গতবার ১৩টিতেই জিতেছিল। শুধু রায়বেরিলিতে জিতেছিল কংগ্রেস। সোনিয়া গান্ধী এবার আর বায়বেরিলি থেকে লড়ছেন না। তার জায়গায় লড়ছেন রাহুল গান্ধী। সোনিয়া ও প্রিয়ঙ্কা রায়বেরিলিতে রাহুলের হয়ে প্রচার করেছেন।

গতবার আমেঠি থেকে লড়ে হেরেছিলেন রাহুল গান্ধী। তাই তিনি এবার আমেঠি থেকে লড়ছেন না। এখানে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির ভাগ্যপরীক্ষা হচ্ছে সোমবার।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ